Featured

উত্তরপাড়ার ‘বন্দে ভারত’ এবার ইউরোপ, আফ্রিকায়

প্রসেনজিৎ দাশগুপ্ত, নয়াদিল্লি: শুনতে আশ্চর্য লাগলেও অদূর ভবিষ্যতে এমন সম্ভাবনাই বাস্তবায়িত হতে চলেছে ভারত সরকারের উদ্যোগে। নয়াদিল্লিতে রেল মন্ত্রক সূত্রের দাবি, অদূর ভবিষ্যতে আফ্রিকা এবং ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করা হতে পারে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি ‘বন্দে ভারত’ ট্রেন। আর এই ট্রেনের জোগান দেবে কলকাতা শহর থেকে ঢিল ছোঁড়া দূরত্বে থাকা ‘টিটাগড় রেল ওয়ার্কস সিস্টেমে’র উত্তরপাড়া ইউনিট।

এই মুহূর্তে বিষয়টি আলোচনার পর্যায়ে থাকলেও এই মর্মে প্রাথমিক উদ্যোগ যে শুরু হয়েছে সেকথা স্বীকার করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে দাপিয়ে রাজত্ব করা ‘বন্দে ভারত’ ট্রেনের সার্বিক সাফল্যে উত্‍সাহিত হয়েই এবার গোটা বিশ্বের বাজারে ‘বন্দে ভারত’ ট্রেন রপ্তানির কথা ভাবছে ভারত সরকার, সাফ জানানো হয়েছে রেল মন্ত্রক সূত্রে। আর এই নতুন বন্দে ভারত এক্সপ্রেসের অধিকাংশ কোচ তৈরি হবে বাংলা থেকেই, বলা ভালো কলকাতার অদূরে উত্তরপাড়ায় স্থিত ‘টিটাগড় রেল ওয়ার্কস’ থেকে। এই মর্মে শুরু হয়েছে প্রাথমিক স্তরের আলোচনাও৷

তাত্‍পর্যপূর্ণ হল, ‘বন্দে ভারত’ রপ্তানির ভাবনার সার্থকতার অনেকটাই নির্ভর করছে ‘মেক-ইন-ইন্ডিয়া’ প্রকল্পের সার্থকতার উপরে। এই মুহূর্তে ‘বন্দে ভারত’ ট্রেনের বেশ কিছু জরুরি যন্ত্রাংশ বিদেশ থেকে আমদানি করে ভারত। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময়ে ইউক্রেনে তৈরি হওয়া এমন বেশ কিছু যন্ত্রাংশ আমদানি নিয়ে জটিল সমস্যায় পড়েছিল ভারত। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এবার জোর দেওয়া হয়েছে ‘বন্দে ভারত’ ট্রেনের ১০০ শতাংশ যন্ত্রাংশ দেশের মাটিতেই বানানোর। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বিভিন্ন শিল্প সংস্থা ইতিমধ্যেই এই কাজ শুরু করে দিয়েছে জোর কদমে।

উল্লেখ্য, এর মধ্যেই বাংলার ‘টিটাগড় রেল সিস্টেমস লিমিটেড’-র মত সংস্থাও আছে, যারা ‘বন্দে ভারত’ ট্রেনের কোচ তৈরি করছে ভারত হেভি ইলেকট্রিকালস লিমিটেড বা ‘ভেল’-র সঙ্গে যৌথ সহযোগিতায়৷ বুধবার নয়াদিল্লিতে ‘টিটাগড় রেল সিস্টেমস’-র শীর্ষ কর্তা পৃথ্বীশ চৌধুরী জানান, তাদের এই উচ্চাকাঙ্খী পরিকল্পনার কথা৷ ৮০টি বন্দে ভারত ট্রেনের কোচ তৈরি করছি আমরা উত্তরপাড়ার কারখানায়৷ এক একটি ট্রেনে ১৬টি করে কোচ থাকবে৷ অর্থাৎ মোট ১২৮০টি কোচ বানাবো আমরা৷’ এইসব কোচই অদূর ভবিষ্যতে পাড়ি দেবে ইউরোপ এবং আফ্রিকার বিভিন্ন দেশে। এদিন স্বয়ং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান উপদেষ্টা অমিত মিত্র ‘টিটাগড় রেল ওয়ার্কস’-এর ভূয়সী প্রশংসা করেন। রেল মন্ত্রক সূত্রের দাবি, সব কিছু ঠিক থাকলে ২০২৬ সালের মধ্যেই ইউরোপ, আফ্রিকার মত দেশে ভারতে তৈরি ‘বন্দে ভারত’ ট্রেন রপ্তানি সম্ভব হবে।

Solanki Paul

Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Narendra Modi | নরেন্দ্র মোদি লাখপতি নন, নেই বাড়ি-গাড়ি, প্রধানমন্ত্রীর সম্পত্তির পরিমান কত?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মঙ্গলবার বারাণসীর বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন নরেন্দ্র মোদি। আর…

4 mins ago

Kylian Mbappe | রিয়াল মাদ্রিদে যাওয়ার আগে বড় স্বীকৃতি! এবারও ফ্রান্সের বর্ষসেরা ফুটবলারের খেতাব এমবাপের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পিএসজি ছেড়ে এবার কিলিয়ান এমবাপে পাড়ি দিচ্ছেন রিয়াল মাদ্রিদে। গত সাত…

45 mins ago

Bangladeshi tourist dead | গাড়ি রোহিনীতে উঠতেই শ্বাসকষ্ট শুরু বাংলাদেশি পর্যটকের, কিছুক্ষণেই সব শেষ

দার্জিলিং: দার্জিলিংয়ের (Darjeeling) পথে মৃত্যু হল এক বাংলাদেশি পর্যটকের (Bangladeshi tourist dead)। মৃতের নাম শেখ…

1 hour ago

Gajole | জল জীবন মিশন প্রকল্পের পাইপ চুরির চেষ্টা, হাতেনাতে ৭ দুষ্কৃতীকে পাকড়াও করল পুলিশ

গাজোলঃ জল জীবন মিশন প্রকল্পের পাইপ চুরি করতে এসে হাতেনাতে পাকড়াও হল সাত দুষ্কৃতী। দুষ্কৃতী…

1 hour ago

Child death | খেলতে গিয়ে জলের পাইপের গর্তে পড়ে শিশুর মৃত্যু

চোপড়া: সম্প্রতি জল জীবন মিশন প্রকল্পের অন্তর্গত একটি পাইপ খনন করা হয়। পাইপ পাতার সেই…

1 hour ago

Raiganj | মোহিত সেনগুপ্তকে ঘিরে শহরজুড়ে পোস্টার কংগ্রেস-তৃণমূলের, শোরগোল রায়গঞ্জে

রায়গঞ্জঃ রায়গঞ্জ শহরে পোস্টার কলহে জড়াল কংগ্রেস ও তৃণমূল। কিছুদিন আগে জেলা কংগ্রেস সভাপতি তথা…

2 hours ago

This website uses cookies.