বাংলাদেশ থেকে দুষ্কৃতী এনে হামলা! গিতালদহে তৃণমূল কর্মীর মৃত্যুতে বিজেপিকে তোপ উদয়নের

0
135

দিনহাটা: ‘বিজেপি প্রতিবেশী রাষ্ট্র থেকে দুষ্কৃতী এনে হামলা চালিয়েছে’, কোচবিহার জেলার দিনহাটায় তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় এমনই বিস্ফোরক অভিযোগ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপির স্থানীয় নেতারা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েত ভোটের মুখে মঙ্গলবার সকালে দিনহাটা ১ ব্লকের গিতালদহ ২ গ্রাম পঞ্চায়েতের জারিধরলা গ্রামে তৃণমূল-বিজেপি সংঘর্ষ হয়। সংঘর্ষে গুলিও চলেছে বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তৃণমূল কর্মী বাবু হকের। আহত হন পাঁচ জন। তৃণমূলের দাবি, ঘটনায় নিহত ও আহতরা সকলেই তাদের দলের কর্মী। আহতদের উদ্ধার করে প্রথমে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে তাঁদের কোচবিহারে রেফার করা হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী।

উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর অভিযোগ, ‘বিজেপি প্রতিবেশী রাষ্ট্র থেকে দুষ্কৃতী এনে হামলা চালিয়েছে।’ আবার তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিকের দাবি, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের দলের কর্মীকে খুন করে বাংলাদেশে পালিয়েছে। যদিও সেই অভিযোগ উড়িয়ে বিজেপির কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায়ের পাল্টা দাবি, ‘এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই। তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরেই ওই ঘটনা ঘটেছে।’