Monday, June 17, 2024
HomeMust-Read NewsSwati Maliwal | সমাজমাধ্যমে খুন ও ধর্ষণের হুমকি! বিখ্যাত এই ইউটিউবারকে দায়ী...

Swati Maliwal | সমাজমাধ্যমে খুন ও ধর্ষণের হুমকি! বিখ্যাত এই ইউটিউবারকে দায়ী করলেন স্বাতী মালিওয়াল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আম আদমি পার্টির(AAP) রাজ্যসভা সাংসদ স্বাতী মালিওয়াল ধর্ষন ও খুনের হুমকি পাচ্ছেন। এমনই অভিযোগ করে রবিবার স্বাতী এই ঘটনার জন্য দলীয় কর্মীদেরই দায়ী করেছেন। ইউটিউবার ধ্রুব রাঠীকেও কাঠগড়ায় তুলে স্বাতী জানিয়েছেন, ধ্রুবের একতরফা ইউটিউব ভিডিওগুলির দরুন এই হুমকি আরও বেড়ে গিয়েছে।
নিজের এক্স (X) হ্যান্ডেলে এই হুমকির মেসেজগুলির স্ক্রিনশট শেয়ার করে তিনি জানান, তাঁর চরিত্রহনন করা হচ্ছে এবং এসব করছে তারই পার্টির নেতারা। তিনি বলেন, ‘আমার পার্টির নেতা ও কর্মীরা আমার চরিত্রহনন করার জন্য ক্যাম্পেন চালাচ্ছে। আমি খুন ধর্ষণের হুমকি পাচ্ছি। আমার বিরুদ্ধে মানুষের আবেগ উস্কে দেওয়া হচ্ছে। ইউটিউবার ধ্রুব রাঠীর আমার বিরুদ্ধে করা একটি একতরফা পোস্টের পর এই হুমকি আরও বেড়ে গিয়েছে।’
দিল্লির মহিলা কমিশনের প্রাক্তন প্রধান স্বাতী আরও জানান, আপ(AAP) নেতৃত্বের পক্ষ থেকে তাঁকে চাপ দেওয়া হচ্ছে কেজরিওয়ালের সহযোগী বিভব কুমারের বিরুদ্ধে করা অভিযোগ তুলে নিতে। ধ্রুবের প্রতি হতাশার সুরে তিনি জানান, বহুবার নিজের তরফের কথা বলার জন্য তিনি ধ্রুবকে ফোন এবং মেসেজ করেন। কিন্তু ধ্রুব এই কল এবং মেসেজের কোনও জবাব না দিয়ে এড়িয়ে গেছেন তাঁকে। ধ্রুবকে একহাত নিয়ে স্বাতী বলেন, ‘এটা খুবই লজ্জাজনক তোমার মত মানুষ যে নিজেকে স্বাধীন সাংবাদিক বলে দাবি করে সে আপের(AAP) মুখপাত্রের মত আচরণ করছে, ক্রমাগত আমাকে দোষারোপ করে যাচ্ছে। যার জন্য আমাকে চরম হেনস্থা ও হুমকির শিকার হতে হচ্ছে।’

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Mamata Banerjee | রেল দুর্ঘটনায় আহতদের দেখতে উত্তরবঙ্গ মেডিকেলে মমতা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (Kanchanjunga Express) দুর্ঘটনায় (Train Accident) আহতদের দেখতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

Elephant Attack | লাইন হোটেলে হাতির হানা, দেওয়াল ভেঙে সাবাড় করল মজুত খাদ্যসামগ্রী

0
নাগরাকাটা: লাইন হোটেলে হামলা চালাল হাতি। রবিবার গভীর রাতে বানারহাটের রেড ব্যাংক চা বাগান লাগোয়া ১৭ নম্বর জাতীয় সড়কের পাশের লাইন হোটেলে মোট ছয়টি...

Gazole | কেবল লাইনের তার মেরামত করতে গিয়েই বিপত্তি! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের

0
গাজোল: কেবল লাইনের তার মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট(Electrocution) হয়ে মৃত্যু হল এক যুবকের। সোমবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ৩১ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন কদুবাড়ী মোড়...

New Jersey | পরপর সাতটি গুলি! নিউ জার্সিতে খুনের দায়ে গ্রেপ্তার ভারতীয় বংশোদ্ভূত যুবক

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আমেরিকার নিউ জার্সিতে (New Jersey) ভারতীয় বংশোদ্ভূত যুবকের (Indian-origin man) গুলিতে নিহত এক ভারতীয় মহিলা (Indian woman)। ঘটনায় গুরুতর আহত...

Train Accident | কোথায় গেল জিরো অ্যাক্সিডেন্টের প্রতিশ্রুতি? গত ৩ বছরে কত ট্রেন দুর্ঘটনা...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সালটা ২০১৬-২০১৭। কেন্দ্রীয় রেল মন্ত্রক (Indian Railways) একটি শপথ নিয়েছিল। শপথের নাম দেওয়া হয়েছিল ‘মিশন জিরো অ্যাক্সিডেন্ট’। শপথের পর কেটে...

Most Popular