Monday, May 20, 2024
HomeExclusiveSiliguri Water Crisis | শিয়রে জলসংকট, ট্যাংকার-পাউচ দিয়ে তেষ্টা মেটানোর মরিয়া চেষ্টা

Siliguri Water Crisis | শিয়রে জলসংকট, ট্যাংকার-পাউচ দিয়ে তেষ্টা মেটানোর মরিয়া চেষ্টা

ভাস্কর বাগচী ও রাহুল মজুমদার, শিলিগুড়ি: সাতসকালে কিছু ওয়ার্ডে জল মিলেছে বটে, কিন্তু বিকেল হতেই বদলে গেল ছবিটা (Siliguri Water Crisis)। ঘড়ির কাঁটায় চোখ রেখে বালতি, বোতল হাতে ট্যাপকলের সামনে দাঁড়ালেও মিলল না পানীয় জল। কেউ কেউ কৌতূহলী হয়ে পড়শির কাছে জানতে চাইলেন, ‘জল তো কাল থেকে মিলবে না শুনেছিলাম। আজ তবে কী হল?’ না, উত্তর মেলেনি।

শিলিগুড়ি পুরনিমের (Siliguri Municipal Corporation) জল সরবরাহ বিভাগের মেয়র পারিষদ দুলাল দত্তর ওয়ার্ডে তো আবার বুধবার থেকেই জল মেলেনি। ফলে হাপিত্যেশ করে বসে থাকতে হয়েছে বাসিন্দাদের। একই ছবি ছিল ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪ নম্বর ওয়ার্ডেও। বৃহস্পতিবার সন্ধ্যায় অবশ্য কলে খানিক জল আসে। কিন্তু তা যে পর্যাপ্ত নয়, বাসিন্দাদের কথাতেই স্পষ্ট। ৩৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তাপস দত্ত বলছেন, ‘জল নিয়ে ১০ তারিখ থেকে সমস্যা হবে জানতাম। কিন্তু আমাদের ওয়ার্ডে তো বুধবার থেকেই অধিকাংশ পানীয় জলের স্ট্যান্ডপোস্টে জল আসছে না। জলের অভাবে চরম ভোগান্তি হয়েছে। কাল থেকে যে কী হবে, ভগবানই জানেন।’

একদিন-দু’দিন নয়, তিস্তা ব্যারাজে (Teesta Barrage) মেরামতির কাজের জন্য শুক্রবার থেকে টানা তিন সপ্তাহ শহরে পানীয় জলের সমস্যা হবে বলে আগেই ঘোষণা করেছিল শিলিগুড়ি পুরনিগম। কিন্তু তার আগেই শহরে একাধিক ওয়ার্ডে জল না মেলার অভিযোগ আসতে শুরু করেছে। অনেকেই ভেবেছিলেন, দু’-একদিনের জন্য জল সঞ্চয় করে রাখবেন। কিন্তু সে আশায় বালি। ফলে শুক্রবার থেকে ভবিষ্যৎ কী তা ভেবেই এখন মাথায় হাত শহরবাসীর। তবে, সমস্যা মোকাবিলার পথ খুঁজছে পুরনিগম। ২৪ ঘণ্টার জন্য খোলা হয়েছে কন্ট্রোল রুম। পাশাপাশি ২১টি পানীয় জলের ট্যাংকার প্রয়োজনভিত্তিতে পাঠানো হবে বিভিন্ন ওয়ার্ডে। এছাড়াও প্রতিদিন বরোভিত্তিক ৩ হাজার করে জলের পাউচ দেবে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর (পিএইচই)। এদিন পুরনিগমের পানীয় জল সরবরাহ দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছে পুরনিগম।

মেয়র গৌতম দেব বলছেন, ‘তিন-চারদিন পর থেকে সমস্যাটা হবে। তবে আমরা সবরকমভাবে প্রস্তুতি নিচ্ছি। যেখানেই সমস্যা হবে, সেখানে ট্যাংকার বা জলের পাউচ পাঠানো হবে। হেল্পলাইন নম্বর রাখা হচ্ছে। আমরা রাস্তায় থেকে সবটায় নজর রাখব।’

মূলত শুক্রবার থেকে যতদিন না পর্যন্ত বাঁধ মেরামতির কাজ হয় ততদিন ৩৩ নম্বর ওয়ার্ডের একাংশ, ১৫ ও ২১ নম্বর ওয়ার্ডের একাংশ, বাণীমন্দির স্কুল সংলগ্ন এলাকা, প্রধাননগরের কিছু এলাকায় জলসংকট হতে পারে বলে আশঙ্কা করছেন পুরনিগমের কর্তারা। সেইমতো ওই এলাকাগুলিতে পানীয় জলের ট্যাংকার পাঠানোর পরিকল্পনা রয়েছে।

শহরে জলের সমস্যা হবে জানিয়ে ইতিমধ্যে মাইকিং শুরু হয়েছে। কোথাও জানিয়ে দেওয়া হচ্ছে অল্প সময় জল পাওয়া যাবে, আবার কোথাও জানিয়ে দেওয়া হচ্ছে একবেলা জল মিলবে। পুরনিগম সূত্রে খবর, যেখানে একবেলা জল দেওয়া হবে সেখানে একটু বেশি সময় জল থাকবে। তবে, যেখানে দু’বেলা দেওয়া হবে সেখানে সামান্য সময় জল মিলবে। এই সময় যাঁরা পাম্প দিয়ে জল টেনে নেবেন, তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ করবে পুরনিগম। পাশাপাশি এই সময় যাতে পানীয় জলের অপচয় না হয় তার জন্য সমস্ত ওয়ার্ড কমিটিকে নজর রাখতে বলা হয়েছে। যেখানেই বিবকক নেই বা পাইপ ফেটে রয়েছে সেখান থেকে সঙ্গে সঙ্গে জল সরবরাহ দপ্তরকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

৩৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আশালতা তালুকদারের কথায়, ‘জলের সমস্যায় নাজেহাল হয়ে পড়েছি। বুধবার থেকে জল আসছে না। এই সমস্যা কতদিন থাকবে সেটাও বোঝা যাচ্ছে না।’

দুলালের যুক্তি, ‘সেবক রোডে পূর্ত দপ্তরের কাজ চলার সময় পাইপ ফেটে গিয়েছিল। ফলে ৩৯ থেকে ৪৪ নম্বর ওয়ার্ডে জলের সমস্যা হয়েছে। বিকেলেই ওয়ার্ডগুলিতে জল সরবরাহ করা গিয়েছে।’

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Theft Case | দিনদুপুরে সরকারি স্কুলে চুরি

0
নিশিগঞ্জ: দিনদুপুরে সরকারি স্কুলের চুরির (Theft Case) ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল কোচবিহারের (Coochbehar) নিশিগঞ্জে (Nishiganj)। স্থানীয় খেজুরতলা নিশিময়ী উচ্চবিদ্যালয়ের অফিসঘর থেকে চুরি গিয়েছে কয়েক...

জাতীয়স্তরে বিজ্ঞানমন্থন প্রতিযোগিতায় দ্বিতীয় জলপাইগুড়ির অদিতি

0
নাগরাকাটা: ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি) ও ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম (এনসিএসএম) এর যৌথ সহযোগিতায় বিদ্যার্থী বিজ্ঞানমন্থন প্রতিযোগিতায় গোটা দেশের...

Sand smuggling | দিনে দুপুরে ট্রলি বোঝাই করে বালি পাচার! নাম জড়াল তৃণমূল নেতার

0
রতুয়া: দিনে দুপুরে পাচার করা হচ্ছে ট্রলিবোঝাই বালি। এই বালিপাচার চক্রে নাম জড়িয়েছে স্থানীয় তৃণমূল নেতার। জানা গিয়েছে, রতুয়ার কাহালা গ্রাম পঞ্চায়েতের শিবপুর ঘাটের...

Smriti Mandhana | ‘এমন প্রত্যাবর্তনে দম লাগে’, বিরাটদের প্রশংসায় স্মৃতি মান্ধানা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চেন্নাইকে হারিয়ে আইপিএলের প্লে-অফে পৌঁছে গিয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবারের আইপিএলে শুরুটা ভালো না হলেও দুর্দান্ত প্রত্যাবর্তন করেছেন...

Lok Sabha Election 2024 | উন্নয়নের দাবিতে ভোট বয়কট উত্তরপ্রদেশ ও ঝাড়খন্ডের ৩ গ্রামে

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ৬ টি রাজ্য এবং ২ টি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ৪৯ টি আসনে আজ পঞ্চম দফার লোকসভা নির্বাচন হচ্ছে ।...

Most Popular