Saturday, May 11, 2024
Homeউত্তর সম্পাদকীয়প্যান্ডেল হত পাড়ার জেঠিমা-কাকিমার শাড়ি দিয়ে

প্যান্ডেল হত পাড়ার জেঠিমা-কাকিমার শাড়ি দিয়ে

আমার পাড়া আমাকে শিখিয়েছে সংঘবদ্ধতার প্রয়োজনীয়তা, দায়িত্ববোধ, মমত্ববোধে একাত্ম হয়ে যাওয়ার বেদমন্ত্র।

  • বিদ্যুৎ রাজগুরু

পাড়ার ক্লাবেই তো জীবনের প্রথম কাঁপা কাঁপা গলায়, ‘বর এসেছে বীরের ছাঁদে/বিয়ের লগ্ন আটটা’ কিংবা ‘ কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে…’ আবৃত্তির হাতেখড়ি। কখনও ভুলে যাওয়া নাটকের ডায়ালগে হাততালি। সোহাগে শাসনে সকলের সঙ্গে বড় হওয়া। ‘দেখো আমি বাড়ছি মাম্মি’ গোছের বিজ্ঞাপনের বহরে নয়। কিংবা ঠিকানা থেকেও ঠিকানাহীন হয়ে ‘ছায়াবাজির ছায়ার মতো’ বেঁচে থাকা নয়। আমার পাড়া আমাকে শিখিয়েছে সংঘবদ্ধতার প্রয়োজনীয়তা, দায়িত্ববোধ, মমত্ববোধে একাত্ম হয়ে যাওয়ার বেদমন্ত্র।

ফুটবল, কাবাডি, খো খো, লুকোচুরি- সে যাইহোক, উৎসব অনুষ্ঠানকে কেন্দ্র করেই নেতৃত্ব দেওয়ার ক্ষমতা কিংবা সমস্যার সমাধানের নিদান শিখেছি পাড়ার অভিভাবকদের কাছে। পাড়ার বয়স্করা যেন সকলের অভিভাবক। চেতনায় দিয়েছি শান। সে শহর কিংবা গ্রাম যেখানে হোক সরস্বতী কিংবা কালী-কার্তিক পুজোর প্যান্ডেল হয়েছে পাড়ার কাকিমা, জেঠিমাদের রংবেরংয়ের কাপড় দিয়েই। পুজোর বাজারে নতুন জামাকাপড়ের গন্ধে বিভোর হয়ে থাকতাম কয়েকটা দিন।

যৌথ পরিবারের সদস্য হিসাবে দেখেছি পুজোর বাজার দেখতে গোটা পাড়া হুমড়ি খেয়ে পড়ত ঘরে ঘরে। শহর সভ্যতার আধুনিকতায় এক ঝাঁক অভিভাবকহীন প্রজন্মকে দেখি বীভৎস পোশাকে মোটরবাইকের বিকট আওয়াজে পাড়ার পবিত্রতা নষ্ট করছে। প্রমত্ত সিটিমারার উল্লাসে ভেঙে দিচ্ছে পাড়ার ঐতিহ্যের চিরাচরিত নির্মাণ। তখন মনে হয় এ পাড়া আমার পাড়া নয়। পাড়ায় পাড়ায় যেন আজ বেপাড়ার রাজ।

বড়মা, আরিমা, রেণুমা, রাঙামা, কাকিমা’রা যেন সকলের মাতৃরূপা নারী হয়ে অপশক্তি থেকে পাড়ার সব প্রজন্মকে রক্ষা করতেন। একটা শক্ত বাঁধন ছিল সর্বত্র। আজ সেই বাঁধন যেন আলগা হয়ে যাচ্ছে। নষ্ট হচ্ছে পাড়া সংস্কৃতি। অজান্তেই আমরা এক সূচিভেদ্য অন্ধকারের দিকে নিক্ষিপ্ত হচ্ছি। ‘ খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গী এলো দেশে…’ বিলাসিতার উগ্র উত্তেজনায় আর আত্মকেন্দ্রিকতার যাপনে সত্যিই খোকা নয় পাড়াই যেন ঘুমিয়ে পড়েছে। আজকে যেন বৃষ্টি ভেজা দুপুরগুলো ভীষণ বোকা মনে হয়।

সামাজিক সংস্কৃতির স্তম্ভ ছিল গ্রাম। বিভিন্ন জাতিধর্মবর্ণনির্বিশেষে বাস করেছে চিরকাল। ধর্মীয় উৎসব হয়ে গিয়েছে সর্বজনীন। কিন্তু বর্তমানে পাড়ার সেই পরম্পরায় ভোট রাজনীতি যখন ছোবল মারে, ভয়টা হয় তখনই। প্রতিবেশীর বিপদ মানে সকলের বিপদ। বিবাহ উৎসবের আয়োজন ও তদারকির দায়িত্বে থাকতেন বয়স্করা। পাড়ার সমস্যা মেটাত পাড়ার মানুষজন। এখন সবাই সবজান্তা।

‘পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে’ কিংবা ‘আজ মঙ্গলবার। পাড়ার জঙ্গল সাফ করবার দিন। সব ছেলেরা দঙ্গল বেঁধে যাবে। রঙ্গলাল-বাবুও এখনি আসবেন।’ কবিগুরুর সহজ পাঠের এই চরম সত্যকথাগুলি খুবই সময়োপযোগী মনে হয় এখনও। সত্যি এ যুগের পাড়াগুলো কিন্তু আজও জঙ্গলময়-জঞ্জালময়। এই জঙ্গল আত্মকেন্দ্রিকতার- এই জঙ্গল অপসংস্কৃতির। তাই আমাদের সাধের পাড়া পূতিগন্ধময়। সত্যিকারের সাফ করার সময় এসেছে। সুকুমার রায়ের ছড়ায় হারানো আমার পাড়াকে খুঁজে পাই, ‘পাড়ার লোকের ঘুম ভাঙিয়ে আয় রে সবাই জুটি, গ্রীষ্মকালের দুপুর রোদে গাছের ডালে উঠি/ আয় রে সবাই হল্লা করে হরেক মজা লুটি/একদিন নয়, দুইদিন নয়, দুই দুই মাস ছুটি।’

(লেখক ফাঁসিদেওয়ার নজরুল শতবার্ষিকী স্কুলের শিক্ষক)

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Adhir Chowdhury | অধীরকে গোলাপ ছুড়লেন বিজেপি প্রার্থী! ‘সৌজন্যের রাজনীতি’র সাক্ষী থাকল বহরমপুর

0
বহরমপুর: সোমবার বহরমপুর লোকসভা কেন্দ্রে ভোট। শনিবার ছিল প্রচারের শেষ দিন। প্রচারের শেষ দিনে সৌজন্যের ছবি দেখল বহরমপুরবাসী। বিজেপি (BJP) প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে...

Arvind Kejriwal | মোদি অবসর নিলেই প্রধানমন্ত্রী হবেন অমিত শা! বিস্ফোরক মন্তব্য কেজরিওয়ালের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিজেপি সরকার গঠন করলেও আগামী বছর অবসর নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এরপর তাঁর পরিবর্তে ক্ষমতায় আসবেন অমিত...
water crisis in mothabari

Water Crisis | পানীয় জলের সমস্যায় জেরবার মোথাবাড়ি, সংকটে বাসিন্দারা

0
মোথাবাড়ি: মালদার কালিয়াচক ২ ব্লকের মোথাবাড়ি(Mothabari) দামোদর টোলা সহ পার্শ্ববর্তী গ্রামগুলিতে পানীয় জলের সমস্যায়(Water Crisis) বাসিন্দারা জেরবার  রয়েছেন। এলাকায় পাইপলাইন থাকলেও পানীয় জল মিলছে...

Acid attack | শপিং মলে মালয়েশিয়ার ফুটবল তারকার উপর অ্যাসিড হামলা, আতঙ্কে বাতিল একাধিক...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সুরক্ষিত নন ফুটবলাররাও। অ্যাসিড হামলার শিকার হলেন মালয়েশিয়ার এক ফুটবলার। এই ফুটবলারের নাম ফয়সল হালিম। তিনি দেশের নামী ফুটবল তারকা।...

Money seized | লরির ধাক্কায় গাড়ি উল্টোতেই রাস্তায় ছড়িয়ে পড়ল গাদা গাদা নোটের বান্ডিল,...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ফের অন্ধ্রপ্রদেশ থেকে উদ্ধার হল কোটি কোটি টাকা। বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশের গরিকাপাড়ুতে নাকা তল্লাশি চালানোর সময় একটি ট্রাক থেকে উদ্ধার হয়...

Most Popular