আসানসোলঃ সাপের ছোবলে মৃত্যু হল এক শিশুর। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে আসানসোলের জামুড়িয়া থানা তারাডাঙ্গা গ্রামে। বাঁকুড়ার কাশিপুর থানার সোনাইজুড়ি গ্রামের বাসিন্দা মৃত শিশুর নাম অন্নপূর্ণা মাঝি(৭)। মঙ্গলবার সকালে আসানসোল জেলা হাসপাতালে শিশুর মৃতদেহর ময়নাতদন্ত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, অন্নপূর্ণা মাঝি রবিবার বাঁকুড়ার বাড়ি থেকে আসানসোলের জামুড়িয়ার তারাডাঙ্গা গ্রামে মাসির বাড়িতে বেড়াতে এসেছিল। সোমবার রাতে সেখানেই তাকে সাপে কামড়ায়। বাড়ির লোকেরা তা জানতে পারার পরে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করেন। রাতেই ঐ শিশুর মৃত্যু হয়। পুলিশ জানায় এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে।