Sunday, April 28, 2024
HomeExclusiveDinhata Sub-divisional Hospital | চিকিৎসকের অভাবে আউটডোর পরিষেবায় ব্যাপক সমস্যা 

Dinhata Sub-divisional Hospital | চিকিৎসকের অভাবে আউটডোর পরিষেবায় ব্যাপক সমস্যা 

এই হাসপাতালের আউটডোরে (Outdoor) ১১টি বিভাগ রয়েছে। সোমবার সেই বিভাগগুলির সাতটিই বন্ধ ছিল। এর জেরে এদিন হাসপাতালে আসা রোগীরা খুবই সমস্যায় পড়েন। অনেকে ক্ষোভও জানান।

দিনহাটা: চিকিৎসক সংকটের জেরে দিনহাটা মহকুমা হাসপাতালের (Dinhata Sub-divisional Hospital) আউটডোর পরিষেবায় প্রচণ্ড সমস্যা হচ্ছে। এই হাসপাতালের আউটডোরে (Outdoor) ১১টি বিভাগ রয়েছে। সোমবার সেই বিভাগগুলির সাতটিই বন্ধ ছিল। এর জেরে এদিন হাসপাতালে আসা রোগীরা খুবই সমস্যায় পড়েন। অনেকে ক্ষোভও জানান।

এই হাসপাতালে ৩০০টি বেড রয়েছে। বেশ কয়েকজন চিকিৎসককে কিছুদিন আগে নিয়োগ করা হলেও এখনও ১৮টি পদ খালি পড়ে। দন্ত বিভাগের চিকিৎসক উচ্চশিক্ষার (higher education) জন্য বাইরে যাওয়ায় বর্তমানে এই সংখ্যা বেড়ে ১৯ হয়েছে। পাশাপাশি, বিভাগটি অনিদির্ষ্টকালের জন্য বন্ধ পড়ে থাকছে। এদিনও আউটডোরের এই বিভাগটি বন্ধ ছিল। স্ত্রীরোগ, চক্ষুরোগ বিভাগের চিকিৎসক ছুটিতে। অস্থি, সার্জারি ও নাক-কান-গলা বিভাগের একজন করে চিকিৎসক থাকায় তাঁরা সপ্তাহে দু’দিনই বহির্বিভাগে বসেন। এদিন তাঁরা হাসপাতালে উপস্থিত না থাকায় আউটডোরের এই বিভাগগুলি বন্ধ ছিল। তবে মেডিসিন বিভাগটি এদিন কী কারণে বন্ধ ছিল তা পরিষ্কার নয়।

প্রমীলা বর্মন এদিন আউটডোরের স্ত্রীরোগ বিভাগে চিকিৎসা করাতে এসেছিলেন। বিভাগটি বন্ধ দেখে তিনি হতাশ হয়ে পড়ে ক্ষোভ জানান। একই সুরে হাসপাতালে চিকিৎসা করাতে আসা অনেকেই এদিন সরব হন। হাসপাতালের সুপার রঞ্জিত মণ্ডল বলেন, ‘কোনও চিকিৎসক ছুটিতে থাকলে স্বাভাবিকভাবেই এই বিভাগটি বন্ধ থাকে। এদিনও ছিল। তবে বেশ কিছু বিভাগে মাত্র একজন করে চিকিৎসক থাকায় প্রতিদিন আউটডোরে সংশ্লিষ্ট বিভাগগুলি চালানো যাচ্ছে না। আরও চিকিৎসক চেয়ে ওপরমহলে আবেদন করা হয়েছে।’ কোচবিহারের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুকান্ত বিশ্বাস বললেন, ‘গত দু’বছরে একাধিক চিকিৎসক নিয়োগ করা হয়েছে। আমরা হাতে কোনও চিকিৎসককে পেলে তাঁকে কর্মস্থলে পাঠিয়ে যাচ্ছি। তবে তা সত্ত্বেও কয়েক জায়গা থেকে সমস্যার অভিযোগ পেয়েছি। আমরা এ বিষয়ে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসক সংকটের বিষয়ে রাজ্য সরকারকে দুষে সিপিএমের জেলা কমিটির সদস্য শুভ্রালোক দাস বললেন, ‘রাজ্যজুড়ে সময়মতো চিকিৎসক নিয়োগ না করার কারণেই সমস্যা হচ্ছে। আউটডোরে যে সমস্ত চিকিৎসকের বসার কথা, তাঁরা সেখানে বসছেন কি না তা দেখার জন্য কোনও মনিটরিং সেল নেই। চিকিৎসকরা তাঁদের ইচ্ছেমতো পরিষেবা দিচ্ছেন। এর জেরে রোগীরা সমস্যায় পড়ছেন।’ রাজ্য সরকারের তরফে সমস্যা মেটানোর চেষ্টা চলছে বলে দিনহাটা মহকুমা হাসপাতালের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান উওরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ জানিয়েছেন। তিনি বলেন, ‘এই হাসপাতালে যে চিকিৎসক সংকট চলছে তা অস্বীকার করার নয়। তবে চেষ্টা চালিয়ে গত কয়েক বছরে সমস্যা অনেকটাই মেটানো গিয়েছে। আগমীতে এই সমস্যা যাতে আরও মেটানো যায় সেই চেষ্টাই চলছে।’

Mouli Majumder
Mouli Majumderhttps://uttarbangasambad.com
Mouli Majumder is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mouli is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Ramayana | রামের বেশে নতুন লুকে রণবীর, সীতার চরিত্রে কে?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নতুন ছবির লুক ফাঁস হল রনবীর কাপুরের। শনিবার নীতেশ তিওয়ারির নতুন ছবি ‘রামায়ণ’-এর সেট থেকে রাম-সীতার লুক প্রকাশ্যে এসেছে। ছবিতে...

Viral | হুবহু নরেন্দ্র মোদির মতো দেখতে! ফুচকা বিক্রেতাকে দেখে অবাক নেটপাড়া

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফুচকা বিক্রি করে আর পাঁচজন সাধারণ মানুষের মতোই দিন কাটাচ্ছিলেন। কিন্তু আচমকাই হয়ে গেলেন ভাইরাল (Viral)। এখন তাঁর চারদিকে ক্যামেরাম্যান,...
ragi waffale recipe

ব্রেকফাস্টে স্বাস্থ্যকর কিছু খেতে চান? বানিয়ে নিন ‘রাগি ওয়াফেল’

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রোজ রোজ একই ব্রেকফাস্ট খেতে কারোরই ভালো লাগে না। রোজকার খাবার বড্ড একঘেয়ে হয়ে গেলে, নতুন কিছু বানিয়ে দেখতে পারেন।...

Malda | সরকারি কাজে নিযুক্ত ঠিকাদারের কাছে তোলা আদায়ের চেষ্টা, প্রাণে মারার হুমকি!

0
সৌরভ কুমার মিশ্র, হরিশ্চন্দ্রপুর: এলাকায় সরকারি কাজ করছিলেন এক ঠিকাদার। আর সেই কাজের জন্য ছয় লক্ষ টাকা তোলা চেয়ে ওই ঠিকাদারকে প্রাণে মারার হুমকি...

Raiganj | পুকুর ভরাট করছে শাসকদলের লোকজন! হুঁশ নেই প্রশাসনের

0
রায়গঞ্জ: ২০১৯ সালের ২৫ নভেম্বর জিতেন্দ্র সিং বনাম ভারতের পরিবেশ মন্ত্রকের মামলায় রায়ের ১৮-২১ অনুচ্ছেদে সুপ্রিম কোর্ট উল্লেখ করেছিল, যে কোনও ধরনের জলাশয় বন্ধে...

Most Popular