Sunday, May 19, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গElection boycott | রাস্তা-সেতুর দাবি মেটায়নি প্রশাসন, ভোট বয়কট করলেন গ্রামবাসীরা

Election boycott | রাস্তা-সেতুর দাবি মেটায়নি প্রশাসন, ভোট বয়কট করলেন গ্রামবাসীরা

হবিবপুর: রাস্তা ও সেতুর দাবি না মেটায় লোকসভা ভোট বয়কট করলেন গ্রামবাসী। মঙ্গলবার সকালে মালদার হবিবপুর বিধানসভার মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের রাধাকান্তপুর এলাকার ১২২ নম্বর বুথের ভোটাররা ভোট বয়কট করে ধর্নায় বসেন। স্বাভাবিকভাবেই ভোটের দিন ভোট বয়কট ঘিরে জেলাজুড়ে হইচই পড়ে যায়। যার ফলে প্রশাসনের আধিকারিকরা চরম অস্বস্তিতে পড়ে যান।

এলাকাবাসীদের অভিযোগ, আট বছর ধরে প্রতিশ্রুতি দিলেও প্রশাসনের আধিকারিকরা রাস্তা ও সেতুর দাবি মেটাতে পারেনি। রাজনৈতিক নেতারাও প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেননি। এদিন আন্দোলনের খবর পেয়ে বাসিন্দাদের আশ্বস্ত করতে ঘটনাস্থলে যান জেলার পদস্থ আধিকারিক তথা সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং, হবিবপুরের বিডিও অংশুমান দত্ত। কিন্তু তাঁরাও গ্রামবাসীদের বোঝাতে ব্যর্থ হন। কমিশনের সমস্ত প্রস্তুতি থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত ওই কেন্দ্রে ভোটগ্রহণ হয়নি।

প্রসঙ্গত, রাধাকান্তপুর, জগন্নাথপুর, রামচন্দ্রপুর ওই তিনটে গ্রাম মিলিয়ে প্রায় ১৩০০ ভোটার রয়েছেন। তাদের দাবি ছিল, আদিনা থেকে চাকলি পর্যন্ত যে ৩৩ কিলোমিটার রাস্তা তৈরি হয়েছিল তার মধ্যে ১৬ কিলোমিটার রাস্তা কাজ অসম্পূর্ণ রয়েছে। ফলে মানুষ চলাচলে অনেক সমস্যা রয়েছে। বর্ষাকালে জল কাঁদায় ওই এলাকার কাঁচা রাস্তায় চলাচল করা যায় না। এছাড়াও রাধাকান্তপুর এলাকায় সেতু নেই। ফলে টাঙন নদী পেরতে তাদের সমস্যা হয়। আগে রাস্তা ও সেতুর দাবিতে অনেকবার সরব হয়েছিলেন এলাকার বাসিন্দারা। ঘন ঘন পথ অবরোধ হয়েছিল কিন্তু প্রশাসনিক আধিকারিকারা তাদের আশ্বস্ত করেও কোনও কাজ করে দিতে পারেননি। ফলে এদিন লোকসভায় ভোট বয়কট করেন গ্রামবাসীরা।

গ্রামবাসীদের পক্ষে ঝর্না বিশ্বাস বলেন, ‘নেতা থেকে প্রার্থী প্রশাসনের কর্তারা আমাদের শুধু প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিল। কিন্তু রাস্তা ও সেতুর দাবি মেটায়নি। ফলে আমরা ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছিলাম। এদিন সঙ্গবদ্ধভাবে আন্দোলন করে ভোট বয়কট করেছি।‘ জেলা প্রশাসনের এক কর্তা বলেন, ‘প্রস্তুতি থাকা সত্ত্বেও গ্রামবাসীরা ভোট দিতে যান নি। আমরা তাদের দাবি খতিয়ে দেখবো।‘

Solanki Paul
Solanki Paulhttps://uttarbangasambad.com/
Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Miyazaki Mango | ‘মিয়াজাকি’ আম ফলিয়ে তাক লাগালেন ফালাকাটার শিক্ষক

0
ভাস্কর শর্মা, ফালাকাটা: ‘মিয়াজাকি’ (Miyazaki Mango)। জাপানের এই আম (Japanese Mango) এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে বিরল এবং দামি আম হিসেবেই পরিচিত। গত কয়েক বছর...

IPL | বিরাটের মুকুটে নতুন পালক, আইপিএলে নতুন নজির বেঙ্গালুরুর রান মেশিনের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চলতি আইপিএলের(IPL)শেষ চারে পৌঁছে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)। চেন্নাইয়ের বিরুদ্ধে রয়্যাল কামব্যাক করেছে টিম। আর এই ম্যাচেই নতুন রেকর্ড গড়লেন...

RCB | প্লে-অফ নিশ্চিত হতেই উচ্ছ্বাসে মাতলেন আরসিবি সমর্থকরা, রাতভর চলল হুল্লোড়

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চেন্নাইকে হারিয়ে আইপিএলের প্লে-অফে পৌঁছে গিয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর তারপরই উচ্ছ্বাসে মাতলেন দলের সমর্থকরা। শনিবার আরসিবি প্লে-অফের...

Uttar Dinajpur | শ্মশানে মিলল পচাগলা দেহ, পাশে পড়ে দুই জখমও, ঘটনা ঘিরে ধোঁয়াশা

0
গোয়ালপোখর: শ্মশান থেকে এক ব্যক্তির পচাগলা দেহ (Mysterious Death) উদ্ধার করল পুলিশ। একইসঙ্গে এক মহিলা সহ দু’জন জখমকেও একই জায়গা থেকে উদ্ধার করা হয়েছে।...
kairi murg tikka recipe

আম ও মাংসের সুস্বাদু মেলবন্ধন, বানিয়ে নিন ‘কাইরি মুর্গ টিক্কা’

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুরগির মাংসের অনেক ধরণের রান্না তো খেয়েছেন। কিন্তু কাঁচা আমের সঙ্গে মাংসের কোনও রান্না খেয়েছেন কি? সেই পদের নাম ‘কাইরি...

Most Popular