Top News

এগরায় বিক্ষোভের মুখে তৃণমূলের প্রতিনিধি দল, ‘বাম-বিজেপি আঁতাত’! অভিযোগ মানসের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এগরার বিস্ফোরণকাণ্ডে হতাহতদের মৃত এবং জখমদের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়ল তৃণমূলের প্রতিনিধি দল। বুধবার শুভেন্দু অধিকারী খাদিকুল ছাড়ার কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে যান রাজ্যের মন্ত্রী মানস ভুইয়াঁ, সাংসদ দোলা সেন, সৌমেন মহাপাত্র। সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক তরুণ মাইতিও। কিন্তু বিজেপির একটানা স্লোগান শোনা যায় সেখানে। বিক্ষোভের জেরে আর এগোতে পারেননি তৃণমূল নেতৃত্ব। এটা বিজেপির কাজ বলে অভিযোগ করে তৃণমূল। মন্ত্রী মানস ভুইয়াঁর অভিযোগ, বাম এবং বিজেপির মধ্যে আঁতাত চলছে। পরিস্থিতি অশান্ত হতেই ‘কর্মসূচি’ বাতিল করে ফিরে যেতে হয় তৃণমূলের প্রতিনিধি দলকে।

মন্ত্রী মানস ভুইয়াঁ বলেন, ‘আমরা মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘটনাস্থলে এসেছিলাম। কিন্তু কিছু রাউডি অশান্তি পাকানোর ছক কষছিল। আমরা কোনও প্ররোচনায় পা দিইনি। মৃত এবং জখমদের পরিবারের সঙ্গে কথা বলে আমরা ফিরে যাচ্ছি।’

মঙ্গলবার দুপুরে পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল এলাকায় একটি বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে। এতে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। কী করে এমন ঘটনা ঘটল, তা জানতে সিআইডি তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে, এই বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবি তোলে বিজেপি। বুধবার খাদিকুলে গিয়ে রাজ্যের শাসকদলকে নিশানা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি মৃতদের পরিবারের সঙ্গে দেখা করে ওই ঘটনার এনআইএ তদন্তের দাবি করেন। পাশাপাশি, শুভেন্দুর অভিযোগ ওই বাজি কারখানার মালিক ভানু বাগ ‘তৃণমূলের বড় নেতা’। ওই কারখানায় শুধু বাজি নয়, বোমাও তৈরি হত। পঞ্চায়েত ভোটকে সামনে রেখে সেগুলো তৃণমূলকে সরবারহ করতেন ভানু। এই ঘটনায় তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফারও দাবি করেন।

এদিন শুভেন্দু অধিকারী খাদিকুল ছাড়ার কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে যায় তৃণমূলের প্রতিনিধি দল। তাঁরা ঘটনাস্থলের কাছে এসে যখন গ্রামবাসীদের কাছে মুখ্যমন্ত্রীর বার্তা পৌঁছে দিচ্ছেন, ঠিক সেই সময় পেছন থেকে দলে দলে চলে আসেন বিজেপি নেতা-কর্মীরা। তৃণমূলের বিরুদ্ধে স্লোগান তুলতে তুলতে প্রতিনিধি দলের রাস্তা ঘিরে ধরেন তাঁরা। মানস ও দোলা ভিড় ঠেলে পাশে একটি বাড়িতে মৃত এবং জখমদের পরিজনদের সঙ্গে দেখা করেন। তাঁরা জানান, মুখ্যমন্ত্রী স্বজনহারাদের পাশে আছেন। যাঁদের জন্য এমন ঘটনা ঘটেছে, তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে।

Kuhelika Barman

Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Kunal Ghosh | দলকে ‘নয়া পরামর্শ’ কুণালের, তাঁর জায়গায় বসানো হোক আইপ্যাকের শীর্ষকর্তাকে!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের বিস্ফোরক কুণাল ঘোষ (Kunal Ghosh)। শুক্রবার সকালে এক্সে (X-handel) তাঁর…

4 mins ago

কোন পথে যে চলি, কোন কথা যে বলি

রুদ্র সান্যাল মাধ্যমিক পরীক্ষার ফল বেরোতেই অনেকের অভিভাবকই চিন্তায় তাঁদের সন্তান আশানুরূপ ফল না করার…

4 mins ago

ক্ষমতার লড়াই: পাওয়ার বনাম পাওয়ার

সম্বিত পাল বারামতির করাঞ্জে গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে গাছের ছায়ায় সিমেন্ট বাঁধানো চত্বরে যখন গোল…

13 mins ago

জগন্নাথের রাজ্যে ভোটে তামিল মাহাত্ম্য

রূপায়ণ ভট্টাচার্য ভিকে পান্ডিয়ান নামে কি কাউকে চেনেন? না চিনলে চিনে রাখুন। জেনে রাখুন। জিকে…

28 mins ago

Elephant Attack | হাতির হানায় মৃত্যু মহিলার

চালসা: হাতির হানায় মৃত্যু হল এক মহিলার। চালসা সংলগ্ন মহাবাড়ি এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে…

33 mins ago

Car Accident | গাড়ি দুর্ঘটনায় মৃত্যু সুরেশ রায়নার ভাইয়ের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়নার ভাই। বুধবার…

51 mins ago

This website uses cookies.