মালদা: নির্মীয়মাণ রেলসেতু ভেঙে মিজোরামে মৃত্যু হল পশ্চিমবঙ্গের ১৭ জন শ্রমিকের। প্রশাসন সূত্রের খবর, নিহত ১৭ জনই মালদা জেলার পুখুরিয়া থানা এলাকার বাসিন্দা। এর মধ্যে কাকলামারির চৌদুয়ার গ্রামের রয়েছেন ১১ জন। বাকি ৬ জনও আশপাশের গ্রামেরই। তাঁরা সকলেই মিজোরামে রেলসেতুর কাজে গিয়েছিলেন। মালদা জেলা প্রশাসনের তরফে এবিষয়ে খোঁজখবর নেওয়া শুরু হয়েছে। নিহতদের পরিবারের খোঁজ চলছে। ইতিমধ্যেই চৌদুয়ার গ্রামে পৌঁছে গিয়েছেন পুলিশ ও প্রশাসনের কর্তারা। গ্রামে এখন শোকের ছায়া।
বুধবার সকালে মিজোরামের সাইরাং এলাকায় নির্মীয়মাণ রেলসেতু ভেঙে পড়ে। আইজল থেকে প্রায় ২১ কিলোমিটার দূরে সাইরাংয়ে এদিন সেতুর কাজ করছিলেন ৩৫-৪০ জন শ্রমিক। সকাল ১০টা নাগাদ আচমকাই সেতুটি ভেঙে শ্রমিকদের নিয়ে নীচে খাদে পড়ে যায়। এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যুর খবর মিলেছে।
তবে মিজোরাম পুলিশের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। উদ্ধারকাজ চলছে। সেখানকার এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ধ্বংসস্তূপ থেকে ১৭টি দেহ উদ্ধার করা হয়েছে। অনেকেই এখনও নিখোঁজ।