Top News

Tragic Death | ডাক্তার দেখিয়ে ঘরে ফেরা হল না আনিসার, অটো উলটে মর্মান্তিক মৃত্যু নয় মাসের শিশুকন্যার

চাঁচলঃ নয় মাসের ফুটফুটে শিশুকন্যা। পরিবারের সকলের আদরের। দুইদিন ধরে জ্বরে ভুগছিল ওই আদরের কন্যা। তাই মা কোলের এই শিশুকে নিয়ে চাঁচল সদরে যান ডাক্তার দেখাতে। আর সেই ডাক্তার দেখাতে যাওয়াই যেন কাল হল। ডাক্তার দেখিয়ে ফেরার পথে অটো উল্টে মায়ের কোল থেকে ছিটকে পড়ে মৃত্যু হল ৯ মাসের শিশুটির। মঙ্গলবার সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে খড়বা স্ট্যান্ডের কাছে আশাপুরগামী রাজ্য সড়কে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

জানা গিয়েছে, মৃত শিশুকন্যাটির নাম আনিসা পারভিন। বাড়ি খড়বা গ্রাম পঞ্চায়েতের নিচলামারি এলাকায়। গত দুদিন ধরে জ্বরে ভুগছিল ছোট্ট আনিসা। এদিন সকালে মা সাগরী খাতুন চাঁচলে ডাক্তার দেখাতে নিয়ে যান আনিসাকে। ডাক্তার দেখিয়ে অটো করে বাড়ি ফিরছিলেন তাঁরা। খড়বা স্ট্যান্ডের কাছে আশাপুরগামী রাজ্য সড়কে সাইকেল  আরোহী এক স্কুল পড়ুয়া হঠাৎই অটোর সামনে চলে আসে। সেই সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় অটোটি। বেশ কয়েকজন যাত্রী জখম হন। নয় মাসের আনিসাও গুরুতরভাবে জখম হয়। স্থানীয়রা তড়িঘড়ি শিশুটিকে উদ্ধার করে খড়বা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে রেফার করা হয় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা আনিসাকে মৃত বলে ঘোষণা করেন।

হাসপাতালের চৌকাঠেই কান্নায় ভেঙে পড়ে পরিবার। বারবার সংজ্ঞা হারিয়ে ফেলেন আনিসার মা। বাবা আতাউর রহমান ভিন রাজ্যে কাজ করেন। আনিসার মা সাগরী খাতুন বলেন, “মেয়েটার শরীর ভালো ছিল না। তাই ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। কীভাবে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছিনা।”

প্রত্যক্ষদর্শী মুস্তাফিজুর রহমান বলেন, “অটোর সামনে সাইকেল আরোহী চলে আসায় বিপত্তি ঘটে। খুব মর্মান্তিক ঘটনা। কিন্তু এই এলাকাগুলিতে ট্রাফিকের তেমন নজরদারি থাকে না। দুর্ঘটনা এড়াতে ট্রাফিকের নজরদারি অত্যন্ত প্রয়োজন।”

এদিকে দুর্ঘটনার ফলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। অটোটিকে আটক করে আনে চাঁচল থানার পুলিশ। চালক পলাতক রয়েছে। চালকের খোঁজে চলছে তল্লাশি। স্থানীয়দের অভিযোগ এই রাস্তায় মাঝেমাঝেই দুর্ঘটনা ঘটছে। রাস্তার বিভিন্ন জায়গায় অন্তত সিভিক ভলেন্টিয়ারদের মোতায়েন রাখা উচিত পুলিশের। স্থানীয় সাগর আলীর বক্তব্য, “এই রাস্তা হল ব্যস্ততম গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক। কিন্তু ট্রাফিক ব্যবস্থা বলতে তো কিছুই নেই।”

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

Manikchak | তৃণমূল অঞ্চল সভাপতিকে প্রাণে মারার চেষ্টার অভিযোগ, কাঠগড়ায় কংগ্রেস

মানিকচক: তৃণমূল (TMC) অঞ্চল সভাপতিকে প্রাণে মারার চেষ্টার অভিযোগ উঠল কংগ্রেসের (Congress) বিরুদ্ধে। মালদার মানিকচকের…

25 mins ago

Mamata Banerjee | সিপিএমের সঙ্গে নন্দীগ্রামে গণহত্যা ঘটিয়েছিলেন শুভেন্দু-শিশির! নাম না করেই বিস্ফোরক ইঙ্গিত মমতার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : নন্দীগ্রাম গণহত্যা নিয়ে ফের বিস্ফোরক মমতা। এবার নাম না করে…

41 mins ago

Malda news | নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষীর যাবজ্জীবন কারাদণ্ড

মালদা: নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষীর যাবজ্জীবন সাজা ঘোষণা করল মালদা জেলা আদালত। এছাড়া…

50 mins ago

Abhijit Ganguli | মমতাকে নিয়ে ফের ‘কুকথা’ অভিজিতের! নির্বাচন কমিশনে তৃণমূল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিচারপতির চেয়ার ছেড়ে জনতার দরবারে হাজির হয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Bjp candidate…

1 hour ago

Harishchandrapur | প্রাকৃতিক দুর্যোগ, হরিশ্চন্দ্রপুরে বজ্রপাতে মৃত্যু নব দম্পতি’র

হরিশ্চন্দ্রপুর: প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারালেন এক নব দম্পতি। হরিশ্চন্দ্রপুরের (Harishchandrapur) তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতের কুর্সাডাঙ্গি এলাকার…

2 hours ago

Malda lightning | মালদাজুড়ে বজ্রপাতে প্রাণহানি অন্তত ১১ জনের, ক্ষতিপূরণ ঘোষণা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মালদায় বজ্রপাতে (Malda lightning) মৃত্যু হল ১১ জনের। মৃতের সংখ্যা আরও…

2 hours ago

This website uses cookies.