Exclusive

Jalpaiguri | রাতের ধূপগুড়ি শহরে বাড়ছে নেশার আড্ডা

শুভাশিস বসাক, ধূপগুড়ি: রাতের ধূপগুড়ি শহরের অলিগলিতে বাড়ছে নেশার আড্ডা। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শহরবাসীর অনেকেই। ধূপগুড়ি রেগুলেটেড মার্কেট চত্বর সহ শহরের একাধিক জায়গায় এই আড্ডা জমে উঠছে। কোথাও গাঁজা আবার কোথাও মদের আসর বসছে অবাধে। মহিলাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে এলাকায়। অনেকেই অভিযোগ তুলেছেন, সন্ধ্যার পর সুপার মার্কেট চত্বর দিয়ে যাতায়াত করাই মুশকিল হয়ে দাঁড়ায়। শুধু সুপার মার্কেট নয়, হাসপাতালের পেছনের ৮ নম্বর ওয়ার্ড ও ১৪ নম্বর ওয়ার্ডের একাধিক এলাকায় রমরমিয়ে আড্ডা জমে উঠতে দেখা যাচ্ছে। কেউ প্রতিবাদ করলে পালটা হুঁশিয়ারি দেওয়ারও অভিযোগ উঠছে আড্ডায় মগ্ন নেশাখোর তরুণদের বিরুদ্ধে।

শহরবাসীর অনেকেই পুলিশি নজরদারি আরও বাড়ানোর দাবি তুলেছেন। তা না হলে এই ধরনের আড্ডা আরও বাড়তে পারে বলেই মনে করছেন তাঁরা। ধূপগুড়ির বাসিন্দা সৌরভ দাস বলেন, ‘অবৈধভাবে গজিয়ে ওঠা আড্ডার প্রতিবাদ করতে গিয়ে হুঁশিয়ারির মুখোমুখি হয়েছি। বিষয়টি পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনও লাভ নেই। কারণ যাঁরা আড্ডা দিচ্ছেন, তারা পরিচয় দেওয়ার সময় এলাকার প্রভাবশালী অনেকের নাম নিচ্ছেন। এতে সাধারণ মানুষ আরও ভীতসন্ত্রস্ত হয়ে উঠছেন।’ একই দাবি করেছেন অপর বাসিন্দা সৌরভ পালও। তাঁর কথায়, ‘রেগুলেটেড মার্কেট চত্বরে প্রায়ই আড্ডা বসছে। সেখানে নানা ধরনের নেশার আসর জমে উঠছে। পুলিশের নজরদারি আরও বাড়ানো প্রয়োজন।’

শহরের এমন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে ধূপগুড়ি পুরসভা কর্তৃপক্ষও। ধূপগুড়ি পুর প্রশাসকমণ্ডলীর ভাইস চেয়ারম্যান রাজেশকুমার সিং বলেন, ‘শহরের বিভিন্ন এলাকা থেকে অভিযোগ এসেছে। সবকিছু পুলিশকে জানানো হয়েছে। পুরোটাই নজরে রেখে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’ প্রসঙ্গত, এর আগেও ধূপগুড়ি হাসপাতালের পেছনের অংশ এবং রেগুলেটেড মার্কেট চত্বরে পুলিশ নজরদারি বাড়িয়েছিল। কিন্তু নজরদারি ক্রমশ হালকা হতেই পুনরায় আসর গজিয়ে উঠেছে। ধূপগুড়ির মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) গিলসেন লেপচা বলেন, ‘সবক’টি এলাকায় নজরদারি বাড়ানো হচ্ছে। কাউকেই রেয়াত করা হবে না। দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

Mouli Majumder

Mouli Majumder is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mouli is involved in Copy Editing, Uploading in website.

Recent Posts

Changrabandha | আর্থিক প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই সুচিত্রার! উচ্চমাধ্যমিকে দিনমজুরের মেয়ের সফলতার গল্প মুখে মুখে

চ্যাংরাবান্ধাঃ অন্যের জমিতে চাষবাস করেই চলে সংসার। নুন আনতে পান্তা ফুরোনোর পরিস্থিতি। এই আর্থিক প্রতিকূলতা…

15 mins ago

Amit Shah | অন্ডাল বিমানবন্দরে অমিত শা’কে বিদায় জানাতে ‘কয়লা মাফিয়া’! অভিযোগ তৃণমূলের

আসানসোল: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা’কে (Amit Shah) বিদায় জানাতে পশ্চিম বর্ধমান জেলার অন্ডালে কাজি নজরুল…

20 mins ago

Balurghat Hospital X-Ray | এক্স-রে মেশিন থেকেও বন্ধ! কেন এমন পরিস্থিতি বালুরঘাট হাসপাতালে?

বালুরঘাট: বালুরঘাট জেলা হাসপাতালে (Balurghat hospital) আকাল এক্স-রে প্লেটের (Insufficiency of X-ray plates)। প্লেটের অভাবে…

36 mins ago

POK | অন্যায্য করের বোঝা! বিক্ষোভে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জনগণের বিক্ষোভে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর (POK)। কয়েকদিন আগেই নতুন কর…

53 mins ago

Elephant attack | ফের হাতির হানা ছোটা ফাঁপড়িতে, জানালা ভাঙল আইসিডিএস সেন্টার ও শিশু শিক্ষা কেন্দ্রের

শিলিগুড়ি: অন্যত্র খাদ্য সামগ্রী সরিয়েও কাজের কাজ কিছু হল না, ফের হাতির হামলার মুখে পড়তে…

2 hours ago

Jalpaiguri News | নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে গেল ডাম্পার, কোনমতে প্রাণ বাঁচল চালকের

বেলাকোবা: নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পাথর বোঝাই ডাম্পার (Dumper loaded with stones)। অল্পের জন্য প্রাণে…

2 hours ago

This website uses cookies.