Top News

WBBSE Board Exam | পরীক্ষার সময় বদলে ভোগান্তি

নিউজ ব্যুরো: এগিয়ে নিয়ে আসা হল এবছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় (WBBSE Board Exam)। দুটি পরীক্ষাই শুরু হবে সকাল ৯টা ৪৫ মিনিট থেকে। বৃহস্পতিবার নবান্নে রাজ্য প্রশাসনের সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ও মাদ্রাসা বোর্ডের বৈঠকের পর ওই সিদ্ধান্ত নেওয়া হয়। পরীক্ষার দিনক্ষণ একই থাকছে। সময় বদলের কারণ জানা যায়নি। এই সিদ্ধান্তে উত্তরবঙ্গের প্রত্যন্ত গ্রামীণ এলাকার পরীক্ষার্থীদের সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো নিয়ে ব্যাপক ভোগান্তির আশঙ্কা দেখা দিয়েছে।

নতুন সময়ে শুরু হওয়ায় এবছর মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং হাই মাদ্রাসার আলিম ও ফাজিল পরীক্ষা শেষ হবে দুপুর ১টায়। সূত্রের খবর, যেসব পরীক্ষার্থী দূর থেকে আসে, দেরিতে পরীক্ষা শেষ হলে তাদের বাড়ি ফিরতে দেরি হয়ে যায়। সেই সমস্যা মেটাতেই এই সময় এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত। তবে অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস-এর রাজ্য সাধারণ সম্পাদক চন্দন মাইতি উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘এইভাবে সময় পরিবর্তনের ফলে বিভ্রান্তি তৈরি হবে।’

আলিপুরদুয়ার জেলার হাতিপোঁতার পরীক্ষার্থী শিউলি সূত্রধরের কথাই ধরা যাক। প্রতিবছর তাদের স্কুলের পরীক্ষার সিট পড়ে ২০ থেকে ২৫ কিলোমিটার দূরের কোনও স্কুলে। শিউলির কথায়, ‘এবার সময়মতো পরীক্ষাকেন্দ্র পৌঁছাতে হলে আমাদের সকাল সাড়ে ৬টায় বাড়ি থেকে বের হতে হবে।’ ওই জেলারই লোকনাথপুর হাইস্কুলের ছাত্রছাত্রীদের গত বছর মহাকালগুড়ি মিশন হাইস্কুলে পরীক্ষার সিট পড়েছিল। ওই স্কুলের অনেক পরীক্ষার্থীর বাড়ি থেকে পরীক্ষাকেন্দ্রে আসতে ঘণ্টা দুয়েক সময় লাগে। তাহলে এবার ওই পরীক্ষার্থীদের সকাল ৭টার আগে বাড়ি থেকে বের হতে হবে।

কোচবিহার জেলার ফলিমারি নেহরু বিদ্যালয়ের পরীক্ষার্থীদের সিট পড়ে বক্সিরহাট গার্লস হাইস্কুলে। দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। পার হতে হয় দুটি নদী। রায়ডাক ও সংকোশ। কত সকালে তাদের রওনা দিতে হবে, ভেবেই পাচ্ছে না পড়ুয়ারা। সেই স্কুলের প্রধান শিক্ষক রাজা ছেত্রীও উদ্বিগ্ন। জানালেন, এবার এই স্কুল থেকে ৩৭ জন মাধ্যমিক পরীক্ষায় বসবে। সেখানকার বাড়ি থেকে পরীক্ষাকেন্দ্রের দূরত্ব অনেকটা বেশি। নদী পার হতেই তো অনেকটা সময় চলে যায়। আবার রাস্তাঘাটও বেহাল।

জলপাইগুড়ি জেলার ষোলোঘরিয়া বনবস্তি থেকে ক্রান্তি দেবীঝোরা হাইস্কুলের দূরত্ব কম করে ১২ কিলোমিটার। পরীক্ষা দেওয়া তো পরের কথা, সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোটাই তাদের কাছে যেন অগ্নিপরীক্ষা।

Kuhelika Barman

Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Health Tips | শরীরে বাসা বাঁধেনি তো কোনও কঠিন রোগ? কোন কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দৈনন্দিন জীবনের ব্যস্ততার মাঝে শরীরের খেয়াল রাখা অনেক সময়ই সম্ভব হয়…

3 mins ago

Siliguri | পুর ভবনে শহরের ইতিহাস, মিউজিয়ামের ভাবনা মেয়রের

সাগর বাগচী, শিলিগুড়ি: শহরের (Siliguri) ইতিহাসকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার পরিকল্পনা নিয়েছে শিলিগুড়ি পুরনিগম…

6 mins ago

Sunita Williams | শেষ মুহূর্তে বাধা! স্থগিত সুনীতার তৃতীয় মহাকাশ মিশন, কিন্তু কেন?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শেষ মুহূর্তে স্থগিত ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নভশ্চর সুনীতা উইলিয়ামসের (Sunita Williams)…

14 mins ago

HS Result 2024 | বুধবার প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট, কীভাবে দেখা যাবে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ৮ মে অর্থাৎ বুধবার দুপুর ১টায় প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট (HS…

18 mins ago

Elephant | কমেছে হাতির আনাগোনা, চাষিদের মুখে চওড়া হাসি

নকশালবাড়ি: হাতির আনাগোনায় এক সময় বন্ধ হয়েছিল চাষাবাদ। এখন সেই হাতি (Elephant) আসা বন্ধ হওয়ায়…

25 mins ago

Skin Care | ত্বকে নায়িকাদের মতো জেল্লা চান, নিয়মিত খেতে হবে এই ৫ খাবার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মেকআপ করে ত্বক চকচকে করা যায় ঠিকই। কিন্তু ত্বকের ঔজ্জ্বল্য ভিতর…

27 mins ago

This website uses cookies.