উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সেনাবাহিনীতে নিয়োগকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা। নিয়োগ চলাকালীন পদপিষ্ট হয়ে মৃত্যু হল ৩৭ জনের। এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে কঙ্গোর রাজধানী ব্রাজাভিলে। এছাড়াও আহত হয়েছেন ১৪৫ জন। হতাহতদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। আহতদের চিকিৎসা চলছে ব্রাজাভিলের হাসপাতালগুলিতে। এই ঘটনার পরেই অনির্দিষ্টকালের জন্য নিয়োগ প্রক্রিয়া স্থগিত ঘোষণা করেছে প্রশাসন।
জানা গিয়েছে, কঙ্গোয় সেনাবাহিনীতে ১৫০০ শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া চলছিল ব্রাজাভিলের মিশেল ডি’অরনানো স্টেডিয়ামে। সোমবার সেখানে হাজার হাজার যুবক সেনাবাহিনীতে চাকরির আশায় ভিড় জমায় স্টেডিয়ামে। আর তাতেই চরম বিশৃঙ্খলা তৈরি হয় সেখানে। প্রার্থীরা সেখানে উপস্থিত হয়ে কেউ জোর করে স্টেডিয়ামের গেট খোলার চেষ্টা করেছিলেন আবার কেউ স্টেডিয়ামের দেওয়াল ধরে লাফিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করেছিলেন। ধাক্কাধাক্কির জেরে ভিড়ে মাটিতে পড়ে যান বহু যুবক। তাতেই পদপিষ্ট হয়ে ৩৭ জনের মৃত্যু হয়। যদিও সরকারের দাবি এই ঘটনায় মৃতের সংখ্যা হল ৩১ জন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।
আহত চাকরি প্রার্থীরা জানিয়েছেন, প্রশাসনের গাফিলতির কারণেই সেখানে এই মর্মান্তিক ঘটনা ঘটল। সেখানে প্রচুর সংখ্যক যুবক জড়ো হয়েছিলেন। অনেকেই গেট দিয়ে ঢোকার জন্য ধাক্কাধাক্কি করছিলেন। তার জেরে এই ঘটনা ঘটেছে। অন্য এক প্রার্থী বলেন, ‘আমার সামনে প্রচুর যুবক ছিলেন। কয়েকজন মাটিতে পড়ে গিয়েছিলেন। আমিও তাদের উপরে পড়ে যায় এবং অন্যান্য যুবকরা আমাদের উপরে পড়ে যায়। তখন আমি জ্ঞান হারিয়ে ফেলি। যখন জ্ঞান ফেরে তখন আমি অ্যাম্বুল্যান্সে ছিলাম।
প্রসঙ্গত, ৫০ লক্ষ মানুষের বসবাস কঙ্গোতে। সেখানে তেল এবং গ্যাসের মতো প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও দেশটিতে ব্যাপক দারিদ্রতা রয়েছে। বিশ্বব্যাঙ্কের মতে, এই দেশে বেকার যুবকের সংখ্যা প্রায় ৪২ শতাংশ।