Breaking News

‘বাংলায় কেন হিংসা হবে?’, ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে রাজ্যের জবাব তলব সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: বাংলায় ‘দ্য কেরালা স্টোরি’ প্রদর্শন নিষিদ্ধ করা নিয়ে হইচই পড়ে গিয়েছে দেশজুড়ে। এ নিয়ে মামলা গড়িয়েছে শীর্ষ আদালতে। পশ্চিমবঙ্গে কেন সিনেমাটি নিষিদ্ধ করা হল? তা নিয়ে এবার পশ্চিমবঙ্গ সরকারকে নোটিশ দিয়ে জবাব চাইল সুপ্রিম কোর্ট।

শুক্রবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে ছিল সেই মামলার শুনানি। এদিনের শুনানিতে প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, ‘সব রাজ্যে সিনেমাটা দেখানো হচ্ছে। কোথাও কোনও হিংসা হচ্ছে না। তাহলে বাংলায় দেখাতে আপত্তি কোথায়?’ শীর্ষ আদালত আরও জানিয়েছে, সিনেমা তো হলে চলতে দিতে হবে। যাঁর ইচ্ছে হবে তিনি দেখবেন, যাঁর হবে না তিনি দেখবেন না। সাধারণ বিষয়কে এত জটিল করার কী আছে? একইভাবে তামিলনাড়ুর এমকে স্ট্যালিন সরকারকেও নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট।

এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আর্জি জানানো হয়েছিল মামলাকারীদের তরফে। কিন্তু দু’পক্ষের সওয়াল শেষে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে নোটিশ পাঠানোর নির্দেশ দিয়েছে। সেই নোটিশের ভিত্তিতে নবান্নকে আগামী মঙ্গলবারের মধ্যে জবাব দিতে হবে। আগামী বুধবার ফের এই মামলার শুনানি হবে।

এদিন সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের হয়ে সওয়াল করেন অভিষেক মনু সিঙ্ঘভি। তিনি বলেন, ‘এই সিনেমায় এমন রসদ রয়েছে যা আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে পারে।’ এর প্রেক্ষিতেই প্রধান বিচারপতি বলেন, ‘সব রাজ্যে চলছে, কোথাও কিছু হচ্ছে না, বাংলায় কেন হবে?’ তবে আপাতত মঙ্গলবার পর্যন্ত নবান্নের নির্দেশিকা বহাল থাকবে। বুধবার সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয়, এখন সেদিকেই তাকিয়ে সকলে।

Kuhelika Barman

Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Suicide | চাকরিহারা শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার, মানসিক অবসাদেই আত্মহত্যা, দাবি পরিবারের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ চাকরি বাতিল হওয়ার পর থেকেই মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন বাঁকুড়ার এক…

27 seconds ago

Sandeshkhali | শাহজাহানের জমি দখলের বেআইনি টাকা গিয়েছে রাজ্যের একাধিক মন্ত্রীর ঘরে! আদালতে দাবি ইডির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সন্দেশখালির জমি দখলের বেআইনি টাকা গিয়েছে রাজ্যের একাধিক মন্ত্রীর কাছে। সোমবার…

21 mins ago

Drinking Water Crisis | তোর্ষার পানীয় জলপ্রকল্পের পাম্প বিকল, জলকষ্টে নাজেহাল কোচবিহারবাসী

কোচবিহার: রবিবার তখন প্রায় সকাল ৯টা। কোচবিহার শহরের ৩ নম্বর ওয়ার্ডে কাঠফাটা রোদে জনাপাঁচেক মহিলা…

21 mins ago

Kalighater Kaku | ফের জেরার মুখে কালীঘাটের কাকু, সিবিআই-এর হাতে নতুন তথ্য?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের জেরার কবলে কালীঘাটের কাকু (Kalighater Kaku)। সোমবার সকালে প্রেসিডেন্সি জেলে…

22 mins ago

Dumdum Airport | তিনদিনে দ্বিতীয়বার হুমকি মেল! বোমাতঙ্ক কলকাতা বিমানবন্দরে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের হুমকি মেল। বোমাতঙ্ক ছড়াল কলকাতা বিমানবন্দরে (Dumdum Airport)। সূত্রের খবর,…

31 mins ago

Suicide Case | দামি ফোন কিনে দিতে পারেননি বাবা-মা, অভিমানে আত্মঘাতী স্কুলপড়ুয়া!

বিপ্লব হালদার ও রূপক সরকার, গঙ্গারামপুর ও বালুরঘাট: দামি মোবাইল কিনে দিতে পারেননি বাবা-মা। তাই অভিমানে…

40 mins ago

This website uses cookies.