Tuesday, May 14, 2024
HomeTop Newsঅভিষেকের আয়ের উৎস কী? ইডির কাছে জানতে চাইলেন বিচারপতি সিনহা

অভিষেকের আয়ের উৎস কী? ইডির কাছে জানতে চাইলেন বিচারপতি সিনহা

কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আয়ের উৎস কী? ইডির কাছে জানতে চাইলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। সেই সঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কোম্পানি ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ নিয়ে ফের প্রশ্ন তুলেছেন তিনি। ১৪ ডিসেম্বর ইডিকে মুখবন্ধ খামে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) জানিয়েছে, হাইকোর্টের নির্দেশ মতো অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় এবং লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার ডিরেক্টর নথিপত্র জমা করেছেন। পাঁচ হাজার পাতার নথি জমা দিয়েছেন অভিষেক।

একথা জানার পরেই বিচারপতি অমৃতা সিনহা মঙ্গলবার ইডিকে প্রশ্ন করেন, এত নথিপত্র কীভাবে এল? কিছু না থাকলে এত নথিপত্র আসে কী? সেগুলি খতিয়ে দেখেছেন?আদালতের পর্যবেক্ষণ, ২০১৪ সালের পর থেকে অভিষেকের সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেয়েছে।

এনিয়ে বিচারপতি ইডিকে প্রশ্ন করেন, এত টাকার উৎস কী, সেটা দেখেছেন? সমস্ত সম্পত্তি ২০১৪ সালের পর কীভাবে? এত অল্প সময়ে কীভাবে হল? আবার নিয়োগ দুর্নীতিও একই সময়। কোনও যোগসূত্র রয়েছে কি?

বিচারপতির প্রশ্নের জবাবে ইডি জানিয়েছে, তারা বিষয়টি খতিয়ে দেখছে। ইডির আইনজীবীর কথায়, আমরা যখন দেখি আর্থিক দুর্নীতি হচ্ছে, তখন তদন্ত শুরু হয়। মুখবন্ধ খামে বৃহস্পতিবার রিপোর্ট দিতে চাই।

ইডি জানিয়েছে, ৩১ ডিসেম্বরের মধ্যে তদন্ত শেষ করার চেষ্টা চলছে। যদিও ওই সময়ের মধ্যে তদন্ত শেষ হবে কি না, তা নিয়ে প্রশ্ন করেছেন বিচারপতি। বিচারপতির কটাক্ষ, আপনাদের তদন্তে আমি কিছুই দেখতে পাচ্ছি না।দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন তিনি।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Raiganj | মোহিত সেনগুপ্তকে ঘিরে শহরজুড়ে পোস্টার কংগ্রেস-তৃণমূলের, শোরগোল রায়গঞ্জে    

0
রায়গঞ্জঃ রায়গঞ্জ শহরে পোস্টার কলহে জড়াল কংগ্রেস ও তৃণমূল। কিছুদিন আগে জেলা কংগ্রেস সভাপতি তথা রায়গঞ্জ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান মোহিত সেনগুপ্ত আর্থিক তছরুপের মামলায়...
Peace Committee formed to find out the cause of Manipur violence, Home Minister orders CBI investigation

Amit Sah | লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বাড়বে ১০০ টাকা! শায়ের ঘোষণায় অস্বস্তিতে বিজেপি

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:  লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তুরুপের তাস বলে মনে করা হয়। ২০২১ সালে এই প্রকল্প রূপায়নের প্রতিশ্রুতি দিয়ে...

HS Result 2024 | উচ্চমাধ্যমিকে তুফানগঞ্জ মহকুমায় সম্ভাব্য তৃতীয় মৃৎশিল্পীর মেয়ে, স্বপ্ন ডব্লিউবিসিএস অফিসার...

0
তুফানগঞ্জ: উচ্চমাধ্যমিকে (HS Result 2024) ৪৮০ নম্বর পেয়ে তুফানগঞ্জ মহকুমায় সম্ভাব্য তৃতীয় তথা স্কুলের সেরা হয়েছে শ্রাবণী পাল। মারুগঞ্জ হাইস্কুলের কলা বিভাগের ছাত্রী শ্রাবণী...

Python rescue | রাস্তার পাশ থেকে অজগর সাপ উদ্ধার করে বনকর্মীদের হাতে তুলে দিলেন...

0
চালসাঃ টোটো নিয়ে বাড়ি ফেরার পথে রাস্তার পাশে একটি অজগর সাপ নজরে আসে চালকের। রাস্তার পাশে থাকা অজগরটিকে উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দিলেন...

CBSE Result 2024 | সিবিএসই দশমের পরীক্ষার ফলাফলে তাক লাগাল বন্ধ বামনডাঙ্গা চা বাগানের...

0
নাগারাকাটা: নিজেদের সাধ্য নেই। পড়াশোনা করাতে ভরসা ছিল পেশায় প্রাথমিক শিক্ষক কাকা। তাঁর সহযোগিতাতেই নাগরাকাটার বন্ধ বামনডাঙ্গা চা বাগানের (Bamandanga tea garden) শ্রমিকের ছেলে...

Most Popular