সিতাই: গ্রামের রাস্তা পাকা করার দাবিতে জেলা পরিষদের সদস্যাকে রাস্তায় আটকে বিক্ষোভে শামিল বাসিন্দারা। বুধবার ঘটনাটি ঘটেছে দিনহাটা থানার পুঁটিমারি-২ গ্রাম পঞ্চায়েতের বড়নাচিনা কুঠিবাড়ি গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ওই এলাকার কয়েকশো পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বেহাল অবস্থায় রয়েছে। রাস্তা পাকা করার দাবিতে বেশ কয়েকবার প্রশাসনের কাছে আর্জি জানিয়ে আসছেন স্থানীয় বাসিন্দারা। তবুও প্রশাসনের কোনও হেলদোল নেই। এদিন ওই এলাকা দিয়ে জেলা পরিষদের সদস্যা শ্রাবণী ঝা যাচ্ছিলেন। সেই সময় জন প্রতিনিধিকে সামনে পেয়ে ক্ষুব্ধ বাসিন্দারা তাঁকে আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন। প্রায় ঘণ্টাখানেক ধরে বিক্ষোভ চলতে থাকে। খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। অবশেষে সমস্যা সমাধানের আশ্বাস পেয়ে বিক্ষোভ তুলে নেন বাসিন্দারা।