Monday, May 13, 2024
HomeTop Newsহাতির দাঁত পাচারের অভিযোগ, গ্রেপ্তার আধা সামরিক বাহিনীর দুই জওয়ান সহ ৫

হাতির দাঁত পাচারের অভিযোগ, গ্রেপ্তার আধা সামরিক বাহিনীর দুই জওয়ান সহ ৫

নকশালবাড়ি: হাতির দাঁত পাচারের সময় গ্রেপ্তার আধা সামরিক বাহিনীর দুই জওয়ান সহ মোট ৫ জন। আধা সামরিক বাহিনীর দুই জওয়ানের মধ্যে একজন বর্ডার সিকিউরিটি ফোর্সে কর্মরত। আর একজন কর্মরত ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়নে। ওই পাঁচজন পাচারকারীকে নকশালবাড়িতে হাতির দাঁত সহ হাতেনাতে ধরে ফেলেন এসএসবি জওয়ান এবং বন দপ্তরের কর্মীরা।

বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে নকশালবাড়ি বাসস্ট্যান্ডে অভিযান চালায় এসএসবির ৪১ ব্যাটালিয়ন, টুকরিয়া ঝাড় বনাঞ্চল এবং শিলিগুড়ি ওয়াল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর একটি দল। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, পাঁচ যুবক মিলে নকশালবাড়িতে হাতির দাঁত ডেলিভারি দিতে এসেছিল। তারা নকশালবাড়ি বাসস্ট্যান্ডে বসে ক্রেতার অপেক্ষায় ছিল। সেই সময় অভিযান চালিয়ে আধিকারিকরা তাদের ধরে ফেলেন। তলাশি চালাতেই ঝোলা থেকে হাতির দাঁত বেরিয়ে আসে।

বনকর্মীরা জানিয়েছেন, সেটির ওজন ছিল ৯৪৫ গ্রাম। হাতির দাঁত সহ পাঁচ যুবককে গ্রেপ্তার করে নকশালবাড়ি টুকরিয়া ঝাড় বনাঞ্চলে আনা হয়। সেখানেই পাঁচ ঘণ্টা ধরে তাদের জিজ্ঞাসাবাদ করেন এসএসবি, বনদপ্তরের উচ্চপদস্থ আধিকারিক এবং ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল বিভাগের কর্মীরা। বিএসএফ কর্মী যুক্ত থাকায় বিএসএফের আধিকারিকরাও জিজ্ঞাসাবাদের জন্য টুকরিয়া ঝাড়ে আসেন। কার্শিয়াং বনবিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল ফরেস্ট অফিসার ভূপেন বিশ্বকর্মার নেতৃত্বে একটি দল পাঁচ যুবককে দীর্ঘক্ষণ ধরে জেরা করে।

ধৃতদের নাম তপন থাপা, প্রভু মুন্ডা, শ্রিয়ান খেরিয়া ও ধরম দাস লোহার, এরা চারজন আলিপুরদুয়ারের কালচিনির বাসিন্দা। অপরজন রিয়াস প্রধান, সে পূর্ব সিকিমের বাসিন্দা। এই পাঁচ জন মিলেই নকশালবাড়িতে হাতির দাঁত ডেলিভারি দিতে এসেছিল। এদের মধ্যে তপন থাপা বিএসএফ কর্মী, রিয়াস প্রধান আইআরবি কর্মী। এদিন রাতেই তাদের নকশালবাড়ি থানায় পাঠানো হয়।

কার্শিয়াং বনবিভাগের ডিভিশনাল ফরেস্ট অফিসার হরিকৃষ্ণণ জে আর জানান, পাঁচ যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আপাতত নকশালবাড়ি থানায় রাখা হবে। শুক্রবার তাদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।

অন্যদিকে, এসএসবি ৪১ নম্বর ব্যাটালিয়নের ডেপুটি কমান্ডেন্ট সৌরভ মালব্য বলেন, ‘পাঁচ যুবকের মধ্যে একজন বিএসএফে কর্মরত। আর একজন আইআরবি কর্মী আছে। হাতির দাঁত পাচারের সময় তাদের হাতেনাতে ধরা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের এই বিষয়ে অবগত করা হয়েছে। তদন্ত চলছে।’

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

বিভাজনের রাজনীতি ও আত্মধ্বংস

0
সুপর্ণ পাঠক এয়ারপোর্ট থেকে বেরিয়ে ডানদিকে ঘুরতেই শুরু কংক্রিটের কার্পেট। একদিকে হাইওয়ে আর তার পাশ ঘেঁষে হাইরাইজ। তার পর নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে চলতে থাকা...

Uttar Pradesh | গান্ধি ও ‘বাবা’র দ্বন্দ্বে বঞ্চিত রায়বরেলি

0
রূপায়ণ ভট্টাচার্য, রায়বরেলি:  ফিরোজ গান্ধির নামে কলেজটা একেবারে শহরের মাঝখানে। তার গায়ে ফিরোজ গান্ধি ক্যান্টিন। ওখান থেকে চার কিলোমিটার দূরে লখনউ যাওয়ার পথে ফিরোজ...

Caged leopard | চা শ্রমিকের ওপর হামলার খেসারত! খাঁচাবন্দি হয়ে জঙ্গলে গেল চিতাবাঘ  

0
বানারহাটঃ বনদপ্তরের পাতা ফাঁদে পা দিল চিতাবাঘ। গত শনিবার মোরাঘাট চা বাগানে পাতা তোলার সময় চিতাবাঘের হামলায় জখম হন বাগানের এক মহিলা শ্রমিক। এই...

Asansol vote | অভিষেককে ‘পাপ্পু’ বলে কটাক্ষ অগ্নিমিত্রা পালের, চারশো পেরোবে, আশাবাদী মেদিনীপুরের বিজেপিপ্রার্থী...

0
আসানসোলঃ সোমবার সকালে ভোট দিতে এসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘পাপ্পু’ বলে কটাক্ষ করলেন আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পাল। এদিন...

Lok Sabha Election 2024 | দেশে ৯৬ কেন্দ্রে চলছে ভোটগ্রহণ, এক্স হ্যান্ডেলে পোস্ট মোদির

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চতুর্থ দফায় ভোটগ্রহণ (Lok Sabha Election 2024) শুরু হয়েছে বাংলার ৮ কেন্দ্র সহ দেশের ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে...

Most Popular