উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিশ্ববিদ্যালয়ের আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড। দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৪ জনের। গুরুতর জখম হয়েছেন আরও ১৮ জন। ঘটনাটি ঘটেছে ইরাকের উত্তরে সোরানের এরবিল শহরে।
সোরানের স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, শুক্রবার সন্ধ্যায় এরবিল শহরে বিশ্ববিদ্যালয়ের আবাসনের একটি বহুতলে বিধ্বংসী আগুন লাগে। সেই সময় আবাসনের ভেতরে ছিলেন বিশ্ববিদ্যালয়ের একাধিক পড়ুয়া ও অধ্যাপক। বেরোতে না পেরে দগ্ধ হয়ে আবাসনের ভেতরেই মৃত্যু হয়েছে কমপক্ষে ১৪ জনের। পরে দমকলবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আবাসনের ভেতর থেকে গুরুতর জখম ১৮ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আবাসনটির ভেতরে কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। এই অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করেছেন ইরাকের প্রধানমন্ত্রী মাসরুর বারজানি। হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি ঘটনার তদন্তের নির্দেশও দিয়েছেন তিনি।