রাজ্য

চিকিৎসায় আস্থা, পুজোয় বিশ্বাস! সাপেকাটা রোগীকে হাসপাতালে ভর্তি করে মনসার আরাধনা রোগীর বাড়িতে

আসানসোলঃ পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার ডিসেরগড়ের হাতিনাল গ্রামের বাসিন্দা প্রভাত মুখোপাধ্যায়কে গত শনিবার মধ্যরাতে ঘরের মধ্যে একটি চিতি সাপ কামড়ে দেয়। প্রথমে তাকে বাড়ির লোকেরা বরাকরে এক চিকিৎসকের কাছে নিয়ে যান। কিছুক্ষণ পরেই তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বর্তমানে তার চিকিৎসা সেখানেই চলছে। পাশাপাশি তাঁর সুস্থতা কামনায় বাড়িতে মনসা পুজোর আয়োজন করেছেন পরিবারের লোকেরা।

জানা গিয়েছে, প্রচন্ড গরম থাকার কারণে ঘরের মেঝেতে শুয়েছিলেন কুলটি থানার হাতিনাল গ্রামের বাসিন্দা প্রভাত মুখোপাধ্যায়। শোয়ার কিছুক্ষণ পর প্রভাতবাবু তাঁর স্ত্রী ববিতা মুখোপাধ্যায়কে ডেকে বলেন তাঁর হাতে কিছু একটা কামড়েছে। তাঁর স্ত্রী তড়িঘড়ি উঠে দেখেন একটি চিতি সাপ কামড়েছে তাঁকে। ঘরে সাপটিকে দেখতেও পান তিনি।

প্রভাতবাবুর মা সাধনা মুখোপাধ্যায় বলেন, আমরা সেদিন রাতে একসাথেই খাবার খেয়ে আলাদা আলাদা ঘরে ঘুমোতে যাই। প্রচন্ড গরমের কারণে ছেলে ঘরের মেঝেতে শুয়েছিল। আমি চিৎকার শুনে আসতেই ছেলে বলে মা আমাকে চিতি সাপে কামড়েছে। সঙ্গে সঙ্গে তাকে বরাকরে এক চিকিৎসকের কাছে নিয়ে যাই। তারপর সেখান থেকে জেলা হাসপাতালে ভর্তি করি। এখন তার চিকিৎসা সেখানেই চলছে। ছেলের সুস্থতা কামনায় সোমবার মা মনসার কাছে আমরা পুজো এবং যজ্ঞের ব্যবস্থাও করেছিলাম। আশাকরি মা মনসার কৃপায় আমাদের ঘরের ছেলে সুস্থ হয়ে আবার ঘরেই ফিরে আসবে।

এলাকার তৃণমূল কাউন্সিলার তারকনাথ ধীবর বলেন, চিকিৎসকরা আমাদের কাছে যেমন ভগবান, তারা তাদের সব রকম চেষ্টা যেমন করছেন। তেমনি অনেক ক্ষেত্রে ঈশ্বরও মানুষের মাথায় হাত রাখেন। আমরা চাই এই পরিবারের ছেলে যাতে সুস্থ হয়ে ফিরে আসে তার জন্য পরিবারের মানুষকে সঙ্গে নিয়ে মা মনসার পুজো ও যজ্ঞের ব্যবস্থা করেছি।

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের এক পদাধিকারী কিংশুক মুখোপাধ্যায় বলেন, তবুও একটা জিনিস অবশ্যই ভালো বলতে হবে সেটা হল তারা চিকিৎসা ব্যবস্থার উপরে বিশ্বাস রেখে জেলা হাসপাতালে তাকে ভর্তি করে তার চিকিৎসা করাচ্ছেন। মনসা পুজোর আয়োজন তাদের নিজেদের বিশ্বাসের বিষয়।

পশ্চিম বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বা সিএমওএইচ ডাঃ ইউনুস খান বলেন, সাপে কামড়ানো রোগীর সমস্ত রকম চিকিৎসা ব্যবস্থা রয়েছে জেলা হাসপাতালে। চিকিৎসকরা যথাসাধ্য প্রতি ক্ষেত্রে চেষ্টা করেন রোগীকে বাঁচাতে। যতটুকু জেলা হাসপাতাল থেকে জেনেছি, এক্ষেত্রে সমস্ত রকম চিকিৎসা দেওয়া হচ্ছে ঐ ব্যক্তিকে।

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

North Bengal Medical | মেডিকেলে ফাঁকিবাজি চলছেই, নির্দেশের পরও চালু হয়নি আধারভিত্তিক বায়োমেট্রিক ব্যবস্থা

রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: ন্যাশনাল মেডিকেল কমিশনের (National Medical Commission) নির্দেশের পর প্রায় ছ’মাস কেটে গিয়েছে।…

9 mins ago

Nagrakata | প্রয়াত ডুয়ার্সের বিশিষ্ট বামপন্থী চা শ্রমিক নেতা

নাগরাকাটা: প্রয়াত ডুয়ার্সের বিশিষ্ট বামপন্থী চা শ্রমিক নেতা সূর্য প্রকাশ বরাইক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল…

10 mins ago

Darjeeling | পাহাড়ে গিজগিজে ভিড়, সুযোগ বুঝে চড়া ভাড়া!

রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণবঙ্গ। স্বস্তি নেই উত্তরেও। শরীরটাকে তাই ‘কুল’ রাখতে পাহাড়মুখী হচ্ছে…

44 mins ago

Kareena Kapoor | নতুন দায়িত্বে সইফ ঘরনি! ইউনিসেফ ইন্ডিয়ার জাতীয় রাষ্ট্রদূত পদে নিযুক্ত করিনা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বলিউডের অন্যতম সফল অভিনেত্রী করিনা কাপুর খান (Kareena Kapoor)। বলিউডে (Bollywood)…

45 mins ago

Siliguri | সাত বছর ধরে প্রতারণা! কোটি কোটি টাকা নিয়ে ধৃত হিসেব রক্ষক

শিলিগুড়ি: সাত বছর ধরে শোরুমের হিসেব রক্ষকের দায়িত্বে ছিলেন। ব্যাংক স্টেটমেন্টও প্রতিমাসে পৌঁছে দিতেন মালিকের…

47 mins ago

This website uses cookies.