Breaking News

কর্নাটকে ‘শূন্য’ সিপিএম, ধরাশায়ী ৩ আসনে! হাতছাড়া শক্তঘাটি বাগেপল্লি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সিপিএম সেই শূন্যই। বাংলার মতো কর্নাটক বিধানসভাতেও খাতা খুলতে পারেনি বামেরা। এবারের নির্বাচনে দাক্ষিণাত্যে হাতছাড়া হয়েছে বামেদের শক্তঘাটি বাগেপল্লি কেন্দ্র। একসময়ের শক্ত ঘাঁটি বাগেপল্লি আসনে তৃতীয় স্থানে রয়েছেন বাম প্রার্থী। যদিও কর্নাটকে কংগ্রেসের জয় হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন সিপিএম নেতা থেকে শুরু করে কর্মী সমর্থকরা।

কর্নাটক বিধানসভা নির্বাচনে চারটি কেন্দ্রে প্রার্থী দিয়েছিল সিপিএম। কোনওটাতেই জয় পায়নি। এমনকী, একসময়ের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বাগেপল্লি আসনেও মুখ ফিরিয়েছে ভোটাররা। এই আসনে তৃতীয় স্থানে বাম প্রার্থী। বাংলার জোটসঙ্গী কংগ্রেস কর্নাটকে এত ভালো ফল করলেও কেন হারিয়ে গেল বামেরা? রাজনৈতিক মহলে চলছে বিস্তর কাটাছেঁড়া।

জানা গিয়েছে, বাগেপল্লি আসনে এবার জয়ী হয়েছে কংগ্রেস। দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি। তৃতীয় স্থানে বামেরা। এই আসনে কংগ্রেস প্রার্থী এস এন সুব্বারেড্ডির প্রাপ্ত ভোট ৮২ হাজার ১২৮, বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোট ৬২ হাজার ২২৫ ভোট। সেখানে সিপিএমের জুটেছে মোটে ১৯ হাজার ৪০৩টি ভোট। আশা করলেও বাগেপল্লির ভোটারদের মন জয় করতে ব্যর্থ হলেন সিপিএম প্রার্থী অনীল কুমার।

এর আগে তিন তিনবার কর্নাটকের এই আসন থেকে জয়ী হয়েছিল সিপিএম। ২০১৮ সালেও সিপিএম এই আসন থেকে ৩১.৪৩ শতাংশ ভোট পেয়েছিল। সেখানে এবার অনীল কুমারের ঝুলিতে মাত্র ১১.৩২ শতাংশ। এই আসনে অনীল কুমারকে সমর্থন জানিয়েছিল সিপিআই এবং জেডিএস। তা সত্ত্বেও ভোটবাক্সে রেজাল্ট আশানুরূপ হল না।

১৯৮৩, ১৯৯৪ এবং ২০০৪ সালে বাগেপল্লি আসন নিজেদের দখলে রেখেছিল সিপিআইএম। তার মধ্যে ১৯৯৪ এবং ২০০৪ সালে এই আসন থেকে জয়ী হয়েছিলেন শ্রীরমারেড্ডি। এবারের নির্বাচনে বাগেপল্লি ছাড়া কে আর পুরা (বেঙ্গালুরু আর্বান), গুলবর্গা রুরাল এবং কেজিএফ আসনগুলিতে লড়েছিল সিপিআইএম। এই তিন আসনে হাজার খানেকের বেশি ভোট জোটেনি বামেদের। অর্থাৎ তিন আসনেই ধরাশায়ী হয়েছে তা বলাই বাহুল্য।

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

Darjeeling district hospital | প্রাইভেট প্র্যাকটিসে জোর একাংশের, দার্জিলিং জেলা হাসপাতালে তুঘলকি কাজকর্ম

রণজিৎ ঘোষ, শিলিগুড়ি, ২৯ এপ্রিল : দার্জিলিং জেলা হাসপাতালে কিছু চিকিৎসক মর্জিমাফিক ডিউটি করছেন, আবার…

50 mins ago

Jharkhand | গান্ডে বিধানসভা উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন হেমন্ত সোরেনের স্ত্রী

রাঁচি: গান্ডে বিধানসভা উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেন। তিনি…

1 hour ago

Raiganj | স্বামীর পরকীয়ার প্রতিবাদ করার পরই নিখোঁজ বধূ, খুনের আশঙ্কা পরিবারের

রায়গঞ্জ: স্বামীর পরকীয়ার প্রতিবাদ করার পর থেকেই নিখোঁজ স্ত্রী। রায়গঞ্জের মেরুয়াল এলাকার ঘটনা। নিখোঁজ মহিলার…

10 hours ago

Telangana | অমিত শাহের ভিডিও বিকৃতির জের, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীকে সমন দিল্লি পুলিশের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমিত শাহ-র বিকৃত করা ভিডিও তেলেঙ্গানা কংগ্রেসের সোশ্যাল মিডিয়া…

12 hours ago

Narendra Modi | বাতিল শা’র সভা, ৩ মে নির্বাচনি প্রচারে কৃষ্ণনগরে আসছেন মোদি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আগামী ১৩ মে চতুর্থ দফায় লোকসভা ভোট (Lok Sabha Election 2024)…

13 hours ago

CM Mamata Banerjee | ‘সিপিএম কিনলে কংগ্রেস ফ্রি’, জোটকে কটাক্ষ মমতার

খড়গ্রাম: দেশের সর্বোচ্চ আদালত যখন নিয়োগ দুর্নীতিতে রাজ্যকে ধাক্কা দিল, ঠিক তখন মুর্শিদাবাদের খড়গ্রামের নির্বাচনি…

13 hours ago

This website uses cookies.