Monday, June 17, 2024
HomeTop NewsWeather Update | মধ্যরাতেই আছড়ে পড়বে রেমাল! কবে থেকে বদলাবে উত্তরের আবহাওয়া?

Weather Update | মধ্যরাতেই আছড়ে পড়বে রেমাল! কবে থেকে বদলাবে উত্তরের আবহাওয়া?

সানি সরকার, শিলিগুড়ি: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। আজ মধ্যরাতেই আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় রেমাল (Cyclone Remal)। যার জন্য ফুঁসছে সাগর। আর রেমালের প্রভাবে আজ থেকে পালটে যাচ্ছে উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Update)। দিনভর চড়া গরম এবং অস্বস্তি থাকলেও বিকেলের পর থেকেই পরিবর্তন ঘটতে চলেছে আবহাওয়ার মতিগতিতে। এদিন বিকেলের পর থেকেই উত্তরবঙ্গের আকাশে শুরু হবে মেঘের আনাগোনা। কোথাও কোথাও ঝোড়ো হাওয়া দেখা দেবে। ফলে সন্ধ্যার পর থেকে কিছুটা হলেও স্বস্তি ফিরতে শুরু করবে। রাতে বিক্ষিপ্তভাবে কয়েকটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে উত্তরবঙ্গে প্রবল বর্ষণ শুরু হবে আগামীকাল থেকে। সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে গৌড়বঙ্গে। এর জন্য ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। মঙ্গলবার লাল সতর্কতা রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। এই তিন জেলায় অস্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও হবে ভারী বর্ষণ। কোথাও কোথাও দেখা দিতে পারে ঘণ্টায় ৫০-৭০ কিলোমিটার গতিবেগে ঝড়।

এদিকে, কলকাতা সহ দক্ষিণবঙ্গে আজ থেকে তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে। তাই দুপুর ১২টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত দমদম বিমানবন্দরে কোনও বিমান ওঠানামা করবে না। নজর রাখা হচ্ছে ট্রেন চলাচলেও।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

স্কুলে গেলেই নাকি ওদের সময় নষ্ট!

0
শুভ সরকার ও সৌভিক সেন: পড়ুয়ারা বলছে, স্কুলে ঠিকমতো ক্লাস হয় না। তাই নিয়মিত যাই না। শিক্ষকরা বলছেন, ক্লাসে ছাত্রছাত্রীদের উপস্থিতির হার এতটাই কম...

Tribeni | তিস্তার গ্রাসে ত্রিবেণির পর্যটন সম্ভাবনা

0
শমিদীপ দত্ত, ত্রিবেণি: ভাঙাচোরা রাস্তা। তার ওপর বসানো বোর্ডের অবস্থাও খুব একটা ভালো নয়। সেখানে লেখা, ‘ওয়েলকাম টু ত্রিবেণি’। বোর্ড স্বাগত জানালেও বাস্তবে অভ্যর্থনা...

Train Accident | নজরে পড়েনি সিগন্যালের লাল আলো! দুর্ঘটনার জন্য মালগাড়ির চালককেই দায়ী করল...

0
সৌরভ রায়, ফাঁসিদেওয়া: তখন রাঙাপানি লেভেল ক্রসিং-এ গেট বন্ধ। ট্রেনের সিগন্যাল হয়নি। ওই অবস্থাতেই ছুঁটে যাচ্ছিল একটি মালগাড়ি। সেটিই ছিল সোমবারের অভিশপ্ত দুর্ঘটনার কবলে...

C V Ananada Bose | রাজভবন থেকে রাজ্য পুলিশকে সরাতে হবে, নির্দেশ রাজ্যপালের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজভবন (Rajbhawan) থেকে অবিলম্বে সরিয়ে নেওয়া হোক কলকাতা পুলিশের (Kolkata Police) নিরাপত্তা, সোমবার এমনই নির্দেশ জারি করা হয়েছে। ইতিমধ্যেই কর্তব্যরত...

Teesta Bazaar | ভবিষ্যৎ প্রশ্নে তিস্তাবাজার, পুনর্বাসন পেলে সরতে রাজি বাসিন্দারা

0
শমিদীপ দত্ত, তিস্তাবাজার: একপাশ দিয়ে বয়ে চলেছে ভয়াল ভয়ংকরী তিস্তা। পাশের রাস্তাজুড়ে দু’পাশে সারি সারি দোকান, বাড়ি। নদীর ধারে থাকা বাড়িগুলোতে গত অক্টোবরের হ্রদ...

Most Popular