Monday, July 8, 2024
HomeBreaking NewsTMC Leader Arrest | জমিকাণ্ডে গ্রেপ্তার শিলিগুড়ির আরও এক তৃণমূল নেতা

TMC Leader Arrest | জমিকাণ্ডে গ্রেপ্তার শিলিগুড়ির আরও এক তৃণমূল নেতা

শিলিগুড়ি: সম্প্রতি সরকারি জমি জবরদখল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) কড়া বার্তার জের। গ্রেপ্তার হলেন শিলিগুড়ির (Siliguri) আরও এক তৃণমূল নেতা (TMC Leader Arrest)। ধৃতের নাম গৌতম গোস্বামী (Goutam Goswami)। তিনি ডাবগ্রাম-ফুলবাড়ি ব্লকের তৃণমূল (Dabgram Fulbari TMC) সহ সভাপতি। এছাড়াও তিনি শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের সদস্য। জানা গিয়েছে, দিল্লি থেকে ওই নেতাকে গ্রেপ্তার করেছে শিলিগুড়ি কমিশনারেটের পুলিশ। যদিও তদন্তের স্বার্থে বেশি কিছুই বলেনি পুলিশ। অন্যদিকে, জমিকাণ্ডে গজলডোবা থেকে উত্তম রায় নামে এক বিজেপি নেতাকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

মুখ্যমন্ত্রীর বার্তার পরেই শিলিগুড়ির মেয়র গৌতম দেবের ‘ঘনিষ্ঠ’ তথা দলের ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিককে গ্রেপ্তার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। পরে তা নিয়েও মন্তব্য করে দলীয় নেতাদের সতর্ক করেছিলেন মমতা। পুলিশ সূত্রে খবর, দেবাশিস গ্রেপ্তার হওয়ার পরেই শহর ছেড়েছিলেন গৌতম। তখন থেকেই তাঁর খোঁজে তল্লাশি চলছিল। তদন্তকারীরা জানতে পারেন, শিলিগুড়ি থেকে প্রথমে কলকাতা গিয়েছিলেন গৌতম। পরে সেখান থেকে হায়দরাবাদে যান। সেখান থেকে বেঙ্গালুরু ও পরে দিল্লি। সেই খবর পেয়েই শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপ দিল্লি থেকে গৌতমকে গ্রেপ্তার করে।

সম্প্রতি পুরসভাগুলিকে নিয়ে এক বৈঠকে ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকায় জমি দখল নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে রীতিমতো ভর্ৎসনা করেন তিনি। কোনওভাবেই জমি দখলের ঘটনা বরদাস্ত করা হবে না বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। এরপরই দেবাশিস প্রামাণিককে গ্রেপ্তার করা হয়। জানা গিয়েছে, দেবাশিসের বিরুদ্ধে জমি দখল, নথি বিকৃত করা, মারধর, খুনের চেষ্টা, অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। দেবাশিসের গ্রেপ্তারির পর নবান্নে এক বৈঠকে মমতা কড়া ভাষায় বলেন, ‘টাকা নিয়ে যদি কেউ সরকারি জায়গা দখলের অনুমতি দেন সেই এলাকার কাউন্সিলার গ্রেপ্তার হবেন। কাউকে রেয়াত করা হবে না।’ কাউন্সিলারদের উদ্দেশে মমতার কড়া বার্তা, ‘যে কাউন্সিলারের এলাকায় এই সব হবে তাঁকে গ্রেপ্তার করতে হবে। দেখেছেন তো আমি ডাবগ্রামের তৃণমূল নেতাকে গ্রেপ্তার করিয়ে দিয়েছি।’

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

ডাইনি: পুরুষতান্ত্রিক সমাজের নারী নিগ্রহ

0
ভূপেশ রায় মাত্র কয়েকদিন আগে ফাঁসিদেওয়া ব্লকে ডাইনি অপবাদ দিয়ে বাচামুনি টুডু নামে এক আদিবাসী মহিলাকে তাঁর প্রতিবেশী ও পরিবারের লোকজন নৃশংসভাবে মারধর করে। সেই...

দার্জিলিংয়ের মানসিকতার বদল যন্ত্রণার

0
সৌমিত্র রায় আমার ভালোবাসার সেই দার্জিলিংটা আজ আর নেই, কোথায় হারিয়ে গেল মিষ্টি হাসিগুলো সেই, আজ আর নেই। এমনই মনে হল ক’দিন আগে আমার শৈশবের...

Falakata | চরতোর্ষা ডাইভারশনের অস্থায়ী রোডে ৭ ঘণ্টা আটকে পণ্যবাহী ট্রাক, ভোগান্তি সাধারণের   

0
ফালাকাটাঃ চরতোর্ষা ডাইভারশনে পণ্যবাহী ট্রাক কাদামাটিতে আটকে যাওয়ায় টান ৭ ঘন্টা বন্ধ থাকল ওই সড়ক দিয়ে যান চলাচল। গত কয়েকদিনের লাগাতার বর্ষণে ব্যপক ক্ষতিগ্রস্ত...

নেতাদের ভুলে নেত্রীর সন্ধানে একটি দল

0
রন্তিদেব সেনগুপ্ত এবারের লোকসভা ভোটে আসন কমে যাওয়ার পর, বিজেপির উপলব্ধি হয়েছে, নেতাদের ওপর ভরসা করে কোনও লাভ নেই। এবার নেত্রী খুঁজতে বাজারে নামতে হবে।...

Sheikh Hasina | বেজিং সফরে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

0
এএইচ ঋদ্ধিমান, ঢাকা: চারদিনের সফরে সোমবার বেজিং যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর এই সফরে দু’দেশের মধ্যে কোনও চুক্তি স্বাক্ষর হচ্ছে না। তবে ২০টির...

Most Popular