Wednesday, May 15, 2024
HomeTop News৫ বছরের শিশুকে ধর্ষণ! কুকীর্তি দেখে ফেলায় গ্রেপ্তার ও লোকলজ্জার ভয়ে আত্মঘাতী...

৫ বছরের শিশুকে ধর্ষণ! কুকীর্তি দেখে ফেলায় গ্রেপ্তার ও লোকলজ্জার ভয়ে আত্মঘাতী বৃদ্ধ  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ৫ বছরের এক শিশুকে ধর্ষণ করার সময় এক বৃদ্ধের কুকীর্তি দেখে ফেলেছিল পরিবারের লোকেরা। সেখান থেকে কোনওক্রমে পালিয়ে গিয়ে লোকলজ্জা ও গ্রেপ্তারের ভয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে অভিযুক্ত। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে যোগী রাজ্য উত্তরপ্রদেশের বেরেলি জেলার ফরিদপুর থানার অন্তর্গত একটি গ্রামে। গ্রামেরই একটি আমগাছে বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। নির্যাতিতা শিশুটির চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে। যদিও এটি শুধুমাত্র আত্মহত্যার ঘটনা নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

জানা গিয়েছে, শিশুটি প্রতিদিনকার মতোই বাড়ির বাইরে খেলছিল। তারপর থেকেই আর খোঁজ মিলছিল না তার। পরিবারের লোকেরা আশপাশের বাড়ি গুলিতে শিশুটির খোঁজ শুরু করেন। খুঁজতে খুঁজতে তারা যান শের মহম্মদের বাড়ি। সেই বাড়ি থেকে শিশুটির কান্নার আওয়াজ ভেসে আসতেই ভিতরে গিয়ে দেখতে পান শিশুর উপর যৌন অত্যাচার চালাচ্ছে বৃদ্ধ শের। তা দেখার পর রীতিমতো চমকে ওঠেন পরিবারের সদস্যরা। বিষয়টি দেখে ফেলতেই সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত বৃদ্ধ।

ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে পরিবারের লোকেরা নিয়ে যান স্থানীয় হাসপাতালে। এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে ফরিদপুর থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন পরিবারের লোকেরা। সেই অভিযোগের প্রেক্ষিতে বৃদ্ধার বিরুদ্ধে ধর্ষণ এবং পকসো আইনের বেশ কয়েকটি ধারায় মামলা দায়ের রুজু করে পুলিশ। পুলিশ জানিয়েছে, শিশুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার চিকিৎসা চলে।

এদিকে ধর্ষণে অভিযুক্ত বৃদ্ধার খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। তার খোঁজ শুরু করতেই পুলিশের কাছে খবর আসে গ্রামেরই একটি আম গাছে ঝুলছে অভিযুক্তের দেহ। তড়িঘড়ি সেখানে পুলিশ পৌঁছে শের মহম্মদের দেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা বৃদ্ধকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় পুলিশের প্রাথমিক অনুমান, মেয়েটির পরিবারের সদস্যরা এই কুকীর্তি দেখে ফেলায় বৃদ্ধ ভয় পেয়ে গিয়েছিল এবং তার মধ্যে অনুশোচনাও কাজ করছিল। লোকলজ্জা ও গ্রেপ্তারের ভয়েই আত্মঘাতী হয়েছে শের মহম্মদ।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Gazol | বিদ্যুতের তার ছিঁড়ে ভুটভুটিতে আগুন, পুড়ে ছাই কয়েক হাজার টাকার পাট

0
গাজোল: ভুটভুটি বোঝাই পাটে আচমকাই আগুন। এলাকাবাসীদের তৎপরতায় ভুটভুটি টি রক্ষা পেলেও পুড়ে ছাই হল প্রায় ৫০ হাজার টাকার পাট। ঘটনাকে কেন্দ্র করে বুধবার...

CNG Bus | সিএনজি বাস উত্তরে অনিশ্চিত 

0
চাঁদকুমার বড়াল, কোচবিহার: সিএনজি বাস (CNG Bus) এসে পড়ে রয়েছে। অথচ উত্তরবঙ্গে ওই বাস পরিষেবা শুরু করতে পারছে না উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। কারণ...

Road Accident | বাইক চালানো শিখতে গিয়ে বিপত্তি, দুর্ঘটনায় মৃত্যু কিশোরের

0
সামসী: বাইক চালানো শিখতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল এক কিশোরের। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে রতুয়া-১ ব্লকের চাঁদমুনি-২ গ্রাম পঞ্চায়েতের আন্ধারু গ্রামে। পুলিশ সূত্রে জানা...

Alipurduar | জল কমতেই মৎস্যজীবীদের জালে কালজানির বোরোলি, চড়া দামেও নিমেষেই বিক্রি

0
আলিপুরদুয়ার: কালজানি নদীর (Kaljani river) বোরোলি মাছ গত তিন-চারদিন হল সামান্য পরিমাণে হলেও মৎস্যজীবীদের জালে ধরা দিচ্ছে। মৎস্যজীবীদের কথায়, কালজানিতে ঘাকসি, ধরেয়া, পিঠকাঁটার মতো...

Howrah | হাওড়া স্টেশনে প্রকাশ্যেই মহিলাকে কুপিয়ে খুন! গ্রেপ্তার প্রেমিক

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ব্যস্ত সময়ে স্টেশনে উপচে পড়ছে ভিড়। ঠিক সে সময় ঘটে গেল অঘটন। আঁতকে উঠলো গোটা হাওড়া স্টেশন চত্বর। দিনে দুপুরে...

Most Popular