শিলিগুড়িঃ এক রাতের জন্য শিলিগুড়িতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে তিনি শিলিগুড়িতে আসবেন এবং শনিবার সকালে এখান থেকে চলে যাবেন বিহারের ঝঞ্ঝারপুরে। ওইদিন সেখানে একটি জনসভায তাঁর বক্তব্য রাখার কথা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শিলিগুড়ির দাগাপুরের একটি টি রিসোর্টে থাকবেন বলে জানা গিয়েছে। যার জন্য রিসোর্টটি কড়া নিরাপত্তার চাদরে মুড়ে দেওযা হচ্ছে। পুলিশের তরফে দুটি বুলেট প্রুফ গাড়ি তৈরি রাখা হয়েছে। বিজেপি সূত্রে খবর, বিজেপির একটি প্রতিনিধি দল শুক্রবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করবেন।
শুক্রবার শিলিগুড়িতে আসছেন শা
RELATED ARTICLES