Sunday, June 2, 2024
HomeBreaking Newsতৃণমূল কর্মীর জমিতে মাচা বাঁধার অভিযোগ, রক্তারক্তি কাণ্ড বৈষ্ণবনগরের নন্দলালপুরে

তৃণমূল কর্মীর জমিতে মাচা বাঁধার অভিযোগ, রক্তারক্তি কাণ্ড বৈষ্ণবনগরের নন্দলালপুরে

বৈষ্ণবনগর: রাস্তার ধারে বাঁশের মাচা বাঁধাকে কেন্দ্র করে কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বৈষ্ণবনগরের নন্দলালপুর গ্রাম। অভিযোগ, সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন তিনজন কংগ্রেস কর্মী। আহতদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের নাম মানিক মিয়াঁ(৫০), কায়েফ মিয়াঁ(২০), নাসির মিয়াঁ(৪৫)। মানিকের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে কলকাতায় রেফার করা হয়েছে।

বৃহস্পতিবার ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় নন্দলালপুর গ্রামে। খবর পেয়ে বৈষ্ণবনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ১৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বৈষ্ণবনগর থানার আইসি নিম শেরিং ভুটিয়া জানিয়েছেন, মূল অভিযুক্ত আহাদ আলিকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক আগে মানিক মিয়াঁ সহ কংগ্রেসের কিছু লোকজন রাস্তার ধারে বসার জন্য একটি মাচা তৈরির করেন। সেই মাচাতেই কংগ্রেস কর্মীরা বসতেন। কিন্তু যে জায়গায় মাচাটি তৈরি করা হয়েছে সেটির মালিক তৃণমূল সমর্থক আব্দুল জব্বার। বৃহস্পতিবার দুপুরে নন্দলালপুর বাজার এলাকায় মানিক সহ কয়েকজন কংগ্রেস নেতাকে মাচাটি খুলে নেওয়ার জন্য বলেন আব্দুল। তখনই দু-পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। তা থেকে ধস্তাধস্তি ও পরে লাঠি, হাঁসুয়া নিয়ে সংঘর্ষ শুরু হয়। মানিকের ঘাড় বরাবর হাঁসুয়া দিয়ে কোপানো হয়েছে বলে অভিযোগ। ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। কায়েফ ও নাসির মিয়াঁকেও ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ।

কয়েফের বাবা আতাউর হোসেন জানান, বৈষ্ণবনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কংগ্রেস নেতা আকমাল হোসেন বলেন, ‘আমাদের তিনজন কর্মীকে কোপানো হয়েছে। মানিকের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে কলকাতা পাঠানো হয়েছে। দুজন মেডিকেলে ভর্তি। আমরা এলাকায় শান্তি চাই। যাঁরা এই ঘটনায় যুক্ত, তাঁদের শাস্তির দাবি জানাচ্ছি।’

অন্যদিকে, তৃণমূলের ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মুস্তাক হোসেন জানিয়েছেন, এখানে কোনও রাজনৈতিক বিষয় নেই। দুপক্ষের মধ্যে একটা বাঁশের মাচা বাঁধাকে কেন্দ্র করে ঝামেলা বাধে। যে জায়গায় মাচাটি তৈরি করা হয়েছিল, সেটি অন্যজনের। জায়গার মালিক মাচাটি খুলে নিতে বলেন। এনিয়েই দু পক্ষের মধ্যে ঝামেলা। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Lok Sabha Election 2024 | ডায়মন্ড হারবার ও মথুরাপুরের কয়েকশো বুথে পুনর্নির্বাচনের দাবি, কমিশনের...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ডায়মন্ড হারবার (Diamond Harbour) কেন্দ্রের ৪০০-র বেশি বুথে এবং মথুরাপুর (Mathurapur) কেন্দ্রের ১২টি বুথে পুনর্নির্বাচনের (Repoll) দাবি তুলে নির্বাচন কমিশনের...

Lok sabha election 2024 | গণনায় কারচুপির আশঙ্কা বিরোধী দলনেতার, এক্স হ্যান্ডেলে বিস্ফোরক পোস্ট...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভোট গণনার দিন স্ট্রং-রুমে থাকবে নিরাপত্তা ব্যবস্থা। স্ট্রং রুমে সব থেকে বাইরে থাকবে বন্দুক হাতে কলকাতা পুলিশ। দ্বিতীয় স্তরে থাকবে...

Siliguri Water Crisis | রবিবার বিকেল থেকেই মিলবে বিশুদ্ধ পানীয় জল, ঘোষণা মেয়রের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রবিবার বিকেল থেকেই শিলিগুড়ি শহরে বিশুদ্ধ পানীয় জল পরিষেবা দেবে শিলিগুড়ি পুরনিগম। এদিন দুপুরে সাংবাদিক সন্মেলন করে ঘোষণা করলেন শিলিগুড়ির...

Mamata Banerjee | ‘অনেক বেশি আসন পাব’, বুথফেরত সমীক্ষাকে ‘ভুয়ো’ বলে দাবি মমতার

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বুথফেরত সমীক্ষাকে ‘ভুয়ো’ বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে মমতাকে বলতে শোনা গিয়েছে, ‘আমাদের রাজ্য...

Joe Biden | গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব বাইডেনের, সিদ্ধান্তে অনড় নেতানিয়াহু

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এবার ইজরায়েলকে (Israel) যুদ্ধবিরতির প্রস্তাব দিল আমেরিকা (America)। যদিও নিজের অবস্থানে অনড় সেদেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)। তবে বহু...

Most Popular