Top News

লর্ডসে অবিশ্বাস্য ক্যাচ শিলিগুড়ির রিচার, হার মানাবে ঋদ্ধিকেও

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আন্তর্জাতিক ক্রিকেটে উইকেটকিপার হিসেবে বরাবরই অপ্রতিরোধ্য ঋদ্ধিমান সাহা। উইকেটের পিছনে গ্লাভস হাতে উড়ে গিয়ে একের পর এক ক্যাচ তালুবন্দি করেছেন শিলিগুড়ির ঋদ্ধি। ঋদ্ধির পাশাপাশি গ্লাভস হাতে বিদেশের মাটিতে দাপিয়ে উইকেট কিপিং করছেন শিলিগুড়ির রিচা ঘোষ। ভারতের মহিলা ক্রিকেট দলের তারকা উইকেটকিপার রিচা ঘোষও যে ঋদ্ধির থেকে কোনও অংশে কম যান না, সেটা বোঝা গেল আরও একবার।

লন্ডন স্পিরিটের হয়ে খেলছেন ভারতীয় মহিলা দলের তারকা ক্রিকেটার রিচা ঘোষ। শুক্রবার লর্ডসে দ্য হান্ড্রেডে নর্দার্ন সুপারচার্জার্সের বিরুদ্ধে খেলা ছিল লন্ডন স্পিরিটের। এদিনের ম্যাচে উইকেটের পিছনে দাঁড়িয়ে ২টি অনবদ্য ক্যাচ ধরেন রিচা। দ্বিতীয় ইনিংসের ৭৯তম বলে দুর্দান্ত কিপিংয়ের নমুনা পেশ করেন রিচা। সারা গ্লেনের বলে রিচা অ্যালিস ডেভিডসন-রিচার্ডসের যে ক্যাচটি ধরেন এককথায় অসাধারণ বলতেই হয়। ব়্যাম্প শট খেলতে গিয়ে বল ব্যাটে লাগার পরে গায়ে লেগে সামনেই ড্রপ করছিল। এমন সময় রিচা স্টাম্পের পিছন থেকে সামনের দিকে শরীর ছুঁড়ে দেন। বলের উপর থেকে চোখ সরাননি তিনি। বাঁ-হাতের উপর শরীরের ভর দিয়ে ডান হাতে ক্যাচ ধরে নেন রিচা। মাত্র ৪ এয়ান করেই প্যাভিলিয়নে ফেরেন অ্যালিস ডেভিডসন।

এদিন লর্ডসে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় নর্দার্ন সুপারচার্জার্স। ব্যাট করতে নেমে লন্ডন স্পিরিট নির্ধারিত ১০০ বলে ৭ উইকেটে ১৩৫ রান সংগ্রহ করে। ৯টি বাউন্ডারির সাহায্যে ৩২ বলে ৬০ রান করে নট-আউট থাকেন অ্যামেলিয়া কের। রিচা ঘোষ ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৫ বলে ২১ রান করে আউট হন। এছাড়া ড্যানিয়েলে গিবসন ২৪ ও হেথার নাইট ১৩ রান করেন।

জবাবে ব্যাট করতে নেমে নর্দার্ন সুপারচার্জার্স ৯৯ বলে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৩৬ রান তুলে নেয়। ১ বল বাকি থাকতে ৪ উইকেটে ম্যাচ জেতে সুপারচার্জার্স।দলের হয়ে সব থেকে বেশি ৩৮ রান করেন লিচফিল্ড। ৩৪ বলের ইনিংসে তিনি ৫টি চার মারেন। জেমিমা রডরিগেজ ৫টি বাউন্ডারির সাহায্যে ২০ বলে ৩০ রান করে আউট হন। সারা গ্লেন ৩টি ও অ্যামেলিয়া কের ২টি উইকেট দখল করেন।

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

Kartik Maharaj | ‘হামলা হতে পারে সঙ্ঘের আশ্রমে!’ আশঙ্কায় হাইকোর্টের দ্বারস্থ কার্তিক মহারাজ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন কার্তিক মহারাজ (Kartik Maharaj)।…

12 mins ago

Sandeshkhali | ১৪ জুন পর্যন্ত কোনও পদক্ষেপ নয়, ভাইরাল ভিডিও কাণ্ডে রেখা পাত্রকে স্বস্তি দিল হাইকোর্ট

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ কলকাতা হাইকোর্ট স্বস্তি দিল সন্দেশখালির ভাইরাল ভিডিও কাণ্ডে বসিরহাট কেন্দ্রের বিজেপি…

19 mins ago

PBU | পিবিইউ-র অধীনে কলেজগুলিতে ৮৫ শতাংশ পড়ুয়াই ফেল

কোচবিহার: নয়া শিক্ষানীতি অনুযায়ী স্নাতক স্তরের প্রথম সিমেস্টারের রেজাল্টে রেকর্ড সংখ্যক পড়ুয়া ফেল করলেন। কোচবিহার…

20 mins ago

বাজার ছেয়েছে লেবেলবিহীন সস-ঘিতে, স্বাস্থ্যহানির আশঙ্কা

জলপাইগুড়ি: বিগত দুই-তিন বছরে জলপাইগুড়ি শহরজুড়ে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে সীমাহীন ফাস্ট ফুডের দোকান।…

22 mins ago

America | বেপরোয়া গতির বলি! আমেরিকায় দুর্ঘটনায় মৃত ৩ ভারতীয় বংশোদ্ভূত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আমেরিকায় (America) বেপরোয়া গতির বলি তিন ভারতীয় বংশোদ্ভূত পড়ুয়া (Indian-origin student)।…

25 mins ago

Dalkhola | বুদ্ধ পূর্ণিমায় বিশেষ আয়োজন, ডালখোলার কাটনা কালি মন্দিরে সাজো সাজো রব

ডালখোলা: ১৯৬৭ সালের ১৫ অগাস্ট ডালখোলা রেল স্টেশনের অদূরে মিটারগেজ রেলে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন শতাধিক…

49 mins ago

This website uses cookies.