Top News

কোটি কোটি টাকা হাতিয়ে তাড়িয়ে দিল মা, সর্বস্ব হারিয়ে পুলিশের দ্বারস্থ উন্নাওয়ের নির্যাতিতা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ফের একবার খবরের শিরোনামে উন্নাওয়ের নির্যাতিতা। এবার নিজের মা, বোন ও কাকার বিরুদ্ধেই আর্থিক প্রতারণার মারাত্মক অভিযোগ আনলেন যুবতী। কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে উন্নাওয়ের নির্যাতিতাকে তাড়িয়ে দিয়েছে তাঁর মা। এই ঘটনায় নিজের মা ও পরিবারের অন্যদের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছেন উন্নাওয়ের নির্যাতিতা। নির্যাতিতার অভিযোগ, তাঁর কাকা ও পরিবারের অন্যরা পরিবারের অ্যাকাউন্ট থেকে টাকা অন্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে নিয়েছে। পুরো বিষয়টির মাস্টারমাইন্ড তাঁর কাকা। তাই মা, বোন, বোনের স্বামী এবং কাকার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

২০১৭ সালে উত্তরপ্রদেশের উন্নাওয়ের ধর্ষণ কাণ্ডের বীভৎসতায় তোলপাড় হয়েছিল গোটা দেশ। এই ঘটনায় প্রধান অভিযুক্ত বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার বর্তমানে যাবজ্জীবন জেল খাটছেন। এমনকী, নির্যাতিতার কাকাও জেলবন্দি। সেই সময় সরকার এবং বহু স্বেচ্ছাসেবী সংস্থার তরফে আর্থিক সহায়তা করা হয় নির্যাতিতাকে। আর্থিক সাহায্যের পাশাপাশি দিল্লিতে তাঁকে একটি বাড়িরও ব্যবস্থা করে দিয়েছিল। কিন্তু ঘরবাড়ি কোটি কোটি থাকা সত্ত্বেও নির্যাতিতা আজ সর্বহারা।

নির্যাতিতা জানিয়েছেন, তাঁর সঙ্গে যখন ঘটনাটি ঘটেছিল তখন তিনি নাবালিকা ছিলেন। ফলে আর্থিক সাহায্যের পুরো টাকাই গিয়েছিল পারিবারিক অ্যাকাউন্টে। তিনি বর্তমানে বিবাহিত এবং অন্তঃসত্ত্বা।এই মুহূর্তে তাঁর টাকার প্রয়োজন। প্রয়োজনে সেই আর্থিক সাহায্যের টাকা ব্যবহার করতে পারছেন না বলেও অভিযোগ। এখন সেই টাকা চাইতে গেলে বলা হচ্ছে, মামলার জন্য ৭ কোটি টাকা খরচ হয়েছে। উপরন্তু নির্যাতিতার থেকে টাকা চাইছে তাঁর পরিবার। এমনকী, তাঁর মা বোন ও অন্যান্য লোকেরা বাড়ি থেকেও বের করে দিয়েছেন বলেও অভিযোগ করেছেন উন্নাওয়ের নির্যাতিতা।

এই ঘটনায় নির্যাততা পুলিশের দ্বারস্থ হয়েছেন নিজের প্রাপ্য ফিরে পেতে। পুলিশের কাছে উন্নাওয়ের নির্যাতিতা জানিয়েছেন, চক্রান্তে শামিল হয়েছে বোনও। নির্যাতিতার স্বামীকে মিথ্যা ধর্ষণের মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন বোন। জেলে বসেই পুরো বিষয়টাই হচ্ছে কাকার অঙ্গুলিহেলনে। ইতিমধ্যে একাধিক ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

CV Ananda Bose | রাজ্যপালের বিরুদ্ধে এসইটি (SET) গঠন কলকাতা পুলিশের, রাজভবনে গিয়ে শুরু তদন্ত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যপালের বিরুদ্ধে বিশেষ তদন্তকারী দল গঠন করে অনুসন্ধানে নামল পুলিশ। লালবাজার…

6 mins ago

Lok sabha election | ভোট লুটের আশঙ্কা! উত্তর মালদায় ৪ শতাধিক বুথকে অতিস্পর্শকাতর ঘোষণার দাবি কংগ্রেসের

মালদাঃ পুলিশকে কাজে লাগিয়ে পঞ্চায়েতের মতো ভোট লুট করতে চাইছে তৃণমূল। এমনই আশঙ্কা করছেন উত্তর…

7 mins ago

Jalpaiguri | মুখ থুবড়ে পড়েছে গাপ্পি মাছ চাষের প্রকল্প, বেহাল স্বাস্থ্য দপ্তরের দুটি ট্যাংকার

জলপাইগুড়ি: খোদ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে ম্যালেরিয়া রোগ নিরোধক প্রকল্পের অঙ্গ স্বরূপ গাপ্পি মাছ…

19 mins ago

Siliguri | ডাকাতির ছক বানচাল, গ্রেপ্তার ৪

শিলিগুড়ি: গোপন সূত্রে খবর পেয়ে ডাকাতির ছক বানচাল করল ভক্তিনগর থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে ঘটনাটি…

43 mins ago

Fire | বিদ্যুতের তার ছিঁড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, কিশনগঞ্জে ভস্মীভূত ১০ টি বাড়ি

কিশনগঞ্জঃ ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল ১০টি বাড়ি। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটে কিশনগঞ্জের মিহীনগাঁও গ্রাম…

1 hour ago

High Madrasah Result | হাই মাদ্রাসার পরীক্ষায় ভালো ফল রতুয়ার, মেধা তালিকায় ঠাঁই পেল তিন ছাত্রী

সামসী: পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ড পরিচালিত হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফল প্রকাশিত হল শুক্রবার।…

1 hour ago

This website uses cookies.