সামশেরগঞ্জ: দুই বছর দুই মাসের এক শিশুকন্যার সোনার কানের ও রুপোর হার খুলে নিয়ে শ্বাসরোধ করে খুন করল প্রতিবেশী পিসি! এমনকি, প্রমাণ লোপাটের জন্য গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয় শিশুটির দেহ! ঘটনা মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার পুরাতন শিকদারপুর গ্রামের। শুধুমাত্র লোনের টাকা শোধ করার জন্য এমনটা ঘটিয়েছে বলে স্বীকার করেছে অভিযুক্ত মহিলা নায়েমা খাতুন। ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত মহিলার ফাঁসির দাবিতে সরব হয়েছেন পরিবারের সদস্যরা।
মৃত শিশুর নাম সাহানা খাতুন। জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় বাড়ির পাশে খেলছিল সাহানা। অভিযোগ, সেই সময় নায়েমা খাতুন তাকে কোলে তুলে নিয়ে যায়। প্রতিবেশী পিসি হওয়ায় পরিবারের লোকজনও তাতে বাধা দেননি। তবে পরে সাহানাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন। নায়েমাকে জিজ্ঞাসাবাদ করতেই ঘটনাটি সামনে আসে।
গতরাতেই ঘটনাস্থলে পৌঁছোয় সামশেরগঞ্জ থানার পুলিশ। অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তারের পাশাপাশি তার বাড়ি থেকে সোনা ও রুপোর গয়না উদ্ধার করেছে পুলিশ। এদিকে, ঘটনাটি জানাজানি হতেই ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেহ উদ্ধারের জন্য ডুবুরি টিমকে খবর দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।