Top News

১৩ দিনের সন্তান কোলে আদালতে হাজির ‘কুমারী মা’, চিনিয়ে দিলেন ধর্ষক জেঠুকে

রায়গঞ্জঃ ১৩ দিনের নবজাতক কন্যা সন্তানকে নিয়ে আদালতে হাজির হলেন কুমারী মা। এদিন বিকেলে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ জেলা আদালত ক্যাম্পাসে। বিচারকের সামনেই ধর্ষক কে চিনিয়ে দিলেন মূক ও বধির এই যুবতী। বুধবার বিকেলে মূল অভিযুক্তকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম চানুয়া শেখ ওরফে চানু রায়গঞ্জ থানার সুভাষগঞ্জ সংলগ্ন ভিটিহার গ্রামের বাসিন্দা। ধৃতের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৭৬ ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৮ বছর বয়সি এক মহিলা শারীরিক অসুস্থতার কারণে গিয়েছিলেন চিকিৎসকের কাছে। সেখানে চিকিৎসকরা স্বাস্থ্যপরীক্ষা করে জানান মহিলা ৬ মাসের অন্তঃস্বত্ত্বা। বিষয়টি জানার পরই মাথায় আকাশ ভেঙে পরে যুবতীর বাবার। এরপর রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে সমস্ত পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এই ঘটনায় অভিযুক্ত চানুয়া শেখ ওরফে চান মহম্মদের বিরুদ্ধে চলতি বছরের ২৭ অগাস্ট রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। অভিযোগ দায়ের হতেই এলাকা ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত চানুয়া শেখ। গত ১৬ নভেম্বর ওই যুবতী রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে একটি কন্যা সন্তান প্রসব করেন। যার বয়স বর্তমানে ১৩ দিন। অভিযুক্ত চানুয়া শেখ ওরফে চান মহন্মদকে বুধবার সকালে গ্রেপ্তার করে রায়গঞ্জ থানার পুলিশ। অভিযুক্ত ব্যক্তি নির্যাতিতা যুবতীর সম্পর্কে জেঠু হয়। এদিনই ধৃতকে আদালতে পেশ করে পুলিশ।

এদিকে গ্রেপ্তারের খবর চাউর হতেই ১৩ দিনের কন্যা সন্তানকে সঙ্গে নিয়ে আদালতে হাজির হন ওই কুমারী মা। বিচারকের সামনেই ধর্ষককে চিনিয়ে দেন তিনি। রায়গঞ্জ জেলা আদালতের বিশিষ্ট আইনজীবী অলোক ঝাঁ বলেন, অভিযুক্ত ব্যক্তি সম্পর্কে কুমারী মায়ের জেঠু। এদিন আদালতে বিচারকের সামনে অভিযুক্ত ধর্ষককে চিনিয়ে দিয়েছেন যুবতী। রায়গঞ্জ জেলা আদালতের সরকারি আইনজীবী নীলাদ্রি সরকার বলেন, এদিন ধৃতকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক জেল হেপাজতের নির্দেশ দেন।

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

Swati Maliwal | স্বাতী মালিওয়ালকে হেনস্তার অভিযোগে গ্রেপ্তার কেজরিওয়ালের প্রাক্তন সচিব

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দিল্লি মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন স্বাতী মালিওয়ালকে (Swati Maliwal) হেনস্তার অভিযোগে…

23 mins ago

BSF | গ্রামের সীমানার শেষ প্রান্তে বেড়া দেওয়ার বিকল্প প্রস্তাব, চম্পদগছের দাবি উপরমহলে পাঠাল বিএসএফ

শিলিগুড়ি, ১৭ মে : ফুলবাড়ি চম্পদগছের বাসিন্দাদের দাবি মেনে ফেন্সিং গেট তৈরির আবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের…

24 mins ago

Siliguri | উত্তরবঙ্গ সংবাদের খবরের জের, নির্মাণকারীকে বোরিংয়ের পাইপ তোলার নির্দেশ পুরনিগমের

শিলিগুড়িঃ শুধু কলেজপাড়া নয়, এবার শিলিগুড়ি পুরনিগমের ১৪ নম্বর ওয়ার্ডের এক নার্সিংহোম ও এক হোটেলে…

40 mins ago

Siliguri | দু চাকায় ভর করে ভারত ভ্রমণের ইচ্ছে! প্রশাসনের কাছে সহযোগিতা প্রার্থনা শিলিগুড়ি সাইকেলিং কমিউনিটির

শিলিগুড়ি: নয়া দাবিতে সরব হলেন শিলিগুড়ি সাইকেলিং কমিউনিটি। শনিবার এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে প্রশাসনের কাছে…

43 mins ago

Antibiotics | কমছে দেহের রোগ প্রতিরোধ! অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার রুখতে কড়া কেন্দ্র

শিলিগুড়িঃ মুড়িমুড়কির মতো অ্যান্টিবায়োটিকের ব্যবহারে রোগ প্রতিরোধ ক্ষমতা কমছে মানব শরীরের। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ার…

58 mins ago

Accident | ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাইকেল আরোহীর মৃত্যু, দেহ ঘিরে বিক্ষোভ

রসাখোয়া: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক সাইকেল আরোহীর। শনিবার দুর্ঘটনাটি (Accident) ঘটে রসাখোয়ার…

1 hour ago

This website uses cookies.