উত্তরবঙ্গ

হিলিতে মেলার মাঠ দখল করে কাঁটাতারের বেড়া, জনতার চাপে পিছু হটল বিএসএফ

হিলি: জবরদখল করে কাঁটাতারের বেড়া বসানোর অভিযোগ উঠল সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে। সোমবার এই ঘটনায় উত্তেজনা ছড়ায় হিলি থানার চোদ্দহাত কালী মাতার মন্দির এলাকায়। ঘটনার প্রতিবাদে গ্রামবাসীরা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন শুরু করতেই পিছু হটতে বাধ্য হয় জওয়ানেরা। কাঁটাতারের বেড়া বসানোকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বাদানুবাদ চরমে পৌঁছোয়। যদিও জনতার চাপের মুখে পড়ে কাঁটাতারে বেড়া বসানো ভণ্ডুল হয়ে যায়। এনিয়ে সীমান্তবর্তী মানুষ সরব হলেও মুখ খুলতে নারাজ বিএসএফ।

হিলি থানার পশ্চিম আপ্তৈর গ্রামে সীমান্তবর্তী এলাকায় প্রতিষ্ঠিত চোদ্দহাত কালী মাতার মেলার মাঠ। ওই মাঠে প্রতিবছর কালী মায়ের মেলার সময় বিশাল মেলা বসে। স্থানীয়দের অভিযোগ, রবিবার থেকে ওই মাঠে ঢোকার রাস্তায় কাঁটাতারে বেড়া বসানোর কাজ শুরু করেছে বিএসএফ। ৬১ নম্বর ব্যাটালিয়ন বিএসএফের তরফে ওই এলাকাকে ঘেরার কাজ শুরু করা হয়েছিল। বিষয়টি মানুষের নজরে আসতেই এদিন সমবেত হয়ে মেলার মাঠ জবরদখল করে কাঁটাতারের বেড়া বসানোর বিরোধিতা শুরু করেন। বিএসএফের সঙ্গে বাদানুবাদে জড়ায় মানুষজন। ক্রমেই পরিস্থিতি উত্তেজিত হয়ে ওঠে। বিক্ষুদ্ধ মানুষে চাপে পড়ে কাঁটাতারের বেড়া বসানো বন্ধ করে বিএসএফ। তারপরেই পরিস্থিতি স্বাভাবিক হয়। পরবর্তীতে ঘটনাস্থল পরিদর্শন করে হিলি থানার পুলিশ।

এপ্রসঙ্গে বিক্ষুদ্ধ স্থানীয় বাসিন্দা অমিত মহন্ত বলেন, ‘আমাদের মেলার মাঠ জবরদখল করে বিএসএফ কাঁটাতারের বেড়া বসাতে শুরু করেছে। সীমান্ত থেকে ৫০০ মিটার আগেই কাঁটাতারের বেড়া বসাচ্ছে। অনৈতিকভাবে বিএসএফ কাঁটাতারের বেড়া বসিয়ে মানুষকে হেনস্তা করার চক্রান্ত করেছে। তার বিরুদ্ধে আমরা আন্দোলন শুরু করেছি। এইভাবে মানুষের সমস্যা তৈরি করতে কাঁটাতারের বেড়া বসানো অনুচিত।‘

হিলি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মিহির সরকার বলেন, ‘বিএসএফ উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাধারণ মানুষকে হেনস্তা করতেই মেলার মাঠ জবরদখল করে কাঁটাতারের বেড়া বসাচ্ছিল। মানুষ আন্দোলন করে তা রুখে দিয়েছে। ওই এলাকায় কোনও অবৈধ ব্যবসা নেই। সীমান্ত ছেড়ে গ্রামের মধ্যে মাঠ দখল করে কাঁটাতার বসানো অযৌক্তিক। এছাড়াও সীমান্তের মানুষের ওপর বিএসএফ নির্যাতন চালাচ্ছে। বিষয়টি নিয়ে বিডিও সঙ্গে আলোচনা করে কড়া পদক্ষেপ করব।‘

এপ্রসঙ্গে বিএসএফের কোনও মন্তব্য পাওয়া যায়নি।

Sucharita Chanda

Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

North Bengal Medical | মেডিকেলে ফাঁকিবাজি চলছেই, নির্দেশের পরও চালু হয়নি আধারভিত্তিক বায়োমেট্রিক ব্যবস্থা

রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: ন্যাশনাল মেডিকেল কমিশনের (National Medical Commission) নির্দেশের পর প্রায় ছ’মাস কেটে গিয়েছে।…

8 mins ago

Nagrakata | প্রয়াত ডুয়ার্সের বিশিষ্ট বামপন্থী চা শ্রমিক নেতা

নাগরাকাটা: প্রয়াত ডুয়ার্সের বিশিষ্ট বামপন্থী চা শ্রমিক নেতা সূর্য প্রকাশ বরাইক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল…

10 mins ago

Darjeeling | পাহাড়ে গিজগিজে ভিড়, সুযোগ বুঝে চড়া ভাড়া!

রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণবঙ্গ। স্বস্তি নেই উত্তরেও। শরীরটাকে তাই ‘কুল’ রাখতে পাহাড়মুখী হচ্ছে…

43 mins ago

Kareena Kapoor | নতুন দায়িত্বে সইফ ঘরনি! ইউনিসেফ ইন্ডিয়ার জাতীয় রাষ্ট্রদূত পদে নিযুক্ত করিনা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বলিউডের অন্যতম সফল অভিনেত্রী করিনা কাপুর খান (Kareena Kapoor)। বলিউডে (Bollywood)…

45 mins ago

Siliguri | সাত বছর ধরে প্রতারণা! কোটি কোটি টাকা নিয়ে ধৃত হিসেব রক্ষক

শিলিগুড়ি: সাত বছর ধরে শোরুমের হিসেব রক্ষকের দায়িত্বে ছিলেন। ব্যাংক স্টেটমেন্টও প্রতিমাসে পৌঁছে দিতেন মালিকের…

47 mins ago

This website uses cookies.