রায়গঞ্জঃ প্রধানমন্ত্রী উজ্জলা গ্যাস যোজনার কানেকশন(Ujala Gas Yojana Connection)নিয়ে প্রতারণার অভিযোগ উঠল ডিস্ট্রিবিউটরের(Gas Distributor) বিরুদ্ধে৷ শুক্রবার বিকেলে এমন অভিযোগ নিয়ে রায়গঞ্জ থানার দারস্থ হলেন প্রতারিত গ্রাহকেরা(Cheating with customers)। প্রতারিত গ্রাহকদের অভিযোগ, প্রায় দু’বছর আগে পাওয়া তাঁদের উজ্জলা গ্যাস যোজনার কানেকশন না জানিয়ে অন্যত্র বিক্রি করে দিয়েছেন ডিস্ট্রিবিউটর। ডিস্ট্রিবিউটরের বিরুদ্ধে আনা আর্থিক প্রতারণার অভিযোগে তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনাটি রায়গঞ্জ(Raiganj) শহরের উকিলপাড়ায় অবস্থিত গ্যাসের অফিসের। দীর্ঘদিন ধরে ওই এজেন্ট এলাকার অনেক মানুষদের প্রতারণা করেছে বলে অভিযোগ। শুক্রবার এবিষয়ে রায়গঞ্জের বিভিন্ন এলাকার ৮ জন গ্রাহক ওই ডিস্ট্রিবিউটারের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছে। এই প্রসঙ্গে এক প্রতারিত গ্রাহক রুম্পা সাহা বলেন, “দুই বছর আগে তাঁর নামে কেন্দ্রের উজ্জলা গ্যাস যোজনায় কানেকশন এসেছিল। অথচ এতদিন ডিস্ট্রিবিউটর আমাদের বলেছেন গ্যাসের কানেকশন আমরা পাইনি। যখন টোল ফ্রি নম্বরে ফোন করলাম তখন সমস্ত রহস্য উদ্ঘাটিত হল। আমরা চাই অভিযুক্ত গ্যাসের ডিস্ট্রিবিউটরের দৃষ্টান্তমূলক শাস্তি।” রায়গঞ্জ শহরের বন্দরের বাসিন্দা কল্পনা দাস বলেন, “আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। গ্যাসের কানেকশনের জন্য যেখানে কোন টাকা দিতে হয় না। সেখানে আমরা হাজার টাকা করে দিয়েছি। তবুও দিনের পর দিন আমাদেরকে বলা হয়েছে এখনও গ্যাসের কানেকশন আসেনি। এদিকে আমাদের গ্যাস সিলিন্ডার গুলি অন্যত্র বিক্রি করেছে ডিস্ট্রিবিউটর। একই কথা বললেন পূর্ণিমা মল্লিক, অনিতা সাহা, শ্যামলী দাস, কণিকা দাস। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন গ্যাসের ডিস্ট্রিবিউটর ধীরাজ রায়। তিনি বলেন, “আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছে তা ঠিক নয়।” অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।