জামালদহ: পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক পশু চিকিৎসকের। ঘটনাটি ঘটেছে মেখলিগঞ্জ ব্লকের রানিরহাট বাজারের শনিমন্দির এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম দীনবন্ধু রায় (২৮)। বাড়ি চিলারবাড়ি এলাকায়। তিনি পেশায় একজন পশু চিকিৎসক ছিলেন।
সোমবার বাইকে করে রানিরহাট বাজার থেকে বাড়ি ফিরছিলেন দীনবন্ধু। সেই সময় উলটো দিক থেকে আসা একটি টোটো তাঁর বাইকে ধাক্কা মারে। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপারস্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে পথেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। ঘটনার পর থেকেই পলাতক টোটোর চালক।
অন্যদিকে, এদিন দুপুরে দু’টি বাইকের সংঘর্ষে আহত হয় আট মাসের এক শিশু। ঘটনাটি ঘটেছে জামালদহ তুলসীদেবী হাইস্কুলের সামনে। আহত শিশুটিকে জামালদহ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এরপর তাকে জলপাইগুড়ি সুপারস্পেশালিটি হাসপাতালে রেফার করেন চিকিৎসক।