Sunday, April 28, 2024
Homeজাতীয়চার বছরেই ফুলে ফেঁপে উঠেছে বিদেশমন্ত্রীর সম্পত্তি!

চার বছরেই ফুলে ফেঁপে উঠেছে বিদেশমন্ত্রীর সম্পত্তি!

প্রসেনজিৎ দাশগুপ্ত, নয়াদিল্লি: গত চার বছরে কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শংকর এবং তাঁর স্ত্রী কোয়েকো সোমেকাওয়া জয়শংকরের মোট সম্পত্তির পরিমাণ বেড়েছে ২৯.৪ শতাংশ, যা শুনে চোখ কপালে উঠেছে অনেকের। এর মধ্যে সংযোজিত হয়েছে দিল্লির বসন্ত বিহারে একটি নতুন ফ্ল্যাট অধিগ্রহণ। এছাড়া ইউরোপ তথা মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংকে রয়েছে অগাধ সম্পত্তি। সম্প্রতি মেয়াদ ফুরোনোর আগেই রাজ্যসভা নির্বাচনে গুজরাট থেকে সোমবার মনোনয়নপত্র জমা দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। নির্বাচন কমিশনের কাছে জমা পড়া তাঁর হলফনামা থেকে পাওয়া গিয়েছে এই তথ্য।

জানা গিয়েছে, মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামাতে বিদেশমন্ত্রী তাঁর ২০.০৯ কোটি টাকার সম্পত্তির ঘোষণা করেছেন। তার মধ্যে রয়েছে দিল্লির দু’টি ফ্ল্যাট, এবং সিমলায় ১.৫ একরের একটি কৃষি জমিও। এর আগে ২০১৯ সালে জমা দেওয়া হলফনামায় জয়শংকর তাঁর ১৫.৫২ কোটি টাকার ব্যক্তিগত সম্পত্তির উল্লেখ করেন। কিন্তু গত চার বছরে তা কোন উচ্চতায় পৌঁছেছে তা বলার অপেক্ষা রাখে না। এও জানা গিয়েছে, জয়শংকরের স্ত্রীর ১.১২ লক্ষ টাকার জিএসটি বকেয়া রয়েছে। জয়শংকরের স্ত্রী কোয়োকো সোমেকাওয়া দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর এবং জিএমআর হায়দরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে কনসালট্যান্ট হিসেবে কাজ করেন। বিদেশেও ধনসম্পত্তি রয়েছে তাঁর৷ ওয়াশিংটন ডিসি ও টোকিওর ব্যাংকের আমানত রয়েছে জয়শংকরের স্ত্রীর। হলফনামায় দেখা গিয়েছে জয়শংকর ও তাঁর স্ত্রীর ব্যক্তিগত ঋণের পরিমাণ কমেছে আগের থেকে। ২০১৯ সালে যা ছিল ৫.২৫ কোটি টাকা, চলতি বছরে তা দাঁড়িয়েছে ১৮.৪৮ লাখ টাকায়। মন্ত্রীর হাতে নগদের পরিমাণও কমেছে আগের থেকে। বর্তমানে মন্ত্রীর হাতে নগদ রয়েছে ৮০ হাজার টাকা। চার বছর আগে যা ছিল ১.২ লক্ষ টাকা। তবে স্থাবর, অস্থাবর উভয় সম্পত্তির পরিমাণও বেড়েছে বিদেশমন্ত্রীর।

প্রসঙ্গত, মোদি জমানার সূচনালগ্নে কেন্দ্রীয় বিদেশ সচিবের ভূমিকায় কাজ করার সময়ই খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেকনজরে পড়েছিলেন দেশের প্রথমসারি দক্ষ কূটনীতিবিদ ড. সুব্রহ্মনিয়ম জয়শংকর। ২০১৯-এ দ্বিতীয় বার শাহি মসনদে ক্ষমতা দখল হলে এবং প্রাক্তন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের প্রয়াণের পর তাঁর সুযোগ্য ডেপুটি এস জয়শংকরের হাতে বিদেশমন্ত্রকের রাজপাট তুলে দেন মোদি। এরপর আর পিছু ফিরে তাকাননি জয়শংকর। কেন্দ্রীয় বিদেশমন্ত্রীর ভূমিকায় নিজ দক্ষতা, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে অগাধ পাণ্ডিত্য, কূটনীতিক হিসেবে পারদর্শিতা প্রদর্শন করে ক্রমশ প্রধান কেন্দ্রীয় বলয়ের মধ্যাঞ্চলে চলে আসেন। তাঁর নেতৃত্বে ভারতের বৈদেশিক নীতি এক অন্যমাত্রা পায়। কিন্তু সেই জয়শংকরের এহেন বিপুল পরিমাণ সম্পত্তি বৃদ্ধি নিয়ে জল্লনা শুরু হয়েছে সামাজিক মাধ্যমে, এমনকি কেন্দ্রীয় পরিসরেও। জয়শংকরের সম্পত্তি বৃদ্ধি নিয়ে পরোক্ষে সমালোচনা শুরু হয়েছে নেটনাগরিক মঞ্চেও৷ এ বিষয়ে যদিও কোনও মন্তব্য করেননি কেন্দ্রীয় বিদেশমন্ত্রী।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Mekhliganj | খোলা সীমান্ত দিয়ে ভুল করে ভারতে প্রবেশ! যুবককে বিজিবির হাতে তুলে দিল...

0
মেখলিগঞ্জ: ভুল করে ভারতে ঢুকে পড়া এক যুবককে বাংলাদেশে ফেরাল বিএসএফ। রবিবার মেখলিগঞ্জ ব্লকের তিনবিঘা করিডরে ওই যুবককে বিজিবি-র আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়।...

Rajganj | পুকুরে ভেসে উঠল ৩৫ কেজির মৃত মাছ, পুজোর উদ্যোগ বাসিন্দাদের

0
রাজগঞ্জ: অতিকায় মৃত মৃগেল মাছকে দেখতে রবিবার বিকেলে ভিড় জমে যায় রাজগঞ্জের মহারাজা পুকুরে। স্থানীয়রা জানিছেন মাছটির ওজন কমপক্ষে ৩৫ কেজি। এলাকায় পুকুরটি পবিত্র...

Kishanganj | মদের ভাটিতে হানা! বাবা-মেয়ের হাতে আক্রান্ত পুলিশ, পরে গ্রেপ্তার

0
কিশনগঞ্জঃ মদের ভাটিতে হানা দিতে গিয়ে অবৈধ মদের কারবারীদের হাতে আক্রান্ত পুলিশ। রবিবার এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে কিশনগঞ্জ শহরে ধরমগঞ্জ মাঝিয়া রোডে। এই ঘটনায়...

Ghaziabad | মেয়ের প্রেমিককে গুলি করে খুন করলেন বাবা

0
গাজিয়াবাদ: মেয়ের প্রেমিককে গুলি করে খুন করলেন বাবা! শনিবার গভীর রাতে গাজিয়াবাদ সোসাইটিতে একটি ফ্ল্যাটে ঘটনাটি ঘটেছে। অভিযুক্তের নাম রাজেশ কুমার সিং। একটি সর্বভারতীয়...

Gujarat | গুজরাট উপকূলে আটক ৬০০ কোটির মাদকবোঝাই পাক নৌকা, ধৃত ১৪

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গুজরাট উপকূলে (Gujarat Coast) ধরা পড়ল মাদকবোঝাই পাকিস্তানি নৌকা (Pakistani Boat)। রবিবার গুজরাটের (Gujarat) পোরবন্দর থেকে পাক নৌকাটি আটক করেছে...

Most Popular