বালুরঘাট: চলাচলের একমাত্র রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। পাকা রাস্তার দাবিতে একাধিকবার জানিয়েও কাজ হয়নি। তাই পঞ্চায়েত নির্বাচনের আগে পাকা রাস্তার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভে শামিল হলেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। সোমবার বালুরঘাট ব্লকের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের খাসপুর এলাকায় পথ অবরোধ করে জনুপাড়ার শতাধিক গ্রামবাসী। যার মধ্যে বেশ কিছু মহিলা ছিল। তাঁদের অভিযোগ, তাঁদের গ্রামে যাওয়ার রাস্তা প্রায় এক কিলোমিটারের বেশি খারাপ। বারবার স্থানীয় পঞ্চায়েত ও প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি। তাই অবশেষে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন তাঁরা। স্থানীয় প্রশাসন লিখিত না দিলে তাঁরা পথ অবরোধ তুলবেন না। এমনকি লিখিত আশ্বাস না পেলে সামনের পঞ্চায়েত ভোট বয়কট করবেন বলে জানিয়েছেন। এদিকে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যান বালুরঘাট থানার পুলিশ। পুলিশি হস্তক্ষেপে প্রায় তিন ঘণ্টা পর অবরোধ ওঠে। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়। শুরু হয় যান চলাচল।
যাতায়াতের একমাত্র রাস্তা বেহাল, ভোট বয়কটের ডাক গ্রামবাসীদের
শেষ আপডেট: