Exclusive

Dinhata Sub-divisional Hospital | চিকিৎসকের অভাবে আউটডোর পরিষেবায় ব্যাপক সমস্যা

দিনহাটা: চিকিৎসক সংকটের জেরে দিনহাটা মহকুমা হাসপাতালের (Dinhata Sub-divisional Hospital) আউটডোর পরিষেবায় প্রচণ্ড সমস্যা হচ্ছে। এই হাসপাতালের আউটডোরে (Outdoor) ১১টি বিভাগ রয়েছে। সোমবার সেই বিভাগগুলির সাতটিই বন্ধ ছিল। এর জেরে এদিন হাসপাতালে আসা রোগীরা খুবই সমস্যায় পড়েন। অনেকে ক্ষোভও জানান।

এই হাসপাতালে ৩০০টি বেড রয়েছে। বেশ কয়েকজন চিকিৎসককে কিছুদিন আগে নিয়োগ করা হলেও এখনও ১৮টি পদ খালি পড়ে। দন্ত বিভাগের চিকিৎসক উচ্চশিক্ষার (higher education) জন্য বাইরে যাওয়ায় বর্তমানে এই সংখ্যা বেড়ে ১৯ হয়েছে। পাশাপাশি, বিভাগটি অনিদির্ষ্টকালের জন্য বন্ধ পড়ে থাকছে। এদিনও আউটডোরের এই বিভাগটি বন্ধ ছিল। স্ত্রীরোগ, চক্ষুরোগ বিভাগের চিকিৎসক ছুটিতে। অস্থি, সার্জারি ও নাক-কান-গলা বিভাগের একজন করে চিকিৎসক থাকায় তাঁরা সপ্তাহে দু’দিনই বহির্বিভাগে বসেন। এদিন তাঁরা হাসপাতালে উপস্থিত না থাকায় আউটডোরের এই বিভাগগুলি বন্ধ ছিল। তবে মেডিসিন বিভাগটি এদিন কী কারণে বন্ধ ছিল তা পরিষ্কার নয়।

প্রমীলা বর্মন এদিন আউটডোরের স্ত্রীরোগ বিভাগে চিকিৎসা করাতে এসেছিলেন। বিভাগটি বন্ধ দেখে তিনি হতাশ হয়ে পড়ে ক্ষোভ জানান। একই সুরে হাসপাতালে চিকিৎসা করাতে আসা অনেকেই এদিন সরব হন। হাসপাতালের সুপার রঞ্জিত মণ্ডল বলেন, ‘কোনও চিকিৎসক ছুটিতে থাকলে স্বাভাবিকভাবেই এই বিভাগটি বন্ধ থাকে। এদিনও ছিল। তবে বেশ কিছু বিভাগে মাত্র একজন করে চিকিৎসক থাকায় প্রতিদিন আউটডোরে সংশ্লিষ্ট বিভাগগুলি চালানো যাচ্ছে না। আরও চিকিৎসক চেয়ে ওপরমহলে আবেদন করা হয়েছে।’ কোচবিহারের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুকান্ত বিশ্বাস বললেন, ‘গত দু’বছরে একাধিক চিকিৎসক নিয়োগ করা হয়েছে। আমরা হাতে কোনও চিকিৎসককে পেলে তাঁকে কর্মস্থলে পাঠিয়ে যাচ্ছি। তবে তা সত্ত্বেও কয়েক জায়গা থেকে সমস্যার অভিযোগ পেয়েছি। আমরা এ বিষয়ে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসক সংকটের বিষয়ে রাজ্য সরকারকে দুষে সিপিএমের জেলা কমিটির সদস্য শুভ্রালোক দাস বললেন, ‘রাজ্যজুড়ে সময়মতো চিকিৎসক নিয়োগ না করার কারণেই সমস্যা হচ্ছে। আউটডোরে যে সমস্ত চিকিৎসকের বসার কথা, তাঁরা সেখানে বসছেন কি না তা দেখার জন্য কোনও মনিটরিং সেল নেই। চিকিৎসকরা তাঁদের ইচ্ছেমতো পরিষেবা দিচ্ছেন। এর জেরে রোগীরা সমস্যায় পড়ছেন।’ রাজ্য সরকারের তরফে সমস্যা মেটানোর চেষ্টা চলছে বলে দিনহাটা মহকুমা হাসপাতালের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান উওরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ জানিয়েছেন। তিনি বলেন, ‘এই হাসপাতালে যে চিকিৎসক সংকট চলছে তা অস্বীকার করার নয়। তবে চেষ্টা চালিয়ে গত কয়েক বছরে সমস্যা অনেকটাই মেটানো গিয়েছে। আগমীতে এই সমস্যা যাতে আরও মেটানো যায় সেই চেষ্টাই চলছে।’

Mouli Majumder

Mouli Majumder is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mouli is involved in Copy Editing, Uploading in website.

Recent Posts

Asansol | আম কুড়োতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, বজ্রাঘাতে মৃত্যু বিজেপি কর্মীর ছেলের

বারাবনি: বৃষ্টির মধ্যে বাড়ির অদূরে আম কুড়োতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হলো এক বিজেপি কর্মীর ছেলের।…

6 mins ago

Maynaguri | অভাবের চোখরাঙানি উপেক্ষা করে নজির কৃতী পড়ুয়ার, উচ্ছ্বসিত গোটা গ্রাম

ময়নাগুড়ি : দারিদ্র্যের মাঝেও নজির প্রত্যন্ত এলাকার পড়ুয়ার। ময়নাগুড়ি ব্লকের পানবাড়ি এলাকার ভবানী হাই স্কুলের…

50 mins ago

Siliguri | শিলিগুড়িতে রাতে প্রবল বর্ষণ, কিছু জায়গায় দাঁড়ালো জল

শিলিগুড়ি : অবশেষে প্রবল বৃষ্টি শিলিগুড়িতে। যার ফলে ব্যহত হল শহরের রাতের নগর জীবন। মনে…

1 hour ago

Darjeeling | দার্জিলিঙে হেনস্তার শিকার সমতলের গাড়িচালকরা, ছড়াচ্ছে ক্ষোভ

শিলিগুড়ি: নির্দিষ্ট পার্কিংয়ে গাড়ি পার্ক করলেও জরিমানা করছে দার্জিলিং(Darjeeling) ট্রাফিক পুলিশ। পাশাপাশি লালকুঠি, হাওয়া ঘর…

2 hours ago

Banarhat | চা বাগানে ঘাঁটি গেড়েছে চিতাবাঘ, শ্রমিকদের আতঙ্ক কাটাতে সচেতনতা শিবির বনদপ্তরের

বানারহাট: বানারহাটের (Banarhat) লক্ষ্মীপাড়া চা বাগানের বিভিন্ন সেকশনে ঘাঁটি গেড়েছে বেশ কয়েকটি চিতাবাঘ (Leopard)। তাই…

2 hours ago

Siliguri | শুরু অশোকনগরের জ্যাক পুশিংয়ের কাজ, এই বর্ষাতেই মিলবে স্বস্তি?

শিলিগুড়ি: অশোকনগরের জ্যাক পুশিংয়ের(Jack Pushing) কাজ শুরু হলেও চলতি বর্ষাতেও পুরোপুরি স্বস্তি পাচ্ছে না এলাকাবাসী।…

2 hours ago

This website uses cookies.