উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উত্তরাখণ্ডের দাবানলে (Uttarakhand Wildfire) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ। দাবানল নিয়ে উদ্বেগের মাঝে মঙ্গলবার থেকেই রাজ্যে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে দেহরাদুন আবহাওয়া দপ্তর (Meteorological Center in Dehradun)। ১১ মে থেকে বৃষ্টির তীব্রতা আরও বৃদ্ধি পেতে পারে। আবহবিদরা জানিয়েছেন, এই বৃষ্টিই জঙ্গলের আগুন নেভাতে সাহায্যে করবে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী (Uttarakhand CM Pushkar Singh Dhami)। কীভাবে এই দাবানল নিয়ন্ত্রণে আনা যায়, তা নিয়ে উচ্চপর্যায়ের আধিকারিকদের সঙ্গে একাধিক বৈঠকও করেছেন তিনি।
গত শনিবার আলমোড়া (Almora) জেলায় এক নেপালি শ্রমিকের খামারবাড়িতে আগুন ছড়িয়ে পড়েছিল। গবাদি পশুদের বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছিলেন তিনি। আগুন নেভানোর চেষ্টা করতে গিয়ে তিনি দগ্ধ হন। হৃষিকেশের এইমসে ভর্তি করানো হয়েছিল তাঁকে। রবিবার সেখানেই তাঁর মৃত্যু হয়েছে। এই নিয়ে গত তিনদিনে দাবানলের কবলে পড়ে প্রাণ হারালেন পাঁচজন।
উত্তরাখণ্ডের কয়েকটি জঙ্গলে আচমকাই আগুন লেগে যায়। সেই আগুন আশপাশে দ্রুত ছড়িয়ে পড়ে। জঙ্গল ছাড়িয়ে লোকালয়েও আগুন পৌঁছে যায়। কারও বাড়ি, কারও কারখানা এই আগুনের গ্রাসে পুড়ে ছাই হয়েছে। অনেকের শেষ সম্বলটুকুও কেড়ে নিয়েছে দাবানল। শনিবার আলমোড়া জেলার বিখ্যাত মন্দির দুনাগিরি চত্বরেও আগুন ছড়িয়েছিল। অনেক তীর্থযাত্রীর সমাগম হয় ওই মন্দিরে। সারা বছরই মন্দিরে পুজো দিতে আসেন তাঁরা। আগুন লাগার কারণে তীর্থযাত্রীদের পথ অবরুদ্ধ হয়ে পড়ে। অল্পের জন্য বড়সড়ো বিপদ থেকে রক্ষা পান তীর্থযাত্রীরা।