জাতীয়

রাশিয়ার তেলে মুনাফা কাদের? বিদেশমন্ত্রীকে প্রশ্ন জহর সরকারের

প্রসেনজিৎ দাশগুপ্ত, নয়াদিল্লি: রুশ-ইউক্রেন যুদ্ধে ভারতের কূটনৈতিক অবস্থান নিয়ে রাষ্ট্রসংঘে যথেষ্ট জলঘোলা হয়েছিল। দিল্লির ‘ধর্মে নেই, জিরাফেও নেই’ নীতি নিয়ে আগাগোড়া সমালোচনার মুখে পড়তে হয় ভারতকে। অথচ সে নীতির আড়ে যুদ্ধ পরবর্তী সময়ে রাশিয়া থেকেই সস্তায় গ্যালন গ্যালন জ্বালানি কিনে তা চড়া দামে বিদেশে সরবরাহ করছে কিছু ভারতীয় সংস্থা, যার উদ্দেশ্য বিধেয় নিয়ে এবার প্রশ্ন তুলে দিলেন প্রবীণ তৃণমূল সাংসদ ও রাজ্যের প্রাক্তন আমলা জহর সরকার।

রুশ-ইউক্রেন যুদ্ধের আবহে দেশে জ্বালানি তেলের দাম আকাশ ছুঁয়েছিল। আজও তা কমার কোনও লক্ষ্মণ নেই, যার জেরে রীতিমত নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের৷ এই আবহে রাশিয়ার থেকে সস্তায় গ্যালন গ্যালন অপরিশোধিত জ্বালানি তেল কিনে বিদেশে রপ্তানি করছে কিছু ভারতীয় সংস্থা৷ এতে লাভবান হচ্ছে কে বা কারা? সরাসরি বিদেশমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্করকে দুপাতার চিঠি লিখে জানতে চাইলেন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান রাজ্যসভা সাংসদ জহর সরকার৷ এই প্রসঙ্গে তাঁর অভিযোগ, রুশ-ইউক্রেন যুদ্ধ আবহে আন্তর্জাতিক মহলে প্রভাব ফেলেছিল অপরিশোধিত জ্বালানি তেলের চড়া দাম৷ একইভাবে এদেশের ক্ষমতাসীন কেন্দ্রীয় সরকারের তরফে দাবি জানানো হয়েছিল, রাশিয়া- ইউক্রেন যুদ্ধের জেরেই ভারতে বেড়েছে জ্বালানি তেলের দাম৷ কিন্তু সরকারি বয়ান এবং কাজে বিস্তর ফারাক বলে জানান জহর সরকার।

সম্প্রতি ‘সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার’ নামে ফিনল্যান্ডের একটি সংস্থার তরফে প্রকাশিত একটি রিপোর্টে দাবি করা হয়েছে, ইউক্রেন যুদ্ধ পরবর্তী আবহে রাশিয়া থেকে সস্তায় প্রচুর পরিমাণে অপরিশোধিত জ্বালানি তেল কিনে তা বিদেশে বিশেষত মধ্য প্রাচ্যের দেশগুলিতে রপ্তানি করছে মুম্বই ও গুজরাটের কয়েকটি ভারতীয় সংস্থা৷ ইউক্রেন যুদ্ধের আগে ভারত যেখানে মোট তেল আমদানির ৬ শতাংশ রাশিয়া থেকে সংগ্রহ করত, যুদ্ধের পরে তা ৬ গুণ বেড়ে দাঁড়িয়েছে ৩৬ শতাংশে৷ এই বিপুল তেলের ছিটেফোঁটাও পায়নি সাধারণ মধ্যবিত্ত ভারতবাসী। সাংসদ জহরবাবুর অভিযোগ, ফিনিশ রিপোর্টে উল্লেখ করা হয়েছে, এই বিপুল পরিমাণ তেল আমদানি-রপ্তানি ভারত সরকারের সক্রিয় সহযোগিতা ব্যতিত কার্যত তা অসম্ভব, সরকারি সাহায্য ছাড়া নিজ উদ্যোগে এক গ্যালন তেলও বিদেশে রপ্তানি করতে পারে না কোনও দেশীয় সংস্থা৷ বিদেশমন্ত্রী জয়শঙ্করকে লেখা চিঠিতে সাংসদ জহর সরকারের অভিযোগ, ‘গুজরাটের দুটি বেসরকারি তেল শোধনাগার ব্যাপক লাভ করছে রাশিয়া থেকে সস্তায় কেনা তেল বিদেশে রপ্তানি করে৷’

রাশিয়া থেকে সস্তায় তেল কিনে বিদেশে রপ্তানি করে লাভের পরিমাণ কত বেড়েছে তার উদাহরণ দিতে গিয়ে তৃণমূল সাংসদ জহর সরকারের অভিযোগ, এক বছর আগে দুটি জাহাজের মালিক বেসরকারি ভারতীয় সংস্থা এখন ৫৬টি জাহাজের মালিক হয়ে গিয়েছে শুধু সস্তায় কেনা রাশিয়ার তেল বিদেশে রপ্তানি করেই৷ এই মর্মে বিদেশমন্ত্রী জয়শঙ্করের কাছে তৃণমূল সাংসদ জহর সরকারের প্রশ্ন, ইউক্রেন যুদ্ধের সময়ে ভারত যে নিরপেক্ষ কূটনৈতিক অবস্থান গ্রহণ করেছিল রাশিয়া থেকে সস্তায় তেল কিনে তা বিদেশে রপ্তানি করার পরে আন্তর্জাতিক বিশ্বে সরকারের মুখ পুড়বে না তো? গোটা বিষয়ে তিনি কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রককে চিঠি লিখে কোনও সদুত্তর পাননি বলেও অভিযোগ করেছেন জহর৷ এই প্রসঙ্গেই তাঁর দাবি, অবিলম্বে গোটা পরিস্থিতি খতিয়ে দেখে সরকারের তরফে জবাব ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুক কেন্দ্রীয় সরকার৷

তাত্‍পর্যপূর্ণ হল, নিজের দু-পাতার চিঠিতে কোনও ভারতীয় সংস্থার নাম লেখেননি তৃণমূল সাংসদ জহর সরকার। কিন্তু নিজের চিঠির শুরুতেই যেভাবে তিনি আদানি গোষ্ঠীর প্রসঙ্গ উথ্থাপন করে বাংলাদেশে চড়া দামে বিদ্যুৎ বিক্রির কথা জানিয়েছেন, তাতে তৃণমূল সাংসদ যে তেল রপ্তানি প্রসঙ্গে আদানি গোষ্ঠীকেই (আদানি ওয়েল রিফাইনারি) নিশানা করেছেন, তা নিয়ে একমত রাজনৈতিক মহল।

Web Desk

Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Recent Posts

C. V. Ananda Bose | ‘এ লড়াই আমি লড়ব’, রাজভনের কর্মীদের উদ্দেশে অডিও বার্তা রাজ্যপালের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘এই লড়াই আমি লড়ব’, অডিও বার্তায় এমনই মন্তব্য করতে শোনা গেল…

8 seconds ago

NH 10 | ফের বন্ধ থাকছে ১০ নম্বর জাতীয় সড়ক

শিলিগুড়ি: ফের বন্ধ থাকছে ১০ নম্বর জাতীয় সড়ক। এবার ১০ নম্বর জাতীয় সড়কের (NH 10)…

12 mins ago

NBMCH | সরকারি এক্স-রে বসিয়ে বেসরকারি সংস্থাকে ব্যবসার সুযোগ, বিতর্কে উত্তরবঙ্গ মেডিকেল

শিলিগুড়ি: এক্স-রে করা নিয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রচুর অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি এক্স-রে…

14 mins ago

Partha Chatterjee | ‘বিরোধীদের থেকে দলের বেশি ক্ষতি করেছে কুণাল’ বললেন প্রাক্তন শিক্ষামন্ত্রী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কুণাল ঘোষকে (Kunal Ghosh) নিয়ে মুখ খুললেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়…

23 mins ago

চা গাছ বাঁচাতে ভরসা কৃত্রিম জলসেচ, বিদ্যুৎখাতে ভরতুকির দাবিতে মন্ত্রীকে চিঠি

নাগরাকাটা: আগুন রোদে পুড়ছে চা বাগান। পাল্লা দিয়ে শুরু হয়েছে লুপার, রেড স্পাইডার, গ্রিন থ্রিবসের…

36 mins ago

Narendra Modi | বোসকে নিয়ে বিতর্কের মাঝেই রাজভবনে রাত্রিবাস মোদির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যপাল (Bengal Governor) সিভি আনন্দ বোসের (CV Ananda Bose) বিরুদ্ধে শ্লীলতাহানির…

57 mins ago

This website uses cookies.