সোমবার, ১৭ মার্চ, ২০২৫

কৌশিকী চক্রবর্তীর সঙ্গে ২ লক্ষ টাকা আর্থিক প্রতারণা, গ্রেপ্তার শিল্পীর কর্মচারী  

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সঙ্গীত শিল্পী কৌশিকী চক্রবর্তীর সঙ্গে আর্থিক প্রতারণা। এই অভিযোগ শিল্পীর কর্মচারীর বিরুদ্ধে। এই প্রতারণার অভিযোগে অভিযুক্ত কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম আকাশ ভাণ্ডারী। সে কৌশিকী চক্রবর্তীর সঙ্গীত স্কুলেই কর্মরত। পুলিশ সূত্রে খবর, দুই লক্ষ টাকা প্রতারণার অভিযোগ রয়েছে অভিযুক্তের বিরুদ্ধে।

জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবারের বাসিন্দা আকাশ। কৌশিকী চক্রবর্তীর স্কুলে দেখভালের কাজ করতেন তিনি। পাশাপাশি শিক্ষার্থীদের থেকে মাসিক ফি নেওয়া, অ্যাকাউন্ট দেখাশোনার কাজের দায়িত্বও ছিল তার ওপরে। অভিযোগ, ছাত্র-ছাত্রীরা যে ফি দিতেন, তা স্কুলের অ্যাকাউন্টে জমা না দিয়ে অভিযুক্ত নিজের অ্যাকাউন্টে জমা করেছিলেন।

সম্প্রতি বিষয়টি নজরে আসে গায়িকা কৌশিকীর। তিনি লক্ষ্য করেন, গত কয়েক মাসে শিক্ষার্থীদের থেকে প্রাপ্ত টাকা থেকে যে আয় হয় তা আচমকা কমে গিয়েছে। অভিভাবকদের সঙ্গে কথা বলে কৌশিকী জানতে পারেন, আকাশ একটি অ্যাকাউন্ট নম্বর দিয়ে সেখানে টাকা দিতে বলেছেন। ছাত্রছাত্রীদের ফি-সহ অভিযুক্ত প্রায় ২ লাখ ৩০০ টাকা নিজের অ্যাকাউন্টে জমা করেছিলেন।

বিষয়টি সামনে আসতেই গত ১৮ জুলাই লেক থানায় অভিযোগ দায়ের করেন কৌশিকী চক্রবর্তী। অভিযোগ দায়েরের পর তদন্তে নামে পুলিশ। তদন্তে পুলিশ জানতে পারে আকাশের ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে।

শুক্রবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্ত যুবক পুলিশের জেরায় স্বীকার করেছে, ওই টাকা দিয়ে তিনি একটি ল্যাপটপ ও দুটি মোবাইল ফোন কিনেছেন। এ দিন আদালতে তোলা হলে ধৃতকে ২৭ জুলাই পর্যন্ত পুলিশি হেপাজতের নির্দেশ দেন বিচারক।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Hina Khan | ক্যানসারের সঙ্গে অবিরাম লড়াই, অদম্য মনের জোর, মক্কায় গেলেন হিনা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ব্রেস্ট ক্যানসারের তৃতীয় ধাপে হিনা...

Dhupguri | রাস্তা থেকে কিশোরীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ! ধূপগুড়িতে গ্রেপ্তার বিবাহিত তরুণ

শুভাশিস বসাক, ধূপগুড়ি : ১৬ বছরের এক কিশোরীকে রাস্তা...

Virat Kohli | আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি আরসিবি-কেকেআর, প্রস্তুতি শুরু বিরাটের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ)...

Adrija Roy | বিরাট ক্ষতি অভিনেত্রী অদ্রিজার! প্রতারণার শিকার হয়ে খোয়ালেন লক্ষাধিক টাকা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বড়সড়ো আর্থিক প্রতারণার (Financial scam)...