রাজ্য

Election boycott | রাস্তা-সেতুর দাবি মেটায়নি প্রশাসন, ভোট বয়কট করলেন গ্রামবাসীরা

হবিবপুর: রাস্তা ও সেতুর দাবি না মেটায় লোকসভা ভোট বয়কট করলেন গ্রামবাসী। মঙ্গলবার সকালে মালদার হবিবপুর বিধানসভার মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের রাধাকান্তপুর এলাকার ১২২ নম্বর বুথের ভোটাররা ভোট বয়কট করে ধর্নায় বসেন। স্বাভাবিকভাবেই ভোটের দিন ভোট বয়কট ঘিরে জেলাজুড়ে হইচই পড়ে যায়। যার ফলে প্রশাসনের আধিকারিকরা চরম অস্বস্তিতে পড়ে যান।

এলাকাবাসীদের অভিযোগ, আট বছর ধরে প্রতিশ্রুতি দিলেও প্রশাসনের আধিকারিকরা রাস্তা ও সেতুর দাবি মেটাতে পারেনি। রাজনৈতিক নেতারাও প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেননি। এদিন আন্দোলনের খবর পেয়ে বাসিন্দাদের আশ্বস্ত করতে ঘটনাস্থলে যান জেলার পদস্থ আধিকারিক তথা সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং, হবিবপুরের বিডিও অংশুমান দত্ত। কিন্তু তাঁরাও গ্রামবাসীদের বোঝাতে ব্যর্থ হন। কমিশনের সমস্ত প্রস্তুতি থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত ওই কেন্দ্রে ভোটগ্রহণ হয়নি।

প্রসঙ্গত, রাধাকান্তপুর, জগন্নাথপুর, রামচন্দ্রপুর ওই তিনটে গ্রাম মিলিয়ে প্রায় ১৩০০ ভোটার রয়েছেন। তাদের দাবি ছিল, আদিনা থেকে চাকলি পর্যন্ত যে ৩৩ কিলোমিটার রাস্তা তৈরি হয়েছিল তার মধ্যে ১৬ কিলোমিটার রাস্তা কাজ অসম্পূর্ণ রয়েছে। ফলে মানুষ চলাচলে অনেক সমস্যা রয়েছে। বর্ষাকালে জল কাঁদায় ওই এলাকার কাঁচা রাস্তায় চলাচল করা যায় না। এছাড়াও রাধাকান্তপুর এলাকায় সেতু নেই। ফলে টাঙন নদী পেরতে তাদের সমস্যা হয়। আগে রাস্তা ও সেতুর দাবিতে অনেকবার সরব হয়েছিলেন এলাকার বাসিন্দারা। ঘন ঘন পথ অবরোধ হয়েছিল কিন্তু প্রশাসনিক আধিকারিকারা তাদের আশ্বস্ত করেও কোনও কাজ করে দিতে পারেননি। ফলে এদিন লোকসভায় ভোট বয়কট করেন গ্রামবাসীরা।

গ্রামবাসীদের পক্ষে ঝর্না বিশ্বাস বলেন, ‘নেতা থেকে প্রার্থী প্রশাসনের কর্তারা আমাদের শুধু প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিল। কিন্তু রাস্তা ও সেতুর দাবি মেটায়নি। ফলে আমরা ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছিলাম। এদিন সঙ্গবদ্ধভাবে আন্দোলন করে ভোট বয়কট করেছি।‘ জেলা প্রশাসনের এক কর্তা বলেন, ‘প্রস্তুতি থাকা সত্ত্বেও গ্রামবাসীরা ভোট দিতে যান নি। আমরা তাদের দাবি খতিয়ে দেখবো।‘

Solanki Paul

Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Raiganj | ত্রিপুরার ব্যবসায়ী খুন কাণ্ড, রায়গঞ্জ থেকে ধৃত মূল পাণ্ডা

রায়গঞ্জ: অবশেষে ধরা পড়ল ত্রিপুরার প্রতিষ্ঠিত ব্যবসায়ী দুর্গাপ্রসন্ন দেব খুনের মূল পাণ্ডা রাকেশ বর্মন (৩৩)।…

8 mins ago

Kidnap | যুবতীকে অপহরণ! অপহৃতার খোঁজে তল্লাশি পুলিশের, গ্রেপ্তার মূল অভিযুক্তের কাকা

রায়গঞ্জঃ এক তরুণীকে অপহরণ করে অন্যত্র লুকিয়ে রাখার অভিযোগে মূল অভিযুক্তের কাকাকে গ্রেপ্তার করল রায়গঞ্জ…

24 mins ago

WhatsApp | হোয়াটসঅ্যাপের ভয়েস মেসেজে স্ত্রীকে তিন তালাক, শ্রীঘরে স্বামী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ পাঠিয়েছিলেন স্বামী। সেই মেসেজ খুলতেই স্ত্রী শুনতে পেলেন…

39 mins ago

Manikchak | স্বামীকে তালাক দিয়ে প্রেমিককে বিয়ের প্রস্তাব, মুখ ফেরাতেই ধর্ণায় প্রেমিকা

মানিকচকঃ একেই কি বলে প্রেমের ফাঁদ? তিন বছরের প্রেম। বছরখানেক আগে বাড়ির মতে অন্যত্র বিয়ে…

45 mins ago

Raiganj | হিমালয়ের কোলে দাঁড়িয়ে উচ্চপ্রাথমিকে নিয়োগের দাবি

রায়গঞ্জ: বিজ্ঞপ্তি প্রকাশের পর ১০ বছর পেরিয়ে গিয়েছে। হাইকোর্টের বিচারপতির এক খোঁচায় সরকারি প্যানেল বাতিল…

53 mins ago

Drug Smuggling | বাজারে রমরমা সানফ্লাওয়ার ড্রাগ, ওষুধের শিশিতে হচ্ছে পাচার!

প্রণব সূত্রধর, আলিপুরদুয়ার: নাগাল্যান্ড থেকে নিউ আলিপুরদুয়ার স্টেশন (New Alipurduar Station) পর্যন্ত ওই ইয়াবা ট্যাবলেট…

1 hour ago

This website uses cookies.