উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইরানের (Iran) প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির (Ebrahim Raisi) শেষকৃত্যে উপস্থিত থাকবেন ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর (Jagdeep Dhankar)। বুধবার রাইসি, বিদেশমন্ত্রী হোসেন আমিরাবদোল্লাহিয়ান সহ চপার দুর্ঘটনায় মৃত বাকিদের শেষকৃত্য অনুষ্ঠিত হবে তেহরানে (Tehran)। তেহরান বিশ্ববিদ্যালয় চত্বরে ইরানের সুপ্রিম নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের নেতৃত্বে শেষকৃত্য সম্পন্ন হবে। তারপর একটি মিছিল যাবে ময়দান-এ-আজাদি পর্যন্ত। সেখানে তেহরানের জনগণ প্রয়াত প্রেসিডেন্ট, বিদেশমন্ত্রী ও অন্যান্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। প্রায় দশ হাজার শোকার্ত মানুষ ইতিমধ্যেই ইরানের পতাকা ও প্রয়াত প্রেসিডেন্টের ছবি নিয়ে বিশ্ববিদ্যালয় চত্বরে জড়ো হয়েছেন। সোমবার থেকে পাঁচদিন ধরে শোকপালন চলবে ইরানে।
ইরানের এক সরকারি আধিকারিক জানিয়েছেন, এদিন সন্ধ্যায় সেদেশের রাষ্ট্রপতি ভবনে মরদেহগুলিকে আনা হবে। সেখানে তাঁদের শেষ শ্রদ্ধা জানাবেন অন্যান্য দেশ থেকে আসা অতিথিরা। তারপর আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার মাশহাদ শহরে রাইসি সহ অন্যান্যদের প্রতি শ্রদ্ধা জানাবেন সাধারণ মানুষ। তারপর সন্ধ্যায় তাঁদেরকে সমাহিত করা হবে। ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বহু দেশ। বিভিন্ন দেশ রাষ্ট্রীয় শোকও ঘোষণা করেছে। রাইসির মৃত্যুতে মঙ্গলবার ভারতেও পালিত হয়েছে রাষ্ট্রীয় শোক।
উল্লেখ্য, রবিবার ইরানের দুর্গম পার্বত্য এলাকায় দুর্ঘটনার কবলে রাইসির চপার। পাহাড়ি এলাকায় ভেঙে পড়ে চপারটি। ঘটনায় রাইসি সহ চপারে থাকা প্রত্যেকরই মৃত্যু হয়।