উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসছে না ইউজিসি-র প্রতিনিধি দল। এমনটাই জানালেন বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অমিতাভ দত্ত। তিনি জানিয়েছেন, রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুর কাছ থেকে ইউজিসির বক্তব্য তিনি জানতে পেরেছেন।
গত ৯ অগাস্ট রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলের এ-২ ব্লকের নীচে বাংলা বিভাগের প্রথমবর্ষের ওই ছাত্রকে উদ্ধার করা হয়। বৃহস্পতিবার ভোরে হাসপাতালে তার মৃত্যু হয়। র্যাগিংয়ের কারণে মৃত্যু বলে অভিযোগ করে ছাত্রের পরিবার। ছেলের মৃত্যুতে হস্টেলের আবাসিকদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন মৃত ছাত্রের বাবা। এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এই ঘটনায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র্যাগিং সংক্রান্ত নির্দেশাবলি মানা হচ্ছে কি না, কর্তৃপক্ষ কী পদক্ষেপ করেছে, তা আগেই জানতে চেয়েছিল ইউজিসি। বুধবার তাদের প্রতিনিধি দলের বিশ্ববিদ্যালয়ে আসার কথা ছিল। তবে তার আগে রবিবারই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইউজিসিকে রিপোর্ট দিয়ে জানিয়েছিলেন, ছাত্রমৃত্যুর ঘটনায় কী কী পদক্ষেপ করা হয়েছে। তারপরেই ইউজিসি থেকে জানানো হয়, বুধবার তারা যাদবপুরে আসছে না। রেজিস্ট্রারের দাবি, ইউজিসি তাদের রিপোর্টে সন্তুষ্ট হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সংক্রান্ত তদন্তের অগ্রগতি নিয়ে দফায় দফায় ইউজিসিকে রিপোর্ট দেবে। ইউজিসির তরফেও নিয়মিত তদন্তের খোঁজ নেওয়া হবে বলে খবর।