Wednesday, May 15, 2024
HomeBreaking Newsবয়কট সত্ত্বেও রাজারহাটে ভোটের হার ৯৫ শতাংশ, রহস্য সমাধানে পুলিশকে নির্দেশ হাইকোর্টের

বয়কট সত্ত্বেও রাজারহাটে ভোটের হার ৯৫ শতাংশ, রহস্য সমাধানে পুলিশকে নির্দেশ হাইকোর্টের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভোট বয়কট করেছিল ভোটাররা, আর সেই বুথেই ভোটের হার ৯৫ শতাংশ। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই জলঘোলা হয়েছে বিস্তর। গড়িয়েছে কলকাতা হাইকোর্টেও। ভোট বয়কট সত্ত্বেও কী করে ভোটের হার এত বেশি, তার অনুসন্ধান করতে রাজ্য পুলিশের ডিজি এবং আইজিকে নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। এ বিষয়ে রাজারহাটের বিডিওকে তলব করেছেন বিচারপতি অমৃতা সিংহ।

ঘটনাটি ঘটেছে রাজারহাট এলাকার জাঙ্গা হাতিয়াড়া দু’নম্বর পঞ্চায়েতের আবদুল কালাম কলেজের একটি বুথে। এই বুথে ভোট দিতে গিয়ে বাধা প্রাপ্ত হয় এলাকার ভোটাররা। এই অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ভোট দিতে না পেরে ভোটারদের একাংশ ভোট বয়কটের ডাক দেন। মামলাকারীর দাবি, স্থানীয় কিছু বিষয় নিয়ে ভোটাররা ভোট বয়কট করেন। যাঁরা ভোট দিতে গিয়েছিলেন, তাঁদেরও বাধা দেওয়া হয় বলে অভিযোগ। কিন্তু ওই বুথেই দেখা যায় ৯৫ শতাংশ ভোট পড়েছে। বয়কটের পরেও কী ভাবে ৯৫ শতাংশ ভোট পড়ল, সেই প্রশ্ন উঠেছে।

মঙ্গলবার মামলাটি ওঠে কলকাতা হাইকোর্টের অমৃতা সিনহার বেঞ্চে। এ বিষয়ে রাজারহাটের বিডিওকে তলব করেছেন বিচারপতি সিনহা। তিনি জানিয়েছেন, এক জন পুলিশ আধিকারিককে নিয়োগ করে ঘটনার অনুসন্ধান করবেন ডিজি এবং আইজি। আগামী ৩ অগাস্ট রাজ্যের ডিজি এবং আইজিকে আদালতে রিপোর্ট জমা দেওয়ার নিওর্দেশ দেন।

কোনও বুথে ৯০ শতাংশের বেশি ভোট পড়লে, সেখানে প্রিসাইডিং অফিসারের থেকে কমিশন খোঁজ নেয় এটাই নিয়ম। কেন এত ভোট পড়ল সেটা স্পষ্ট করে জানাতে হবে কমিশনকে। প্রিসাইডিং অফিসারের লিখিত বয়ানের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয় যে, পুনর্নির্বাচন হবে কি না। এই বুথের ক্ষেত্রে তা হয়েছিল কি না, কমিশন সূত্রে জানা যায়নি।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Sandeshkhali | মিথ্যে মামলা সাজিয়ে গ্রেপ্তার! কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সন্দেশখালির মাম্পি

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোমবার আদালতে (Court) আত্মসমর্পণ করে জামিন চাইতে গিয়েছিলেন সন্দেশখালির (Sandeshkhali) প্রতিবাদী মুখ মাম্পি দাস (Mampi Das)। জামিন তো মেলেই নি,...

Prajwal Revanna | আজ রাতেই দেশে ফিরতে পারেন প্রজ্জ্বল! বিমানের টিকিট ঘিরে জোর গুঞ্জন

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কর্ণাটকে যৌন কেলেঙ্কারির (Sex scandal) মামলায় যে রাজনৈতিক ঝড় উঠেছে তার কেন্দ্রে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার নাতি প্রজ্জ্বল...

Bomb Threat | বোমা বিস্ফোরণের হুমকি ইমেল কানপুরের ১০ স্কুলে, তদন্তে পুলিশ

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: স্কুলে বোমা বিস্ফোরণ ঘটানো হবে, বুধবার এমনই হুমকি ইমেল পেল উত্তরপ্রদেশের কানপুরের ১০টি স্কুল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সব ক’টি...

Crowdfunding Helps Toddler | ‘জীবন্ত পাথরে’ পরিণত হয়েছিল একরত্তি, জীবন বাঁচাতে এগিয়ে এলেন সোনু...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ার জোর যে কত, তা প্রমাণ হল আরও একবার। বিরল রোগে আক্রান্ত ২২ মাসের শিশুকে বাঁচাতে এগিয়ে এলেন অভিনেতা,...

Amit Shah | সত্যজিৎ রায় বেঁচে থাকলে ‘হীরক রানির দেশে’ বানাতেন, মমতাকে কটাক্ষ শা’র

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দুর্নীতি ইস্যুতে প্রয়াত পরিচালক সত্যজিৎ রায়ের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) কটাক্ষ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা (Amit...

Most Popular