Friday, September 22, 2023
HomeTop Newsতৃণমূলের ‘দিল্লি চলো’ কর্মসূচি, অনুমতি চেয়ে ডিসিপিকে চিঠি ডেরেকের

তৃণমূলের ‘দিল্লি চলো’ কর্মসূচি, অনুমতি চেয়ে ডিসিপিকে চিঠি ডেরেকের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অক্টোবরে দিল্লিতে ধর্না কর্মসূচি করবে তৃণমূল কংগ্রেস, সেই মর্মে শনিবার দিল্লি পুলিশকে চিঠি দিল রাজ্যসভা সাংসদ ডেরেক ও’ব্রায়েন। একশো দিনের কাজের টাকার দাবিতে বাংলার অসংখ্য শ্রমিক এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সদস্যরা আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত দিল্লির রাস্তায় বসবেন ধর্নায়।তাই রামলীলা ময়দানে রাত্রিবাসের বন্দোবস্ত করার অনুমতি নিতেই ডেরেকের এই চিঠি।

 

শনিবার দিল্লি পুলিশের দরিয়াগঞ্জের ডিসিপিকে চিঠি দিয়েছেন ডেরেক। কিন্তু এই প্রথম নয় এর আগেও গত ৩১ অগাস্ট দিল্লির পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনের ডেপুটি কমিশনারকেও একই কারণে চিঠি দিয়েছিলেন তিনি।৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত সকাল ১০ থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ করার কথা তৃণমূলের। তাদের রাত্রিবাসের জন্য অনুমতি চেয়ে এই চিঠি। কিন্তু মেলেনি চিঠির উত্তর। যাতে দ্রুত অনুমতি মেলে এদিন ফের চিঠি দেওয়া হয়।

প্রসঙ্গত উল্লেখ্য, একুশে জুলাই শহিদ দিবসের মঞ্চ থেকে রাজ্যের বকেয়া টাকা আদায়ের দাবিতে ২ অক্টোবর ‘দিল্লি চলো’ কর্মসূচির ডাক দিয়েছিলেন তৃণমূল সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শায়ের অঙ্গুলিহেলনে দিল্লি পুলিশ ধর্না করার অনুমতি বাতিল করেছিল। কিন্তু ঘাসফুল শিবিরও ছেড়ে দেওয়ার পাত্র নয়। তাঁরা দিল্লি পুলিশের কাছে ফের তিনটি জায়গায় কর্মসূচি করার জন্য আবেদন করে। একসাথে যদি তিন জায়গার কর্মসূচি বাতিল করে দিল্লি পুলিশ তাহলে সমস্যায় পড়তে হবে তাদেরই। সুতরাং ২ অক্টোবর তৃণমূলের কর্মসূচি কার্যত নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। তবে ডেরেকের চিঠির উত্তর কবে পায় তৃণমূল শিবির তাই দেখার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments