Tuesday, May 14, 2024
Homeউত্তরবঙ্গউত্তর দিনাজপুরবৈদ্যুতিক সরঞ্জামের আড়ালে পাচারের চেষ্টা, দুটি গাড়ি থেকে উদ্ধার ২৮ হাজার বোতল...

বৈদ্যুতিক সরঞ্জামের আড়ালে পাচারের চেষ্টা, দুটি গাড়ি থেকে উদ্ধার ২৮ হাজার বোতল কাফ সিরাপ  

রায়গঞ্জঃ নামি ইলেকট্রিক সরঞ্জামের আড়ালে নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের চেষ্টা। একটি কন্টেনারসহ দুটি লরি থেকে হাজার হাজার কাফ সিরাপের বোতল উদ্ধার করল শুল্ক দপ্তরের কর্মীরা। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রবিবার ভোররাতে রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় এলাকায় দুটি গাড়িকে দাঁড় করায় শুল্ক দপ্তরের কর্মীরা। সেই সময়ই বিপদ বুঝে গাড়ি ফেলেই পালিয়ে যায় দুই গাড়ির চালক ও খালাসিরা। এরপর সেই গাড়ি দুটিতে তল্লাশি চালিয়ে বৈদ্যুতিক সরঞ্জামের আড়াল থেকে উদ্ধার হয় ২৮ হাজার বোতল নিষিদ্ধ কফ সিরাপ। উদ্ধার হওয়া কাফ সিরাপ সহ গাড়ি দুটিকে বাজেয়াপ্ত করেছে শুল্ক দপ্তর।

শুল্ক দপ্তর সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশের একটি কন্টেনার ও বিহারের একটি লরিতে বৈদ্যুতিক সরঞ্জামের আড়ালে কাফ সিরাপ আসামে পাচারের পরিকল্পনা ছিল। ওই দুটি গাড়ি আসামে না গিয়ে ডালখোলা হয়ে রায়গঞ্জের উপর দিয়ে কালিয়াচক যাওয়ার পরিকল্পনা করে পাচারকারীরা। সেই সময় শিলিগুড়ি মোড়ে নাকা চেকিংএ আটকে পড়ে গাড়ি দুটি। সেই গাড়ি দুটি থেকেই উদ্ধার হয় ২৮ হাজার বোতল কাপ সিরাপ। গোয়েন্দা দপ্তর সূত্রে জানা গিয়েছে, একজন গাড়িচালকের নাম জানা গিয়েছে। তার নাম সাব্বির আলী বাড়ি উত্তরপ্রদেশে। শুল্ক দপ্তরের আধিকারিক চন্দন চ্যাটার্জী বলেন, নামি ইলেকট্রিক কোম্পানির সরঞ্জামের আড়ালে এই নিষিদ্ধ কাপ সিরাপ গুলি পাচারের চেষ্টা করা হচ্ছিল। এই মুহূর্তে উদ্ধার হওয়া কাফ সিরাপের বাজার দর বলা সম্ভব নয়। এই নিষিদ্ধ নেশার সামগ্রী হিমাচল প্রদেশ থেকে উত্তর প্রদেশ, বিহার হয়ে বাংলায় ঢুকেছে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

ilish

Bangladeshi Ilish | প্রায় দু’হাজার টাকা কেজি, স্টলে আসতে না আসতেই শেষ ইলিশ

0
মণীন্দ্রনারায়ণ সিংহ, আলিপুরদুয়ার: কবি বলেছিলেন, নামে কী বা আসে যায়। সে কথাকেই একটু ঘুরিয়ে বলা, দামে কী বা আসে যায়! প্রায় দু’হাজার টাকা কেজি...

CBSC Exam Result 2024 | CBSC-র দশমে নজরকাড়া ফল চিরস্মিতের, প্রাপ্ত নম্বর জানলে অবাক...

0
মাথাভাঙ্গা: সোমবার সিবিএসসি বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সিবিএসসির মেধা তালিকা প্রকাশিত না হলেও এখনও পর্যন্ত প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে কোচবিহার...

Mumbai | সার্টিফিকেট ছাড়াই বেআইনি বিলবোর্ড! মুম্বইয়ে ধুলোঝড়ে হোর্ডিং ভেঙে মৃত বেড়ে ১৪

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ধুলোঝড়ের (Dust storm) তাণ্ডবে বিপর্যস্ত বাণিজ্যনগরী মুম্বই (Mumbai)। ঝড় চলাকালীন বিশালাকার ধাতব বিজ্ঞাপনের বোর্ড (Billboard) ভেঙে পড়ে। সেই ঘটনায় মৃতের...

Siliguri | শহরের রাস্তা সম্প্রসারণে ১৭৯টি গাছ প্রতিস্থাপন

0
রাহুল মজুমদার, শিলিগুড়ি: শিলিগুড়ি (Siliguri) শহরের ব্যস্ততম সেবক রোড ও বর্ধমান রোড সম্প্রসারণের জন্যে ১৭৯টি গাছ স্থানান্তর করা হবে। সেগুলি কোথায় স্থানান্তর করা হবে...

Dengue | ডেঙ্গি মোকাবিলায় আগাম সতর্কতা, স্কুল, কলেজ সাফাই করবে পুরনিগম

0
রাহুল মজুমদার, শিলিগুড়ি: ডেঙ্গি (Dengue) পরিস্থিতি মোকাবিলায় এবার কোমর বেঁধে নামতে চাইছে পুরনিগম। শহরের সমস্ত সরকারি হাউজিং কমপ্লেক্স, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি দপ্তর সাফাই করে দেওয়ার...

Most Popular