Exclusive

Coochbehar News | ন্যাক-এর মূল্যায়নে বি প্লাস গ্রেড, মাথাভাঙ্গা কলেজে বিক্ষোভ টিএমসিপির

মাথাভাঙ্গা: ন্যাক-এর মূল্যায়নে শুক্রবার বি প্লাস গ্রেড পেল মাথাভাঙ্গা কলেজ। একইদিনে কলেজে নিয়মিত ক্লাস হচ্ছে না এবং অধ্যাপক-অধ্যাপিকারা নিয়মিত কলেজে আসছেন না, এমনকি কলেজের অধ্যক্ষও অনুপস্থিত থাকেন, এই অভিযোগ তুলে কলেজে বিক্ষোভ দেখাল টিএমসিপি।

ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন (ইউজিসি)-এর ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল (ন্যাক) দেশে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে বিভিন্ন নির্ধারিত মাপকাঠিতে বিচার করে র‌্যাংক দিয়ে থাকে। এক্ষেত্রে মোট আটটি স্তরে র‌্যাংকিং দেওয়া হয়। সেগুলি যথাক্রমে এ ডাবল প্লাস, এ প্লাস, এ, বি ডাবল প্লাস, বি প্লাস, বি, সি এবং ডি।মাথাভাঙ্গা কলেজের অধ্যক্ষ ডঃ দেবাশিস দত্ত বলেন, ‘১৬ বছর আগে ২০০৭ সালে ন্যাকের প্রথম পর্যায়ে মাথাভাঙ্গা কলেজের গ্রেড ছিল সি। ২০২৪-এ দ্বিতীয় পর্যায়ে তা বেড়ে হয়েছে বি প্লাস। এটা নিঃসন্দেহে কলেজের উন্নতির লক্ষণ। এর ফলে মাথাভাঙ্গা কলেজ শিক্ষা ও পরিকাঠামো উন্নয়নের জন্য ইউজিসির কাছে অতিরিক্ত অর্থবরাদ্দের জন্য আবেদন করার সুযোগ পাবে। ইউজিসি কলেজের প্রয়োজনীয়তা বিচার-বিশ্লেষণ করে অর্থ অনুমোদন করবে।

মাথাভাঙ্গা কলেজ সূত্রে জানানো হয়েছে, এবছর কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ (সিজিপিএ)-এ ৪ পয়েন্টের মধ্যে মাথাভাঙ্গা কলেজের প্রাপ্তি ২.৫৮ পয়েন্ট। এই ফলাফল এসেছে কলেজের পরিকাঠামো লার্নিং রিসোর্স ফিডব্যাক মেকানিজম ইনস্টিটিউশনাল ভ্যালুজের ওপর।এদিন অবশ্য টিএমসিপির পক্ষ থেকে কলেজে বিক্ষোভ প্রদর্শন করা হয়। টিএমসিপি নেতা রহিত বস্তাদার অভিযোগ করেন, ‘কলেজে নিয়মিত ক্লাস হচ্ছে না। অধ্যক্ষ সহ অধিকাংশ শিক্ষক অনুপস্থিত থাকেন। ফলে ছাত্রছাত্রীরাও ক্লাসে আসছে না। এদিনও কলেজের অধ্যক্ষ অনুপস্থিত ছিলেন। কলেজের দায়িত্বে ছিলেন টিআইসি চঞ্চল মণ্ডল।’ কলেজের অব্যবস্থার প্রতিবাদে শনিবার পথ অবরোধের হুমকি দিয়েছে টিএমসিপি।

অধ্যক্ষ বলেন, ‘আমি অসুস্থ, তাই আজ কলেজে যাইনি। কলেজের ১৭-১৮ জন টিচার খাতা দেখা ও স্ক্রুটিনির জন্য ইউনিভার্সিটিতে ডিউটিতে রয়েছেন। এতদিন ন্যাক-এর জন্য টিচারদের ছাড়তে পারিনি। দু-তিনজন মেডিকেলে আছেন, চার-পাঁচজনের অফ ডে ছিল। তবে সব ডিপার্টমেন্ট খোলা ছিল। একটা-দুটো ডিপার্টমেন্টে টিচাররা না আসতে পারেন। পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের অধীনে যত কলেজ রয়েছে সেগুলিতে ক্লাস শুরুর আগে থেকেই মাথাভাঙ্গা কলেজে স্পেশাল ক্লাস নেওয়া হচ্ছে।’

Mistushree Guha

Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Recent Posts

Drug recovery | স্কুটারের পাদানিতে লুকোনো ছিল সাড়ে তিন কোটির মাদক, যুবককে ধরল পুলিশ

ফালাকাটা: মাত্র ১ মাস ১ দিনের ব্যাবধান। ফের বিপুল পরিমান ব্রাউন সুগার জাতীয় নিষিদ্ধ মাদক…

4 hours ago

Madhyamik 2024 | বাবা দিনমজুর, মেধাতালিকায় স্থান না পেলেও মাধ্যমিকে নজর কাড়ল দীপজয়

চ্যাংরাবান্ধা : মেধাতালিকায় তার স্থান হয়নি চ্যাংরাবান্ধা (Changrabandha) গ্রাম পঞ্চায়েতের চৌরঙ্গী এলাকার বাসিন্দা দীপজয় সরকারের।…

4 hours ago

Madhyamik Result 2024 | মাধ্যমিকে জলপাইগুড়ির অন্য স্কুলগুলিকে টেক্কা দিল নাগরাকাটার একলব্য মডেল

নাগরাকাটা: মাধ্যমিকে (Madhyamik Result 2024) সামগ্রিক ভালো ফলের নিরিখে ফের জলপাইগুড়ির (Jalpaiguri) অন্যান্য স্কুলগুলিকে টেক্কা…

5 hours ago

Malda | লোকসভার প্রচারে চাঁচলে তৃণমূলের মিছিল, পা মেলালেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব

চাঁচল: লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) আগে বৃহস্পতিবার বিকেলে মালদার (Malda) চাঁচল ১ (Chanchal)…

6 hours ago

Madhyamik Result 2024 | বাবা সাইকেল মিস্ত্রি, মাধ্যমিকে ৬২১ পেয়েও পছন্দের বিষয় অধরা মহম্মদ আরেনের

সিতাই: চোখে স্বপ্ন বড় হওয়ার। তাই আর্থিক অনটন বাধা হতে পারেনি কোচবিহার জেলার সিতাই (Sitai)…

6 hours ago

Madhyamik Result 2024 | মা মুদি দোকান চালান, প্রতিবন্ধকতা সত্ত্বেও মাধ্যমিকে নজরকাড়া ফল বানারহাটের শ্রাবনীতার

গয়েরকাটা: মাধ্যমিকে নজরকাড়া ফল (Madhyamik Result 2024) করল বানারহাট (Banarhat) ব্লকের শ্রাবনীতা মল্লিক। দুরামারি চন্দ্রকান্ত…

6 hours ago

This website uses cookies.