Wednesday, May 15, 2024
HomeTop NewsWinter in north Bengal | পশ্চিমী ঝঞ্ঝায় পারদ পতন, কনকনে ঠান্ডায় জবুথবু...

Winter in north Bengal | পশ্চিমী ঝঞ্ঝায় পারদ পতন, কনকনে ঠান্ডায় জবুথবু উত্তরবঙ্গ  

সানি সরকার, শিলিগুড়িঃ সাতসকালেই রোদ ঝলমলে পাহাড়। শীতেও (Winter) যেন জেগে উঠেছে ‘ঘুমন্ত বুদ্ধ’ কাঞ্চনজঙ্ঘা (Kanchenjunga)। সারি সারি গাড়ি নামছে সমতলের দিকে। মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে অনেকেই ফোন ক্যামেরায় বিদায়পর্বকে বন্দি করে রাখতে চাইলেন। কিন্তু রোহিনী হয়ে শিলিগুড়ির (Siliguri) পথে গাড়ির চাকা গড়াতেই তাঁরা হতবাক। সকাল সাড়ে ৯টাতেও ঘন কুয়াশার (Fog) আস্তরণে ঢাকা সুকনার পথ, এমনকী শহরের সর্বত্র।

পাহাড় যখন রোদ ঝলমলে, তখন কেমন করে কুয়াশায় ঢাকা সমতল? শুধু শিলিগুড়ি নয়, সমতল উত্তরবঙ্গের (North Bengal) প্রতিটি জেলাতেই একই পরিস্থিতি, গত দু-তিনদিন ধরে। এর মূলেই রয়েছে দুই হাওয়ার খেল। পাহাড়ে শুধু উত্তুরে হাওয়ার দাপট থাকলেও সমতলে তার সঙ্গে খেলা জমিয়ে দিয়েছে পশ্চিমী হাওয়া। উত্তর-পশ্চিম ভারত থেকে রবিবার রাতেই পশ্চিমী হাওয়া পৌঁছে গিয়েছে এই অঞ্চলে। টেনে এনেছে ঘন কুয়াশা, যা বিস্তৃত রয়েছে উত্তরবঙ্গ এবং সংলগ্ন বিহার, বাংলাদেশে। আবহাওয়ার যা মতিগতি, তাতে অন্তত আরও তিনদিন বর্তমান পরিস্থিতি থাকবে বলে পূর্বাভাস। আবহাওয়া দপ্তরের সিকিমের কেন্দ্রীয় অধিকর্তা গোপীনাথ রাহা বলছেন, ‘উত্তর-পশ্চিম ভারত যেকে আসা হাওয়া বেশি উচ্চতায় উঠতে না পারায় পাহাড় রয়েছে ঝলমলে। কিন্তু সূর্যের আমেজ পেতে কার্যত  দুপুর হয়ে যাচ্ছে সমতলে। তিনদিন অন্তত এমন পরিস্থিতি থাকবে।’

বৃষ্টি নেই, তাই দেখা মিলছে না শীতের- আক্ষেপ ছিল বছরের শেষ পর্বেও। কিন্তু বছর শুরুর মুখেই পশ্চিমী ঝঞ্ঝার দাপটে পারদ পতন ঘটেছে হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গে। উত্তুরে হাওয়ার দাপটে কিছুটা হলেও কাঁপন শুরু হয় সাধারণ মানুষের। পাক্কা এক মাস ধরে বৃষ্টি নেই সমতলে। কিন্তু উত্তুরে হাওয়ার সঙ্গে কুয়াশার যোগে কাঁপন যেন আরও বেশি। যেহেতু কুয়াশার চাদর থাকছে, ফলে সূর্যতাপের অভাবে দিনের তাপমাত্রার বৃদ্ধি ঘটছে না। বরং হ্রাস পায় অনেকটাই। যেমন, সোমবার জলপাইগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা যেখানে ছিল ২৩.৯ ডিগ্রি সেন্টিগ্রেড, সেখানে মঙ্গলবার তা কমে দাঁড়ায় ১৮.২ ডিগ্রি সেন্টিগ্রেড। সোমবার শিলিগুড়িতে ছিল ২২.০ ডিগ্রি সেন্টিগ্রেড, ২৪ ঘণ্টার মধ্যে তা কমে দাড়ায় ২০.৪ ডিগ্রি সেন্টিগ্রেড। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, কুয়াশার  দাপট বজায় থাকায় তাপমাত্রা আরও কমবে। ফলে উষ্ণতার খোঁজে এখন উত্তর।

মঙ্গলবারের সর্বোচ্চ তাপমাত্রা

গ্যাংটক- ১৫.৪ (১৪.৮)

দার্জিলিং- ১৪.০ (১৫.৮)

জলপাইগুড়ি- ১৮.২ (২৩.৯)

কোচবিহার- ১৯.৯ (২৩.৬)

বালুরঘাট- ২২.২ (২১.০)

মালদা- ২১.৮ (২২.৫)

কালিম্পং- ১৪.৫ (১৫.০)

শিলিগুড়ি- ২০.৪ (২২.০)

(ডিগ্রি সেন্টিগ্রেড)

(বন্ধনীতে সোমবারের সর্বোচ্চ তাপমাত্রা)

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

India Tour By Bicycle | দু চাকায় ভর করে ভারত ভ্রমণ, যুবকের উদ্দেশ্য জানলে...

0
শিলিগুড়ি: মা দিয়েছিলেন ৫০০ টাকা। সেই ৫০০ টাকা কে সম্বল করেই দেশ ভ্রমণে (India tour) বেরিয়েছেন বাঁকুড়ার বিপ্লব সিং। মাথাভাঙ্গা (Mathabhanga) পেরিয়ে শিলিগুড়ি (Siliguri)...

Brown sugar seized | প্রায় ৮ কেজি ব্রাউন সুগার ও ৩২ লক্ষ টাকা সহ...

0
মালদা: ৭ কেজি ৯০০ গ্রাম ব্রাউন সুগার (Brown sugar seized) ও ৩২ লক্ষ টাকা সহ পাচারচক্রের পান্ডাকে গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিশ (Kaliachak police...

Malda | ভিনরাজ্যে কাজে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু মালদার শ্রমিকের

0
হরিশ্চন্দ্রপুর: ভিনরাজ্যে কাজে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল মালদার (Malda) হরিশ্চন্দ্রপুরের এক ব্যক্তির (Migrant Worker Death)। মৃতের নাম শেখ কেতাবুদ্দিন (৫৪)। বাড়ি হরিশ্চন্দ্রপুর (Harishchandrapur)...

Lok Sabha Election 2024 | বিজেপি কর্মীর কান কেটে নেওয়ার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল

0
কাঁথি: এক বিজেপি কর্মীর কান কেটে নেওয়ার অভিযোগ উঠল। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের ঘটনা। আক্রান্তের নাম সুব্রত বাগ। এলাকায় তিনি সক্রিয় বিজেপি কর্মী বলেই পরিচিত।...

Huge cash recovered | আয়কর দপ্তরের অভিযানে বিপুল টাকা, কেজি কেজি সোনা উদ্ধার

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ১৭০ কোটি টাকা! মহারাষ্ট্রের (Maharashtra) নান্দেড়ে আয়কর দপ্তরের অভিযানে উদ্ধার হল বিপুল পরিমাণ টাকা (Huge cash recovered)। উদ্ধার হয়েছে কেজি...

Most Popular