Tuesday, May 21, 2024
Homeউত্তরবঙ্গআলিপুরদুয়ারহাল ফেরাতে বরাদ্দ ৫ কোটি, আলিপুরদুয়ারের তিনটি বেহাল রাস্তা তৈরি হবে পেভার্স...

হাল ফেরাতে বরাদ্দ ৫ কোটি, আলিপুরদুয়ারের তিনটি বেহাল রাস্তা তৈরি হবে পেভার্স ব্লকে    

সোনাপুরঃ আলিপুরদুয়ার-১ ব্লকে নতুন তিনটি পেভার্স ব্লকের রাস্তা তৈরি হবে। রবিবার ওই রাস্তা গুলো পরিদর্শন করেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল, জেলা পরিষদের সদস্য মনোরঞ্জন দে সহ অন্য জনপ্রতিনিধিরা। ব্লকের তিনটি রাস্তার মধ্যে দুটো হচ্ছে তপসিখাতা অঞ্চলে এবং আরেকটি মথুরা অঞ্চলে। নতুন রাস্তার খবরে ওই এলাকা গুলোয় এদিন খুশির আমেজ ধরা পরে। দীর্ঘদিন থেকে বেহাল থাকা রাস্তা নতুন ভাবে সেজে উঠবে বলে জানিয়েছেন জনপ্রতিনিধিরা।

আলিপুরদুয়ার জেলায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে যে ৫০ কোটি টাকার কাজ করা হবে সেটা গত সপ্তাহেই জানা গিয়েছিল। এই ৫০ কোটির মধ্যে ১৫ কোটি টাকার কাজ প্রায় স্থির হয়ে গেছে। যে গুলোর মধ্যে আলিপুরদুয়ার-১ ব্লকের নতুন তিনটি রাস্তা আছে বলেই এদিন পরিদর্শনে এসে জানান সুমন কাঞ্জিলাল। বিধায়কের কথায়, ‘জেলায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর যে কাজ গুলো করবে সেগুলোর মধ্যে ব্লকের তিনটি পেভার্স ব্লকের রাস্তা হবে। তিনটি রাস্তা করতে খরচ হবে প্রায় ৫ কোটি টাকা। কিছুদিনের মধ্যেই এগুলোর টেন্ডার হবে’।

জানা গিয়েছে, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বরাদ্দকৃত অর্থে তপসিখাতা অঞ্চলের ছয় মাইল এলাকায় দুটো রাস্তা তৈরি হবে। একটি রাস্তা হবে প্রায় ২৩০০ মিটার আরেকটি প্রায় ১২০০ মিটার। দুটো রাস্তার বাজেট ধরা হয়েছে যথাক্রমে প্রায় আড়াই কোটি এবং প্রায় ১ কোটি ৩০ লক্ষ। অন্যদিকে আরেকটি রাস্তা হবে মথুরা অঞ্চলের চিলাপাতার বানিয়া বস্তির কাছে। ওই রাস্তার দৈর্ঘ্য হবে প্রায় ১২০০ মিটার। চিলাপাতা এলাকায় আগেও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে বেশ কয়েকটি পেভার্স ব্লকের রাস্তা হয়েছে। আরেকটি নতুন রাস্তা পাওয়াও খুশি চিলাপাতার বাসিন্দারা। অন্যদিকে এদিন বিধায়ক সুমন কাঞ্জিলাল জানান, চিলাপাতাকে একটি মডেল পর্যটন কেন্দ্র করার ইচ্ছে রয়েছে তাদের। এর জন্য আরও বেশ কিছু পরিকল্পনা নিয়েছে রাজ্য পর্যটন দপ্তর।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Siliguri | শিলিগুড়িকে পরিচ্ছন্ন রাখতে উদ্যোগ, সপ্তাহে দু’দিন ওয়ার্ডে ওয়ার্ডে ‘স্পেশাল ড্রাইভ’

0
রাহুল মজুমদার, শিলিগুড়ি: শিলিগুড়ি (Siliguri) শহরকে আরও বেশি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবার সপ্তাহে দু’দিন করে ওয়ার্ড ধরে ধরে স্পেশাল ড্রাইভ চালাবে শিলিগুড়ি পুরনিগম (Siliguri Municipal...

0
বালুরঘাট, ২১ মে: বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসায় গাফিলতির কারণে সদ্যোজাত কন্যা শিশু মৃত্যুর অভিযোগ। ঘটনায় মঙ্গলবার সকাল হাসপাতালে বিক্ষোভ দেখায় মৃত শিশুর পরিবারের...

Uday Shankar Pal | ক্যানসারই কাড়ল প্রাণ, প্রয়াত ‘ভূতের ভবিষ্যৎ’র আত্মারাম উদয় শংকর পাল

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ক্যানসারের কাছে হার মানলেন ‘ভূতের ভবিষ্যৎ’র আত্মারাম। প্রয়াত বর্ষীয়ান টলিউড অভিনেতা উদয় শংকর পাল (Uday Shankar Pal)। সোমবার সন্ধ্যায় দক্ষিণ...

Coal scam case | দুই অভিযুক্ত গরহাজির, কয়লা পাচার মামলার চার্জ গঠন হল না...

0
আসানসোল: আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে কয়লা পাচার মামলায় চার্জ গঠনের দিন ধার্য হয়েছিল মঙ্গলবার। কিন্তু অন্যতম দুজন অভিযুক্ত এদিন গরহাজির থাকায় এই মামলার চার্জ...

Theft Case | মুদির দোকানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তার দাবি ব্যবসায়ীদের

0
চালসা: সরকারি কৃষক বাজারে অবস্থিত মুদির দোকানে দুঃসাহসিক চুরি। খোয়া গেল প্রায় ৪০ হাজার টাকার সামগ্রী। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মেটেলি ব্লকে। স্থানীয় সূত্রে...

Most Popular