Sunday, May 19, 2024
Homeআন্তর্জাতিকVenezuela | ১১৪ বছর বয়সে থামল প্রাণ, প্রয়াত বিশ্বের প্রবীণতম ব্যক্তি

Venezuela | ১১৪ বছর বয়সে থামল প্রাণ, প্রয়াত বিশ্বের প্রবীণতম ব্যক্তি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রয়াত গিনেস ওয়ার্ল্ড রেকর্ড (Guinness World Records) অনুযায়ী বিশ্বের প্রবীণতম ব্যক্তি জুয়ান ভিনসেন্ট পেরেজ মোরা (Juan Vicente Perez Mora)। তিনি ভেনেজুয়েলার (Venezuela) বাসিন্দা। মঙ্গলবার তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন বলে জানানো হয়েছে তাঁর পরিবারের তরফে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১১৪ বছর। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তাঁর এক্স হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে পেরেজের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন।

জানা গিয়েছে, ২০২২ সালের ৪ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে পেরেজকে বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তি হিসেবে স্বীকৃতি দেয় গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। গিনেস বুক অনুসারে সেই সময়ে পেরেজের বয়স ছিল ১১২ বছর এবং ২৫৩ দিন। পেরেজ ১১ সন্তানের পিতা এবং তাঁর ৪১ জন নাতি-নাতনি রয়েছে। এই ৪১ জনের ১৮ জন সন্তান রয়েছে। আবার এই ১৮ জনেরও ১২ জন সন্তান বর্তমান। পেশায় কৃষক পেরেজ টিও ভিনসেন্ট নামেও পরিচিত। তিনি ১৯০৯ সালের ২৭ মে আন্দিয়ানের এল কোবরে শহরে জন্মগ্রহণ করেন। মাত্র পাঁচ বছর বয়সেই তিনি বাবা ও ভাইদের সঙ্গে আখ ও কফি চাষ শুরু করেছিলেন। পরবর্তীতে তিনি ওই শহরের শেরিফের দায়িত্ব নেন। কৃষিকাজের পাশাপাশি তিনি স্থানীয় জমি ও পারিবারিক বিবাদ মেটানোর কাজও করতেন।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

0
হাতির হামলায় ভাঙল দোকান ঘর,ক্ষতি ফসলের সুভাষ বর্মন,ফালাকাটা,১৯ মে:হাতির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হল ফালাকাটার বালুরঘাট,বংশীধরপুর,রাইচেঙ্গা ও কালীপুর গ্রামে। শনিবার রাতে ৭-৮টি হাতির দল জলদাপাড়া বনাঞ্চল...

Balurghat | শহরের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে নীলগাই! তল্লাশি বন দপ্তরের

0
বালুরঘাট: বর্তমানে নীলগাই বিপন্ন প্রজাতিতে পরিণত হয়েছে। অনেকে এই নীলগাই দেখে বাছুর ও হরিণের মিশ্রণ ভেবে ভুল করতে পারেন। কিন্তু হঠাৎ যদি দেখেন আপনার...

নতুন মডেল

0
  দেবাশিস দাশগুপ্ত গত ৭ মে নিজের মুর্শিদাবাদ কেন্দ্রে বিভিন্ন বুথে ঘুরে ঘুরে ভূত তাড়িয়েছেন। অর্থাৎ ভুয়ো ভোটার কিংবা ভুয়ো এজেন্ট ধরেছেন। কাউকে ঘাড় ধাক্কা...

‘স্পটার’ প্রণবের নির্বাচিতের অগ্নিপরীক্ষা

0
  সুমন ভট্টাচার্য সুকান্ত মজুমদার যদি রাজ্য বিজেপির সভাপতি হন, তাহলে শুভেন্দু অধিকারী বিধানসভায় বিরোধী দলনেতা। কোনও সন্দেহ নেই, এঁদের দুজনকে ভর করেই দলের হাইকমান্ড...

সবার দায় আর নেওয়া নয়

0
  দেবদূত ঘোষঠাকুর  দলের নীচুতলার উপরে তাঁর একচ্ছত্র আধিপত্য বা নিয়ন্ত্রণ যে অনেকটাই চলে গিয়েছে, তা এতদিনে অনেকটাই পরিষ্কার। আর এবার বোধ হয় মুখ্যমন্ত্রী মমতা...

Most Popular