Sunday, May 12, 2024
Homeউত্তরবঙ্গআলিপুরদুয়ারকর্মীদের বেতন বন্ধ, বক্সা পাহাড়ে স্বাস্থ্য ব্যবস্থায় সংকট

কর্মীদের বেতন বন্ধ, বক্সা পাহাড়ে স্বাস্থ্য ব্যবস্থায় সংকট

অভিজিৎ ঘোষ, আলিপুরদুয়ার: দুর্গম বক্সা পাহাড়ের গ্রামগুলিতে এখন বেহাল হয়ে পড়েছে স্বাস্থ্য পরিষেবা। ওই এলাকায় পরিষেবা পৌঁছে দেন একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। তাঁদের প্রায় এক বছর ধরে বেতন বন্ধ। এমনকি যে চিকিৎসক বক্সা পাহাড়ে গিয়ে রোগী দেখেন, তার বেতনও বন্ধ। ওষুধের জন্য ফান্ডও কমে গিয়েছে।

বক্সা পাহাড়ের ১৩টি গ্রামের প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা পাওয়ার জন্য এই সংগঠনের ওপরই নির্ভরশীল। তবে বর্তমান জটিল পরিস্থিতি নিয়ে তেমন কোনও পদক্ষেপ করতে দেখা যাচ্ছে না প্রশাসনকে। বরং ব্লক প্রশাসনের দাবি, এর ফলে পরিষেবা দিতে কোনও সমস্যা হচ্ছে না। কালচিনির ব্লক স্বাস্থ্য আধিকারিক ডা: সুভাষ কর্মকারের কথায়, ‘ভ্যাকসিনেশন সহ সব কাজ ঠিক করেই হচ্ছে। ওখানের কর্মীদের বেতন সরাসরি রাজ্য থেকে দেওয়া হয়। জেলা বা ব্লকের কোনও বিষয় নেই।’ ওই স্বেচ্ছাসেবী সংগঠনের কালচিনি ব্লকের জেনারেল ম্যানেজার তুষার চক্রবর্তী সমস্যা মিটবে বলে আশাবাদী। তিনি বলেন, ‘আমাদের সদস্যদের বেতন বন্ধের বিষয়টি বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে। শীঘ্রই এই সমস্যা মিটবে বলে আমরা আশাবাদী।’

বক্সা পাহাড়ের গ্রামগুলো আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের রাজাভাতখাওয়া অঞ্চলের অন্তর্গত। পাহাড়ের গ্রামগুলোয় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে বরাবরই কোনও না কোনও স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করেছে। বর্তমানে যে সংগঠন বক্সা পাহাড়ে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার কাজ করছে তাতে ১৪ জন সদস্য রয়েছে। তাঁরাই পাহাড়ে বাড়ি বাড়ি ঘুরে পরিষেবা পৌঁছে দেন। কোনও বিশেষ পরিষেবা দিতে হলে রাজ্য সরকারের স্বাস্থ্যকর্মীরা সেখানে পৌঁছে যান।

অন্যদিকে, মাসে দু’দিন করে একজন সরকারি চিকিৎসকও বক্সা ফোর্টের কাছে বক্সা ডুয়ার্স কমিউনিটি হেলথ ইউনিটে গিয়ে রোগী দেখতেন। ওখানে রোগী দেখার জন্য ওই চিকিৎসককেও স্বেচ্ছাসেবী সংগঠন থেকে বেতন দেওয়া হত। তবে প্রায় এক বছর থেকে বেতন বন্ধ থাকায় ওই চিকিৎসকও হেলথ ইউনিটে আসা কমিয়ে দিয়েছেন বলে জানা গিয়েছে বক্সার বাসিন্দাদের কাছে। প্রেমা দর্জি নামে বক্সা ফোর্টের এক বাসিন্দার কথায়, ‘আগেতো ডাক্তার বাবু ঠিক করে আসতেন। এখন কম আসেন। হেলথ ইউনিটও বেশিরভাগদিন বন্ধই থাকে। খোলা থাকলেও সব ওষুধ পাওয়া যায়না।’ নিমা ডুকপা নামে আরেক বাসিন্দা জানান, স্বাস্থ্য পরিষেবা বেহাল থাকায়, অনেককেই পাহাড় থেকে নীচে নেমে আলিপুরদুয়ার শহরে এসে ডাক্তার দেখাতে হয়। কেউ আবার কালচিনি বা দমনপুর থেকে গিয়ে ওষুধ নিয়ে আসেন। যেটা অনেক সমস্যার।

অন্যদিকে, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা জানাচ্ছেন, গ্রামে গ্রামে তাঁরা ঘুরছেন তবে ওষুধ কম থাকায় পরিষেবা দিতে সমস্যা হচ্ছে। এমনকি বেতন আটকে থাকায় তাঁদের সংসার চালাতে সমস্যা হচ্ছে। এক সদস্যের কথায়, ‘এক বছর বেতন পাইনি। এই মাস শেষ হলে তেরো মাস হবে। এইভাবে জানি না আরও কতদিন চলবে। কতদিন বেতন ছাড়াই কাজ করতে হবে।’

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Allu Arjun in legal complications before the election

Allu Arjun | নির্বাচনের আগে আইনি জটিলতায় আল্লু অর্জুন, কী করলেন অভিনেতা?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চতুর্থ দফা নির্বাচনের আগে আইনি জটিলতায় পড়লেন দক্ষিণি তারকা আল্লু অর্জুন(Allu Arjun)। অভিনেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু...

Arvind Kejriwal | ইন্ডিয়া জোট জিতলেই বিনামূল্যে বিদ্যুৎ-শিক্ষা-চিকিৎসা! জেলমুক্ত হতেই ১০ গ্যারান্টি কেজরিওয়ালের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal) ২১ দিনের অন্তর্বর্তী জামিনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। জেল থেকে মুক্তি পেয়েই...
Mamata taunted Modi about Sandeshkhali

Mamata Banerjee | রাজ্যপালকে পদত্যাগ করাননি, মোদিকে কটাক্ষ করে সন্দেশখালি নিয়েও বিঁধলেন মমতা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছে রাজভবনেরই এক মহিলাকর্মী। এ বিষয়ে থানাতেও অভিযোগ দায়ের করা হয়েছে।...

Suryakanta Mishra | সুর্যকান্তের গলায় শুভেন্দুর সুর, ‘দুই বছরও টিকবে না তৃণমূল সরকার, দাবি...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর এবার সিপিএম নেতার গলাতেও একই সুর। এবার বিজেপি নেতাদের পথেই হেঁটে তৃণমূল সরকার...
Water-Crisis

Water Crisis | বেশিরভাগ কুয়ো শুকিয়ে কাঠ, জলসংকটে ভুগছে তিন বনবস্তি

0
শুভদীপ শর্মা, লাটাগুড়ি: একদিকে তীব্র গরম। তার সঙ্গে পাল্লা দিয়ে নামছে কুয়োর জলের স্তর। যার ফলে তীব্র পানীয় জলের সংকট (Water Crisis) দেখা দিয়েছে...

Most Popular